Ms word এর ওয়ার্ড ফাইলকে সহজেই Jpeg Format এর ছবি বানিয়ে ফেলুন (আনাড়ি হলেও পারবেন)।

ওয়ার্ড ফাইলকে Jpeg Format এর ছবি বানাতে আমাদেরকে অনেক ধরনের সফ্টওয়্যার এর আশ্রয় নিতে হয়। এছাড়াও এসব সফ্টওয়্যার এ কাজ করাটাও বেশ জটিল। যেমনঃ Adobe Photoshop।

আমার মত যেসব ভাইয়্য়ারা এসব সফ্টওয়্যার এর কাজ জানেননা তাদের জন্যই এই টিউনটি উত্‍সর্গ করলাম।

কাজের কথায় আসি-

প্রথমে যে ওয়ার্ড ফাইলটিকে ছবি ফরমেট এ আনতে চান সে ফাইলটি ওপেন করুন।

এবার Ctrl+F12 চেপে ওয়ার্ড ফাইলটিকে Print Preview তে আনুন।

Print Preview তে আনা হয়ে গেলে ওই ওয়ার্ড ফাইলটির একটি স্ক্রীনশট নিন।

স্ক্রীনশট নেয়ার জন্য আপনার কী-বোর্ড এর Print Screen SysRq বাটনটি চাপুন।

এবার কম্পিউটারের Paint সফ্টওয়্যারটি খুলুন এবং সেখানে গিয়ে Ctrl+v দিয়ে Paste করুন আপনার স্ক্রীনশটটি।

এবার আপনার সুবিধামত স্ক্রীনশটটি থেকে Document area টি Crop করুন।

অর্থাত্‍ যে অংশটুকু আপনি ছবি Format করতে চান সে অংশটুকু Crop করুন।


এবার Ctrl+s বাটন চেপে Crop করা অংশটুকু সেভ করুন।

ব্যাসস আপনার কাজ শেষ আপনার ওয়ার্ড ফাইলটি ছবি Format এ কর্নভাট হয়ে গেল।

ছবিটি পাবেন My Documents এর My Picture এ।

এছাড়াও যারা Windows 7 ব্যবহার করেন তাদের জন্য আরো একটি সহজ পদ্ধতি আছে। এটির জন্য প্রথমে START বাটন এ ক্লিক করুন এবং Search Box এ গিয়ে লিখুন Snipping Tool এবং সফ্টওয়্যারটি ওপেন করুন। এ সফ্টওয়্যারটি দিয়ে আপনার সুবিধামত সহজেই স্ক্রীনশট নিতে পারবেন।

আমার কিছু কথাঃ যারা যারা টিউন পড়লেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউন ভালো লাগলে দয়া করে কমেন্টস এ জানাবেন। এই টিউনটি টেকটিউনস এ আমার ২য় টিউন। প্রথম টিউনটি করার পর অনেক উত্তেজনায় ছিলাম কখন ২য় টিউনটি করব। যাক ২য় টিউনটিও করা হয়ে গেল।

বিঃ দ্রঃ টিউন সংখ্যা কম বলে ভাববেন নাহ আমি টেকটিউনস এ নতুন আমি প্রায় ১বছর ধরে টেকটিউনস এর সাথে আছি কিন্তু কোনো এক অদৃষ্ট কারনে কোনো টিউন করা হয়নি।

Level New

আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ , নতুনদের উপকারে আসবে।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @প্রিন্স

না, ভালো নয় 🙁
———————–

এই রে! কাইন্দেন না, জাস্ট মজা করেছি,
নতুন্দের উপকারে আসবে 😀

হুমম উপকারে আসলেই আমার টিউন সফল @আরিফ

চালিয়ে যান, ধন্যবাদ

Level 0

খারাপ না। তবে এই system টা almost সবাই জানে। এর চাইতে আরও ভাল করা যায় windows 7 এর snipping tools দিয়ে। যাইহোক, চালিয়ে যান।

no comment just do it ….10000000000 thankx for tune

হুমম যারা WINDOWS 7 ব্যবহার করেনা তাদের জন্য দিলাম।

System টা যদিও সহজ এবং সবার জানা কিন্তু এই সিস্টেমটা দিয়ে যে নিজের ওয়ার্ড ফাইলকে ছবিতে রূপান্তর করা যায় তা অনেকেই জানেননা হয়ত। @tech_No.

@সজিব আহমেদ আপনার কমেন্টস আমাকে ৩য় টিউন করার জন্য ৫০% এগিয়ে দিল।

৩য় টিউনটি আমি নিশ্চিত টিটিতে একটা আলোড়ন সৃষ্টি করবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভালা বুদ্ধি………ভালা বুদ্ধি………ভালা বুদ্ধি……… ।

অনেক সহজ ব্যাপার হয়ত অনেকের জানা ছিল না। জাই হোক উপস্থাপনা খুব সুন্দর হইয়াছে।

Level 2

আমার ল্যাপটপ HP-compaq laptop. এবং উইন্ডোজ ৭ ব্যবহার করি। আমার ল্যাপটপ এর একটি কী আছে (Insert-pri–sc) কিন্তু আমি অই কী তে প্রেস করে পেইন্ট এ গিয়ে past করলে কাজ হয় না। আমাকে কি এর সমাদান দিতে পারবেন?

Level 0

jpg থেকে word- এ নেয়ার কোন ব্যবস্থা নাই?

page onek gulo hole kivabe JPEG te nite hobe seta bolle valo hoto.

Thanks

Level 0

vai word file jpg format e save korar jonno onnek addons ase jemon mone koren firfox er jonno sreen graber addons . tai ato kosto korar ki dorkar bolen to …. @ InTroverT Moazzam

Level 0

kub sundor hoece.sobar jonno sohoj noi. je jane na tar jonno choto tar jonno obosoi mojar o important.thnks to you.

Level 0

choto akare programming leko

@gotiraz আপনি যদি WINDOWS 7 ব্যবহার করে থাকেন তাহলে Start বাটন এ ক্লিক করে SEARCH BOX এ গিয়ে লিখুন Snipping tool। এবার সফ্টওয়্যারটি ওপেন করে ওয়ার্ড ফাইলকে প্রয়োজন মত কেটে নিন এবং ctrl+s বাটন চেপে সেভ করে নিন।

@Samit Firefox দিয়ে করার চাইতে এটা দিয়ে করা সবার জন্য সুবিধাজনক। এবং খুব সহজ

সবাইকে ধন্যবাদ Commemts করার জন্য।

টিউনটি মোবাইল দিয়ে করা তাই বেশি গুছিয়ে লেখা সম্ভব হয়নি।

Jpeg থেকে Word এ নেয়া যায় তবে সেটা Clipart হিসেবে তাই আপনি EDIT করতে পারবেন নাহ শুধু দেখতে পারবেন।

Level 0

ভালো লাগলো।

ধন্যবাদ মম।

Level 0

goodu goodu

উপকারী টিউন …ধন্যবাদ……