একাদশ শ্রেনীর বাংলা ১ম পত্রের লেখকদের লেখক পরিচিতি মুখস্ত করা প্রতিটি শিক্ষার্থীর জন্য বান্ঞনীয়। বিশেষ করে নৈব্যত্তিক এ বেশি নাম্বার পেতে লেখক পরিচিতি মুখস্ত করাতো আবশ্যিক একটি বিষয়।
এছাড়াও একাদশ শ্রেনী পাশ করার পর বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য যে ভর্তি যুদ্ধ শুরু হয় তাতে টিকে থাকার জন্য প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে এই লেখক পরিচিতি গুলো।
বইয়ে গাদাগাদি ভাবে লেখক পরিচিতিগুলো থাকার কারনে ছাত্র-ছাত্রীদের জন্য এগুলো মুখস্থ করা বেশ কঠিন।
নোটবই গুলোর ও একই অবস্থা।
এসব সমস্যার কথা বিবেচনা করে আমি একই পৃষ্টায় সকল লেখদের জন্ম, মৃত্যু, রচিত গ্রন্থ, কর্মজীবন, লেখকদের ছদ্ম নাম এবং রচনাটির উত্স ইত্যাদি সংক্ষেপে খুব সুন্দর ভাবে একটি টেবিল এ সাজিয়েছি। এতে করে ছাত্র-ছাত্রীরা খুব সহজেই লেখকদের জন্ম - মৃত্যুর সাল, লেখকদের উপাধি, পূর্ননাম/ছদ্মনাম মনে রাখতে পারবে।কষ্ট করে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে খুজে খুজে লেখক পরিচিতি মুখস্থ করার জামেলাও দুর হবে।
◊••→গদ্য|ছবিতে দেখুন←••◊
◊••→পদ্য|ছবিতে দেখুন←••◊
ডাউনলোড ইনফরমেশনঃ এখানে গদ্য ও পদ্যের লেখক পরিচিতিগুলো আমি Ms Word এর ওয়ার্ড ফাইল এ Picture Format এ দিয়েছি। ডাউনলোড করুন এবং প্রিন্ট করে পড়া শুরু করে দিন।
আমার কিছু কথা : মুলত আমার কলেজ চট্রগ্রাম মডেল কলেজ এর বন্ধুদের জন্যই এটি বানানো হয়েছিল এখন টিটি এর সকল একাদশ শ্রেনীর শিক্ষার্থীর জন্য এটি উত্সর্গ করলাম। টিউনটি দ্বারা আপনার বিন্দুমাত্র উপকার হলে দয়া করে কমেন্টস এ জানাবেন।
বিঃ দ্রঃ আমার এই টিউনটি অন্য কোনো ব্লগ বা ওয়েবসাইট এ নিজের নামে প্রকাশ করা থেকে বিরত থাকুন।
ডাউনলোড লিংকঃ http://www.scsoft.tk/site_moazzam.html
আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm
Helpful for students…