আপনি কি চান মৃত্যুর পর আপনার অনলাইন সম্পদ গুলি কাউকে দিয়ে যেতে?

আজ আমি আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দেব যে সাইট টি আপনার মৃত্যুর পর আপনার অনলাইন সম্পদ যেমন, আপনার ইমেইল, ওয়েব সাইট, ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কাংখিত ব্যাক্তির কাছে পাঠিয়ে দেবে। এটা আসলে আমাদের প্রকৃত জিবনের মত ই। আপনার পিতা মাতা তাদের মৃত্যুর পর যেমন আপনার জন্য তাদের সম্পদ উইল করে রেখে যায় তেমনি এই সাইট টির মাধ্যমে আপনি আপনার অনলাইনে থাকা সম্পদ গুলি আপনার পচ্ছন্দের কাউকে উইল করে রেখে যেতে পারবেন।

যেভাবে করবেনঃ

প্রথমে এই সাইট টিতে যান PassMyWill.com

এবার নিচের ছবি গুলি দেখুনঃ

passmywill1

passmywill2

passmywill3

passmywill4

passmywill5

passmywill6

যেভাবে PassMyWill.com সনাক্ত করবে, আপনি বেচে আছেন কিনাঃ

আপনি যখন আপনার টুইটার এবং ফেইসবুক একাউন্ট কানেক্ট করবেন তখন তারা নিয়মিত আপনার উপস্থিতি তদারকি করবে, এবং যখন তারা দির্ঘ কিছু দিনের জন্য না দেখবে তখন তারা আপনাকে একটা ইমেইল পাঠাবে যে আপনি বেচেঁ আছেন কিনা, এবং তারা আপনার উত্তরের জন্য কিছু দিন অপেখখা করবে, যদি কোন উত্তর না আসে তাহলে তারা আপনার ইচ্ছা মত আপনার পচ্ছন্দের মানুষ কে আপনার অনলাইন সম্পদ গুলি পাঠিয়ে দেবে।

টিউন টি কেমন লাগলো? টিউন টি করতে অনেক সময় লেগেছে। তারপর ও ভাল লাগবে, যদি আপনাদের ভাল লাগে।

টিউন যে কেউ কপি করতে পারবে, তবে অবশ্যই উল্লেখ করতে হবে, পুর্বে প্রকাশিত টেক টিউনস

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার জিবিত অবস্থায় এসবকিছু আত্মসাৎ করবেনাতো?

Level 0

রাসেল ভাই, ID/Password পাঠানো যায় বুঝলাম কিন্তু অনলাইন একাউন্টে যদি কারো টাকা জমা থাকে (যারা আউটসোর্সিং করেন/ইন্টারনেটের মাধ্যমে কোনভাবে উপার্জন করেন) সেগুলো কোনভাবে Transfer করার মত কোন ব্যবস্থা থাকলে জানাবেন। কে জানে কবে মরে যাই!

    @br.tauhid: other asset এ আপনি যেখানে কাজ করে টাকা জমাচ্ছেন তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলে ই হয়ে গেল।

    @br.tauhid: ওগুলো আমার কাছে রাইখেন।

      Level 0

      @অতিরিক্ত এক জন: Extra ভাই, আপনি আমার থেকে বেশীদিন বেচে থাকার ১০০% নিশ্চয়তা দিলে আপনার কাছে রাখা যেতে পারে।

এতে ডাটা চুরি ভয় থাকাটা অস্বাভাবিক নয়।

Level 0

@রাসেলঃ ভাই সেটাতো ঠিক বলেছেন কিন্তু আমি জানতে চাচ্ছি টাকাগুলা সরাসরি Transfer করা যায় কিনা সেই ব্যাপারে। আমার বাবা-মা এর পক্ষে নিশ্চয়ই সম্ভব না ID/Password দিয়ে টাকা তোলা (As they are Non-tech Person!!).

Level 2

sob bhujlam , but mathay astesena, ami morle news ta website janbe kemne ?? 😮

    @greatricky: যেভাবে PassMyWill.com সনাক্ত করবে, আপনি বেচে আছেন কিনাঃ

    আপনি যখন আপনার টুইটার এবং ফেইসবুক একাউন্ট কানেক্ট করবেন তখন তারা নিয়মিত আপনার উপস্থিতি তদারকি করবে, এবং যখন তারা দির্ঘ কিছু দিনের জন্য না দেখবে তখন তারা আপনাকে একটা ইমেইল পাঠাবে যে আপনি বেচেঁ আছেন কিনা, এবং তারা আপনার উত্তরের জন্য কিছু দিন অপেখখা করবে, যদি কোন উত্তর না আসে তাহলে তারা আপনার ইচ্ছা মত আপনার পচ্ছন্দের মানুষ কে আপনার অনলাইন সম্পদ গুলি পাঠিয়ে দেবে।

এমন কোন প্রমান আছে কি? যাতে আমি এই সাইটকে বিশ্বাস করতে পারি?
জানা থাকলে জানাবেন প্লিজ !

    @সাইফুল ইসলাম: আমি সঠিক জানিনা ভাই, তবে অনেক সাইটে এটা নিয়ে রিভিউ পড়েছি, তাতে মনে হল সাইট টা ট্রাস্ট করা যায়

acca … kono diary ba khatay likhe rakle o to hoy…….. jokhon keo
mara jabe tar oi secrect diary gula keo na keo to porbe….tahole or family ar keo na
keo ai somporke jante parbe…

Warning! This site has a poor reputation.

http://www.mywot.com/en/scorecard/passmywill.com

আমি ঠিক বুঝতে পারছি না সাইটটা বিশ্বাসযোগ্য কিনা।

    @শোভন আলম: আমি সঠিক জানিনা ভাই, তবে অনেক সাইটে এটা নিয়ে রিভিউ পড়েছি, তাতে মনে হল সাইট টা ট্রাস্ট করা যায়

দারুন একটা টিউন!!!!!!!!!!!!

কিছুটা রিস্ক মনে হলো…

কে কার সম্পদ দেখে! আমি মারা গেলে আমার ব্লগ, ফেসবুক সাইট সবই মারা যাক। মরার পর যদি দেখি আমার সম্পদ কেউ আত্মসাৎ করছে তখন মরেও শান্তি পাব না। তখন মনে হবে মরার আগে কি ভুলটাই না করলাম!

Level New

যেখানে সনির প্লেস্টেশন সার্ভার চুরি করে হ্যাকাররা ক্রেডিট কার্ডের এনক্রিপ্টেড ডাটা মেরে দিতে পারে সেখানে অন্য কাউকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আর আমার হয়না যারা ইন্টারনেটে কাজ করেন, মানে যাদের ব্রাউজিং মানেই ফেসবুক/মেইল না তারা এমন কোনো স্থানে জীবনেও তাদের সব সম্বল রাখার সাহস দেখাবেন। এবং সেটা করাটাও উচিত না। হয়তোবা সাইটের রেপুটেশন ভালো কিন্তু এটা যে হ্যাক হবে না তার প্রমাণ কি?
আমি গুরত্বপূর্ণ পাসওয়ার্ড জমার জন্য ডায়রীই ব্যবহার করি, আর সেটা হাতে পেলেও যেন কেউ বুঝতে না পারে সেজন্য নিজে বুঝার মতো করে সাইন দিয়ে রাখি। গুরুত্বপূর্ণ কোনো ডাটার জন্য হার্ডডিস্ককে বিশ্বাস করার কোনো মানেই হয়না।

vai amake ki bolben, ami kivabe fb-e friend request Asa off korbo…
onek opokar hoto…

Vai,amar kono jaygay kono taka nai…but face o yahoo iad ase,etaou ki kauke will kore die jete pari…?