Camaliot – অ্যান্ড্রয়েড ফোনকে রূপান্তর করুন স্পেস মনিটরিং অ্যাপে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

মডার্ন স্মার্টফোন গুলো এখন অনেক বেশি পাওয়ারফুল। আজ কাল ফোন দিয়ে এমন অনেক কিছুই করে ফেলা যায় যা আগে কেউ কল্পনাও করতে পারতো না। অবাক করার মত ব্যাপার হলেও আপনি এখন ফোন দিয়ে চাইলে স্যাটেলাইট ডাটা রিসিভ এবং মনিটর করতে পারবেন।

European Space Agency (ESA) এর Camaliot অ্যাপ ব্যবহার করে আপনি সহজে Global Navigation Satellite System (GNSS) থেকে স্যাটেলাইট ডাটা কালেক্ট করতে পারবেন। আজকে আমরা জানব কীভাবে Camaliot অ্যাপ ব্যবহার করে আপনার ফোনকে স্পেস মনিটর ডিভাইস হিসেবে ব্যবহার করবেন।

Camaliot কী?

Camaliot একটি অ্যাপ যা GNSS থেকে Raw ডাটা সংগ্রহ করবে। GNSS একটি স্যাটেলাইট গ্রুপ যা পৃথিবী প্রদক্ষিণ করে, অবস্থান এবং ন্যাভিগেশনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করতে সহায়তা করে।

মোবাইল টেকনলোজির অগ্রগতির ফলে, এখন বিভিন্ন মোবাইল GNSS থেকে স্যাটেলাইট ডাটা রিসিভ করতে পারে। এটা সম্ভব হয়েছে ডুয়েল ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট ন্যাভিগেশন রিসিভার এর মাধ্যমে। Camaliot অ্যাপটি ফোনের এই স্যাটেলাইট ন্যাভিগেশন রিসিভারের মধ্যমে ডাটা কালেক্ট করে থাকে।

আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। বিশাল মহাকাশের মায়া আপনার মনে কৌতূহলের ঢেউ তুলেছে। মহাকাশের রহস্যময়তার প্রতি আপনার এই আগ্রহই আপনাকে Camaliot অ্যাপের কাছে নিয়ে আসবে। ESA বা European Space Agency-এর মতে, এখন ৫০টিরও বেশি ফোন মডেল এই বিশেষ Receivers ব্যবহার করছে, যা মহাকাশপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে।

Camaliot অ্যাপের মূল উদ্দেশ্য খুবই দারুন —এটি GNSS (Global Navigation Satellite System) থেকে Satellite Data সংগ্রহ করে। কিন্তু এই Data-এর গুরুত্ব কী? বিজ্ঞানীরা এই Data ব্যবহার করে Machine Learning এর মাধ্যমে নতুন Earth এবং Space Weather Forecasting Models তৈরি করেন। সহজ কথায়, তারা পৃথিবীর আবহাওয়া এবং মহাকাশের পরিবেশের পূর্বাভাস দেওয়ার জন্য আরও নির্ভুল এবং উন্নত মডেল তৈরি করতে চান।

Camaliot ওয়েবসাইটে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে, "বিশ্বজুড়ে অসংখ্য মোবাইল ফোন থেকে Crowdsourced GNSS Data ব্যবহার করে, আমরা Weather Prediction Models-এ আরও ভালো Inputs দিতে চাই, যাতে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের মতো ঘটনাগুলো আরও নির্ভুলভাবে পূর্বাভাস করা যায়। " ভাবুন তো, আপনার হাতের মোবাইলের মাধ্যমেই আপনি এই প্রক্রিয়ার অংশ হতে পারেন!

এখানেই শেষ নয়। আপনি যদি Space Buff হন, তাহলে এই Data ডাউনলোড করে নিজের Projects-এও ব্যবহার করতে পারবেন।

ভাবছেন, এই অ্যাপটি দিয়ে Starlink-এর Satellites ট্র্যাক করতে পারবেন? দুঃখিত, Camaliot সেটা করতে সক্ষম নয়। তবে, মহাকাশের প্রেমিকদের জন্য এটি যে একটি অসাধারণ টুল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এখন, এখানে একটা ছোট্ট সমস্যা আছে। Camaliot অ্যাপটি শুধুমাত্র Android-এই এভেইলেবল। হ্যাঁ, iPhone ব্যবহারকারীরা হয়তো একটু মন খারাপ করতে পারেন। কিন্তু, হতাশ হওয়ার কিছু নেই! মহাকাশপ্রেমীদের জন্য iPhone-এও বিভিন্ন দুর্দান্ত অ্যাপ রয়েছে, যা আপনাকে মহাকাশের রহস্যময় জগতে নিয়ে যেতে সাহায্য করবে।

আপনার iPhone থাকলেও, মহাকাশের প্রতি আপনার ভালোবাসা আর কৌতূহল কমবে না। বরং, আপনি আরও নতুন নতুন অ্যাপের মাধ্যমে মহাকাশের অসীম রহস্যের অংশ হতে পারবেন। তাই, মহাকাশের প্রতি আপনার এই ভালবাসা আর কৌতূহলকে আরও গভীর করতে Camaliot-এর মতো অ্যাপগুলোকে কাজে লাগান এবং Science-এর এই বিশাল দুনিয়ায় নিজের ছোট্ট অবদান রাখুন!

Camaliot

অফিসিয়াল ওয়েবসাইট @ Camaliot

কীভাবে Camaliot অ্যাপ ব্যবহার করবেন?

নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ফোনের মডেলে এই Camaliot অ্যাপটি সাপোর্ট করে। আপনার ফোনে সাপোর্ট করলে প্লেটোরে দেখতে পারবেন৷ নিশ্চিত করুন ফোনের GPS অন করা আছে কিনা। অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন৷ ম্যানু বাটমে ক্লিক করে লগইন অথবা রেজিস্ট্রেশন এ করে, একাউন্ট করে নিন।

 

Raw স্যাটেলাইট ডাটা কালেক্ট করতে Start Logging এ ট্যাপ করুন৷ Automatic upload এ টিক দিয়ে রাখলে প্রতি সেশন পর এটি অটোমেটিক লগ ফাইল আপলোড করে দেবে।

লগইন স্টার্ট হলে Log in Background এ ট্যাপ করে দিলে এটি ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে থাকবে।

Stop Logging এ ক্লিক করে ডাটা কালেক্ট করা অফ করে দিতে পারেন। যদি আপনি Continouse Mode এনেবল না করে থাকেন তাহলে, আপনার কাছে জানতে চাওয়া হবে কালেক্ট ডাটা আপনি কখন আপলোড করবেন। Now অথবা Later সিলেক্ট করুন।

Now সিলেক্ট করলে আপনাকে আপলোড আইকন ট্যাবে নিয়ে যাওয়া হবে এবং ডাটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। প্রসেস কমপ্লিট হলে একটি সাকসেসফুলি আপলোড Prompt দেখতে পাবেন। Later, সিলেক্ট করলে আপলোড ট্যাবে নিয়ে যাওয়া হবে আপনি আপলোড আইকনে ক্লিক করে ম্যানুয়ালি আপলোড করতে পারবেন।

Upload All বাটনে ক্লিক করে আপনি সব লোকাল ফাইল আপলোড করতে পারবেন। তবে ফোনে অবশ্যই ডাটা আপলোডের জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

আপনি এই লগ ফাইল গুলো ব্যবহার করতে চাইলে RNX বাটনে ক্লিক করে. rnx ফাইল ডাউনলোড করে নিতে পারেন।

কিভাবে সঠিক পরিমাপ নিশ্চিত করবেন?

ভাল রেজাল্ট পেতে Camaliot অ্যাপ রেকোমেন্ড করে আকাশ দেখা যায় এমন জায়গায় ডিভাইসটি রাখুন৷ আর ডাটা কালেক্ট করার সময় ফোন মুভ করা যাবে না। ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সব কিছু ঠিক মত হচ্ছে কিনা, অ্যাপ আপনাকে সাজেশন দেবে। গ্রিন ইন্ডিকেটর থাকলে বুঝবেন পরিমাপ ঠিক আছে।

কোয়ালিটি ইন্ডিকেটর বিভিন্ন কারণে লো দেখাতে  পারে, যেমন ডাটা রেকর্ডের সময় পজিশনে ফোনের ইস্যু থাকতে পারে, ফোন নাড়াচাড়ার কারণে, বা ফোনের GPS এনেবল না করা থাকলে। আবার হতে পারে আপনি কম সংখ্যক GNSS স্যাটেলাইট থেকে অবজার্বেশন করছেন।

শেষ কথা

Camaliot অ্যাপ একটি পাওয়ারফুল অ্যাপ যার মাধ্যমে আপনি মোবাইল ব্যবহার করেই স্যাটেলাইট ডাটা সংগ্রহ করতে পারবেন। যদিও অ্যাপটি ক্রাউডসোর্সড বিজ্ঞানকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, তবে আপনি নিজস্ব প্রজেক্টে এই ডাটা গুলো ব্যবহার করতে পারবেন। অ্যাপটি বিজ্ঞানীদের আবহাওয়ার প্যাটার্ন সঠিক ভাবে প্রদান সহ আরও অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস