ওয়ার্ড ফাইলকে Jpeg Format এর ছবি বানাতে আমাদেরকে অনেক ধরনের সফ্টওয়্যার এর আশ্রয় নিতে হয়। এছাড়াও এসব সফ্টওয়্যার এ কাজ করাটাও বেশ জটিল। যেমনঃ Adobe Photoshop।
আমার মত যেসব ভাইয়্য়ারা এসব সফ্টওয়্যার এর কাজ জানেননা তাদের জন্যই এই টিউনটি উত্সর্গ করলাম।
কাজের কথায় আসি-
প্রথমে যে ওয়ার্ড ফাইলটিকে ছবি ফরমেট এ আনতে চান সে ফাইলটি ওপেন করুন।
এবার Ctrl+F12 চেপে ওয়ার্ড ফাইলটিকে Print Preview তে আনুন।
Print Preview তে আনা হয়ে গেলে ওই ওয়ার্ড ফাইলটির একটি স্ক্রীনশট নিন।
স্ক্রীনশট নেয়ার জন্য আপনার কী-বোর্ড এর Print Screen SysRq বাটনটি চাপুন।
এবার কম্পিউটারের Paint সফ্টওয়্যারটি খুলুন এবং সেখানে গিয়ে Ctrl+v দিয়ে Paste করুন আপনার স্ক্রীনশটটি।
এবার আপনার সুবিধামত স্ক্রীনশটটি থেকে Document area টি Crop করুন।
অর্থাত্ যে অংশটুকু আপনি ছবি Format করতে চান সে অংশটুকু Crop করুন।
এবার Ctrl+s বাটন চেপে Crop করা অংশটুকু সেভ করুন।
ব্যাসস আপনার কাজ শেষ আপনার ওয়ার্ড ফাইলটি ছবি Format এ কর্নভাট হয়ে গেল।
ছবিটি পাবেন My Documents এর My Picture এ।
এছাড়াও যারা Windows 7 ব্যবহার করেন তাদের জন্য আরো একটি সহজ পদ্ধতি আছে। এটির জন্য প্রথমে START বাটন এ ক্লিক করুন এবং Search Box এ গিয়ে লিখুন Snipping Tool এবং সফ্টওয়্যারটি ওপেন করুন। এ সফ্টওয়্যারটি দিয়ে আপনার সুবিধামত সহজেই স্ক্রীনশট নিতে পারবেন।
আমার কিছু কথাঃ যারা যারা টিউন পড়লেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউন ভালো লাগলে দয়া করে কমেন্টস এ জানাবেন। এই টিউনটি টেকটিউনস এ আমার ২য় টিউন। প্রথম টিউনটি করার পর অনেক উত্তেজনায় ছিলাম কখন ২য় টিউনটি করব। যাক ২য় টিউনটিও করা হয়ে গেল।
বিঃ দ্রঃ টিউন সংখ্যা কম বলে ভাববেন নাহ আমি টেকটিউনস এ নতুন আমি প্রায় ১বছর ধরে টেকটিউনস এর সাথে আছি কিন্তু কোনো এক অদৃষ্ট কারনে কোনো টিউন করা হয়নি।
আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm
ধন্যবাদ , নতুনদের উপকারে আসবে।।