Youtube তাদের হোমপেজ এর design change করতে যাচ্ছে এবং নতুন design টি এখনও পরীক্ষামুলক অবস্থায় আছে। আপনারা চাইলে official release এর পূর্বেই এই নতুন design টি উপভোগ করতে পারেন ছোট একটি ট্রিক এ। এই ট্রিক টি শুধুমাত্র Chrome & firefox ইউজার দের জন্য। প্রথমেই দেখে নিই নতুন হোমপেজ এর screenshot:
তাহলে দেখে নিই কিভাবে উপভোগ করবো Youtube এর নতুন হোমপেজ।
প্রথমে youtube.com এ যান।
তারপর কিবোর্ড থেকে Ctrl-Shift-j (chrome), Ctrl-Shift-k (firefox) শর্টকাট ব্যবহার করে web console ওপেন করুন।
document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU"; লিখে এন্টার দিন।
এবার রিলোড করুন আর উপভোগ করুন youtube এর নতুন হোমপেজ।
কেমন লাগলো জানাবেন।
আমি রিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kaj hoi na……….