Nokia PC Suite কানেকশনে সমস্যা ও তার সমাধান

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউনটি শুরু করছি। সাহায্য বিভাগে সাহায্য চেয়ে টিউন করেছেন টিউনার তমাল ভাই। তার সমস্যার পথ ধরেই আমার আজকের এই টিউনটি করা। অনেক সময় Windows xp sp-3 তে সবকিছুই ঠিকঠাক মতো থাকার পরেও কেন জানি NOKIA PC SUITE বা OVI SUITE কাজ করে না বা আপনার DISK STORAGE কাজ করছে কিন্তু ইন্টারনেট চালাতে গেলেই বিপত্তি বাধে। কিন্তু খেয়াল করে দেখবেন, Windows xp sp-2 তে ঠিকই কাজ করছে। আমার নিজেরও এধরনের সমস্যা হয়েছিল। যোগাযোগ করলাম নোকিয়ার সাথে, তারা দোষ দিলো Microsoft কে। ধরলাম Microsoft কে তারা Team Viewer দিয়ে দুই ঘন্টা আমার পি,সি ওলোট পালট করলো, অবশেষ দোষী করলো আমাকে আর নোকিয়াকে। আমার দোষ আমি জেনুইন OS USE করি না, আর নোকিয়ার কি দোষ আমি ঠিক বুঝলাম না!!! অবশেষে অনেক ঘাটাঘাটির পর এক ফোরামে পেলাম এর সমাধান!!!! যাক অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি,

STEP ONE : প্রথমে আপনি         http://www.mediafire.com/?joa321gyr5n039o    এটা ডাউন লোড করুন

STEP TWO: তারপর LATEST NOKIA PC SUITE বা OVI SUITE আপনার PC তে সেটাপ করে নিন। তারপর Hand set এ Connection চাইলে Connection  না দিয়ে পিসি Restart দিন।

STEP THREE: এরপর CONTROL PANEL এ গিয়ে Nokia connectivity Cable Driver টি  Uninstall করে Pc RESTART দিন। এরপর  ডাউনলোড কৃত Nokia connectivity Cable Driver টি সেটআপ করে আবার পিসি RESTART দিন। এখন আপনার নোকিয়া ফোনটি ডাটা কেবল দিয়ে পি,সিতে সংযোগ দিন। দেখবেন আর আগের মতো not install/ driver not found ইত্যাদি ইত্যাদি শো করছে না। ধন্যবাদ সবাইকে।

আর তমাল ভাই কাজতো হবেই ১০০% GUARANTY... তো মিষ্টি টিষ্টির ব্যবস্থা যদি একটু করতেন !!!!!!!

Level 0

আমি prince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm nobody!!!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks 4 Share,,Amar-O A dhoroner Problem hoiselo But XP Dea Tik Hoiselo

সুন্দর !

fine

Level 0

ধন্যবাদ সবাইকে….. কিন্তু তমাল ভাই গেলো কৈ???????????????

প্রিন্স ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত detail টিউন করার জন্য । কিন্তু আমার সমস্যার পুরোপুরি সমাধান যে হল নারে ভাই । PC তে তো driver successfully installed দেখাল, কিন্তু PC suite open করে যখন connect a phone দিলাম তখন মোবাইলে দেখাল No response from host । এটা কি জন্য হচ্ছে বলতে পারেন ? ক্যাবলে সমস্যা নাকি ? আমার সেট টা কানেক্ট করায়ে দিতে পারলে promise করছি, আপনারে মিষ্টি খাওয়ামুই খাওয়ামু ইনশাআল্লাহ ।
(নেট ছিল না বলে আগে জানাতে পারলাম না । চরি ) 🙂

Level 0

তমাল ভাই: আপনাকে এখন দুটি কাজ করতে হবে
১। সেট টা ম্যানুয়ালী ফ্লাস করুন
২। এক্সপি নতুন করে সেট আপ দিন, কেননা আপনার xp রেজি. তে নোকিয়ার রেজি. ফাইল গুলো রয়ে গেছে। সবচেয়ে ভাল হয় নোকিয়া অভি স্যুইট ব্যবহার করলে। জানাবেন, কাজে লাগলো কিনা… কাজ হবে ইনশাল্লাহ… কেন না, নতুন ডাক্তারের চেয়ে পুরাতন রোগী অনেক ভালো…. হাহাহাহাহাহা…

Level 0

আমার নোকিয়া ২৬৯০ NOKIA PC SUITE use করি Bluetooth দিয়ে। কিন্তু on modem found আসে। bluetooth plug & play আলাদা কোন software install করিনাই। কি করা যাই