আজ আমি আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দেব যে সাইট টি আপনার মৃত্যুর পর আপনার অনলাইন সম্পদ যেমন, আপনার ইমেইল, ওয়েব সাইট, ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কাংখিত ব্যাক্তির কাছে পাঠিয়ে দেবে। এটা আসলে আমাদের প্রকৃত জিবনের মত ই। আপনার পিতা মাতা তাদের মৃত্যুর পর যেমন আপনার জন্য তাদের সম্পদ উইল করে রেখে যায় তেমনি এই সাইট টির মাধ্যমে আপনি আপনার অনলাইনে থাকা সম্পদ গুলি আপনার পচ্ছন্দের কাউকে উইল করে রেখে যেতে পারবেন।
যেভাবে করবেনঃ
প্রথমে এই সাইট টিতে যান PassMyWill.com
এবার নিচের ছবি গুলি দেখুনঃ
যেভাবে PassMyWill.com সনাক্ত করবে, আপনি বেচে আছেন কিনাঃ
আপনি যখন আপনার টুইটার এবং ফেইসবুক একাউন্ট কানেক্ট করবেন তখন তারা নিয়মিত আপনার উপস্থিতি তদারকি করবে, এবং যখন তারা দির্ঘ কিছু দিনের জন্য না দেখবে তখন তারা আপনাকে একটা ইমেইল পাঠাবে যে আপনি বেচেঁ আছেন কিনা, এবং তারা আপনার উত্তরের জন্য কিছু দিন অপেখখা করবে, যদি কোন উত্তর না আসে তাহলে তারা আপনার ইচ্ছা মত আপনার পচ্ছন্দের মানুষ কে আপনার অনলাইন সম্পদ গুলি পাঠিয়ে দেবে।
টিউন টি কেমন লাগলো? টিউন টি করতে অনেক সময় লেগেছে। তারপর ও ভাল লাগবে, যদি আপনাদের ভাল লাগে।
টিউন যে কেউ কপি করতে পারবে, তবে অবশ্যই উল্লেখ করতে হবে, পুর্বে প্রকাশিত টেক টিউনস
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
আমার জিবিত অবস্থায় এসবকিছু আত্মসাৎ করবেনাতো?