প্রতিটি কম্পিউটারেই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। অনেকে একে ডিজিটাল অ্যাড্রেসও বলেন। অনেকেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করার নিয়ম জানেন না তাই ভুগেন হতাশায় তাহলে চলুন দেখা যাক নির্দিষ্ট পদ্ধতিটি.
কম্পিউটাররে আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন যেভাবে-
কম্পিউটার চালু করে ইন্টারনেট অন করুন। এবার উইন্ডোজ ইউজাররা Run গিয়ে ‘cmd’ টাইপ করে Enter অপশনে ক্লিক করলেই কম্যান্ড প্রম্পট খুলে যাবে। কম্যান্ড প্রম্পটে ‘ipconfg’ টাইপ করে Enter ক্লিক করতে হবে। একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে অপনারা যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন তার ‘IPv4’ বা ‘IPv6’ অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। সেটাই আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস।
কম্পিউটাররে ম্যাকের আইপি অ্যাড্রেস জানতে হলে-
সার্চ অপশনে গিয়ে টার্মিনাল অ্যাপ খুঁজে বের করতে হবে। টার্মিনাল অ্যাপে গিয়ে ‘ipconfg’ টাইপ করে Enter বাটনে ক্লিক করুন। অ্যাকটিভ নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে সম্পর্কিত বিভাগটি খুঁজে বের করতে হবে। সাধারণত ‘en0’ বা ‘en1’ নামে থাকবে। এখানে ‘inet’ লাইনের পাশের নম্বরটাই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।
আমি সুমন আহমেদ। Exceutive, Ceramic, Gazipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
To develop and build career as a service and management professional. Work in an environment where performance scaled by professional excellence, professional development and contribute towards the growth of the organization. I want to learn from people working with and around. And share my little knowledge for the betterment of...