টেলিগ্রাম বট দিয়ে এবার যেকোনো ইউটিউব ভিডিওর থাম্বনেইল ডাউনলোড করুন আরো সহজে

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে জনপ্রিয় একটি মেসেজিং বা সোশ্যাল মিডিয়া অ্যাপ হলো টেলিগ্রাম অ্যাপ। এই টেলিগ্রাম অ্যাপ জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এর ফিচার। আপনি চাইলে মুহূর্তেই যেকোনো কাজ করে নিতে পারবেন এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। টেলিগ্রাম অ্যাপে রয়েছে অসাধারণ ফিচার যুক্ত অসাধারণ কিছু টেলিগ্রাম বট। যা আপনার প্রতিদিনের কাজকে আরো বেশি সহজ করে দিবে। আপনি কি জানেন, যেকোনো ইউটিউবের ভিডিও থেকে হাই কোয়ালিটির থাম্বনেইল ডাউনলোড করার উপায় নিয়ে সেরা একটি টেলিগ্রাম বট রয়েছে৷ টেলিগ্রাম বট কি? কথাটির সাথে হয়ত আপনারা নতুনভাবে পরিচিত হলেন। তো টিউনটি শুরু করার চলুন জেনে নেই টেলিগ্রাম বট কি?

টেলিগ্রাম বট কি?

বট অথ্যাত রোবট, যা একটি স্বয়ংক্রিয় টুলস। শুধুমাত্র আপনার কমান্ড পাওয়ার সাথে সাথে নিদিষ্ট কাজটি করে ফেলে। আপনারা অনেকেই হয়ত Chat GPT এর কথা শুনে থাকবেন। টেলিগ্রাম বটগুলোও মূলত এমন। এখানে শুধুমাত্র তাদের ধরন অথবা সার্ভিস আলাদা। বটগুলো জনপ্রিয় হওয়ার কারণ হলো মানুষ হিসাবে একটি কাজ সম্পূর্ণ করতে আপনার যত সময় লাগবে রোবট অথবা ইন্টারনেটে থাকা বট গুলো আপনার সেই কাজগুলো তার থেকে অনেক সহজে আর মুহূর্তের মধ্যে সম্পূর্ণ করে ফেলবে। আপনি আপনার প্রয়োজনীয় কাজের জিনিস শুধুমাত্র ছোট একটি কমান্ড দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। টেলিগ্রামে থাকা এই স্বয়ংক্রিয় শক্তিশালী কাজের মেশিনগুলোকেই টেলিগ্রাম বট বলা হয়।

বন্ধুরা, আজকে আমরা টেলিগ্রাম অ্যাপের অসাধারণ ফিচার যুক্ত করা একটি চমৎকার টেলিগ্রাম বটের সাথে পরিচিত হবো। আজকে আমরা দেখবো কীভাবে আপনি যেকোনো ইউটিউব এর ভিডিও থেকে হাই কোয়ালিটির থাম্বনেইল ডাউনলোড করবেন একদম ফ্রি। বন্ধুরা সেই সাথে দেখে নিবো কীভাবে আপনি সেই টেলিগ্রাম বট টিকে নিজের কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন কীভাবে যেকোনো ইউটিউবের ভিডিও থেকে হাই কোয়ালিটির থাম্বনেইল ডাউনলোড করবেন।

১. কাজটি করার আগে সবার প্রথম আপনাদের ফোনে যদি Telegram অ্যাপটি ইন্সটল করা না থাকে তাহলে প্লেস্টোর থেকে Telegram অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।

২. এবার আপনারা Telegram অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট করে নিবেন বা আগে থেকেই অ্যাকাউন্ট করা থাকলে সেই অ্যাকাউন্ট টি লগ-ইন করে নিবেন। তারপর আপনারা টেলিগ্রাম অ্যাপের ডান কোণের একদম উপরে সার্চ অপশনে ক্লিক করবেন।

৩. তারপর আপনারা সার্চ অপশনে লিখবেন @YOUTUBE_THUMBNAIL_GENERATOR_bot তারপর নিচের আমার দেখানো বটটিতে ক্লিক করবেন।

৪. এবার আপনার বটটির একটু নিচে Start লেখা দেখতে পারবেন৷ আপনারা Start লেখায় ক্লিক করে বটটি রান করে নিবেন।

৫. তারপর আপনারা চলে যান আপনাদের Youtube App টিতে সেখান থেকে যে ভিডিওর থাম্বনেইল ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির থ্রি-ডট মেনুবারে ক্লিক করুন।

৬. এবার আপনার একটু নীচ থেকে Share অপশনে ক্লিক করবেন।

৭. তারপর আপনারা একদম নীচ থেকে Copy Link এ ক্লিক করে ভিডিও টির লিংক কপি করে নিবেন।

৮. এবার আপনারা আবারো চলে যান আপনাদের সেই টেলিগ্রামের @YOUTUBE_THUMBNAIL_GENERATOR_bot বটটিতে। তারপর মেছেজ বক্সে আপনাদের কপি করে আনা ভিডিও লিংকটি পেস্ট করে দিন। আর মেছেজ টি সেন্ড করে দিন।

৯. তো বন্ধুরা দেখুন বটটি সাথে সাথে আমাদের সেই ভিডিওটির হাই কোয়ালিটির থাম্বনেইল ডাউনলোড করার অপশন দিয়ে দিলো।

১০. এবার আপনারা ফটোটি ডাউনলোড করার জন্য পিকচারটির থ্রি-ডট মেনুবারে ক্লিক করুন।

১১. তারপর আপনাদের ইচ্ছামতো জায়গা টি সিলেক্ট করে দিন। ব্যাস আপনাদের হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও থাম্বনেইল আপনাদের ম্যামরি কার্ডে সেভ হয়ে যাবে।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, যেকোনো ইউটিউব ভিডিওর থাম্বনেইল ডাউনলোড করুন টেলিগ্রাম বট এর মাধ্যমে। আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস