সহজেই হয়ে উঠুন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এক্সপার্ট! তাক লাগানো প্রেজেন্টেশন তৈরি হবে মুহূর্তেই

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আমরা সবাই কম বেশি চিনি এবং ব্যবহার করে থাকি। অফিস কিংবা ইউনিভার্সিটি প্রায় সব জায়গাতেই আছে এর ব্যবহার। প্রেজেন্টেশন তৈরির সবচেয়ে  সহজ এবং কার্যকর উপায় হিসাবে ধরা হয় এই টুলস কে। যদি আপনি কখনো  পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে সবচেয়ে বেশি সময় লাগে স্লাইড তৈরি করা, ছবি এবং ভিডিও যুক্ত করা, এনিমেশন যুক্ত করা, যাতে এটি আকর্ষণীয় হয়ে উঠে। এগুলোর মুল উদ্দেশ্যই হল যারা প্রেজেন্টেশন টি দেখবে তাদের মনোযোগ আকর্ষণ করা।

কেমন হয় যদি আপনার কাজের থিম অনুযায়ী আগে থেকেই এইসব প্রেজেন্টেশন টেম্পলেট বানানো থাকে। জি, এসব প্রেজেন্টেশন টেম্পলেট রেডিমেট কিনতে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে এবং দাম পড়ে $7 থেকে $80 পর্যন্ত।

কীভাবে পাবেন রেডিমেট প্রেজেন্টেশন টেম্পলেট?

আমি নিজে যেহেতু নিয়মিত প্রেজেন্টেশন দিয়ে থাকি, তাই কিছুদিন আগে কিনে নিলাম এমন একটি প্যাকেজ। আমার খরছ পড়েছে $15 এর মত। খরচের তুলনায় এটির ব্যবহার ভালই লেগেছে। আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে WhatsApp (01300317393) এ জানাবেন আমি আমার গুগল ড্রাইভ ডাউনলোড লিংক শেয়ার করে দিবো।

কিভাবে ব্যবহার করবেন?

আপনি ডাউনলোড করা ফাইলে ৯০০০+ category পাবেন যেমনঃ মার্কেটিং, অ্যানালাইসিস, মেডিকেল, প্রোজেক্ট ইত্তাদি আরও অসংখ্য। আপনার প্রয়োজন অনুযায়ী category তে যাবেন। এবং ফোল্ডারে আলাদা আলাদা ডিজাইন এর রেডি প্রেজেন্টেশন টেম্পলেট খুঁজে পাবেন। আপনার পছন্দ অনুযায়ী টেম্পলেট নিয়ে এডিট করা শুরু করুন। ডাটা বসিয়ে গেলেই তৈরি হ্যে যাবে আপনার প্রেজেন্টেশন।

যেকোনো সাহায্যের জন্য আমাকে উপরের WhatsApp নাম্বারে নক করতে পারেন। ধন্যবাদ।

Level 1

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস