WARP এবং VPN এর মধ্যে পার্থক্য কী?

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকের আলোচনা  WARP এবং VPN নিয়ে। Cloudflare এর একটি VPN সার্ভিস হচ্ছে WARP। Cloudflare এর দাবী WARP একটি লাইটওয়েট এবং বিশেষ করে মোবাইলের উপযোগী একটি VPN সার্ভিস যা ফোনকে স্লো করবে না, ফোনের ব্যাটারির উপরেও বাড়তি চাপ পড়বে না। তাহলে WARM এবং VPN নিয়ে এর মধ্যে পার্থক্য কোথায়?

WARP কী?

আপনি যখন WARP ব্যবহার করবেন, তখন আপনার DNS কুয়েরি Cloudflare-এর 1.1.1.1 DNS সার্ভিস দ্বারা সিকিউর থাকবে। আপনার কানেকশন ইন্টারনেটের বিভিন্ন পক্ষ থেকে নিরাপদ থাকবে। WARP ব্যবহারের ফলে আপনার ইন্টারনেট কানেকশনে একটি এনক্রিপশন লেয়ার যুক্ত হবে যা আপনার ট্রাফিককে নিরাপদে রাখবে৷ তো এটাই WARP নিয়ে সাধারণ ধারণা।

তবে গতানুগতিক VPN থেকে WARP এর পার্থক্য হচ্ছে এটি আপনার আইপি কে মাস্ক করবে না সুতরাং আপনার প্রাইভেসি প্রোটেকশন এবং কোন জিও রেস্ট্রিকশন বাইপাস করতে এটি ব্যবহার করতে পারবেন না।

VPN অসংখ্য এনক্রিপশন ব্যবহার করে আপনার ইন্টারনেট ডাটা নিরাপদ রাখতে পারে৷ যা আপনার আইপি হাইড করা, জিও রেস্ট্রিকশন এড়িয়ে যাওয়া, ISP Throttling রোধ করার মত কাজ করতে পারে৷ ওভারঅল VPN আপনার ইন্টারনেট প্রাইভেসিকে যথাযথ ভাবে নিরাপদে রাখতে পারে৷

WARP কি VPN? না WARP কিছু ক্ষেত্রে VPN এর মত কাজ করলেও এটিকে পুরোপুরি VPN বলা যাবে না। VPN আপনার ডাটা সার্ভারে প্রেরণের আগে সম্পূর্ণ এনক্রিপ্ট করে, আইপি মাস্ক করে ফলে ইন্টারনেটে থাকা কোন পক্ষ আপনার ডাটা ট্র‍্যাক বা মনিটর করতে পারে না।

WARP

অফিসিয়াল ওয়েবসাইট @ WARP

VPN ও WARP এর মধ্যে পার্থক্য

চলুন VPN এবং WARP এর মধ্যে পার্থক্য দেখে নেয়া যাক। আমরা সিকিউরিটি, প্রাইভেসি ইত্যাদি দিক থেকে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব।

সিকিউরিটি

WARP এনক্রিপশন এর মাধ্যমে আপনার পারসোনাল ইনফরমেশন গুলো নিরাপদে রাখতে পারে কিন্তু অতিরিক্ত সিকিউরিটি নিশ্চিত করতে পারে না। এটি কোন Anonymous প্রোটেকশন দিতে পারে না। এখানে আপনাকে কোন নতুন আইপি এসাইন করা হয় না ফলে আপনার আইপি হাইড হবে না। ফলে যেকোনো পক্ষ চাইলেই আপনাকে ট্র‍্যাক করতে পারবে।

অন্য দিকে VPN আপনার ট্রাফিককেই কেবল এনক্রিপ্ট করবে না একই সাথে আপনার আইপিও মাস্ক করবে।

প্রাইভেসি

Cloudflare একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এবং এর সাথে আরও কয়েকটি কোম্পানি জড়িত সুতরাং প্রাইভেসি ইস্যুতে এটি ব্যবহার করা কিছুটা ঝুঁকিপূর্ণ। তারা আপনার ডাটা কালেক্ট করতে পারে এবং বিজ্ঞাপণ এর কাজে ব্যবহার করতে পারে।

অন্যদিকে VPN কখনো আপনার নাম, কার্ড ডিটেল, ফোন নাম্বার কালেক্ট করবে না যদি আপনি ইচ্ছাকৃত ভবে না দেন। আপনি যখন WARP এ কানেক্ট হবেন তখন Cloudflare আপনার আইপি, ওয়েবসাইট ভিজিট ইনফো, DNS কুয়েরি ডাটা ইত্যাদি কালেক্ট করবে৷

Cloudflare কোম্পানি বলছে ইউজারের ডাটা Anonymously রাখা হবে এবং সেখানে পারসোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন থাকবে না। একই সাথে ২৪ ঘণ্টা পর সব Log ডিটেইল ডিলিট হয়ে যাবে। তবুও Cloudflare এই ডাটা গুলো কিছু কিছু ক্ষেত্রে শেয়ার করতে পারে যার উল্লেখ তারা করে নি। তাছাড়া এটা অস্পষ্ট যে যে তারা কি পরিমাণ ডাটা কালেক্ট করবে।

VPN প্রতিনিয়ত এইসব ক্ষেত্রে নিজেদেরকে স্বচ্ছ রাখছে। অন্যদের চেয়ে এগিয়ে থাকতে Zero Log পলিসি অফার করছে।

প্রাইসিং

WARP এর ব্যাসিক সার্ভিস ফাস্টার ইন্টারনেট ফ্রিতে কোন ধরনের ব্যান্ডউইথ লিমিট ছাড়াই ব্যবহার করা যায়। তবে WARP+ আরও দ্রুত গতির ইন্টারনেট অফার করে, যা লিমিটেড ডাটা প্ল্যানে ব্যবহার করা যায়। রেফারেন্স করে ডাটা বাড়ানো যায়।

নির্দিষ্ট পরিমাণ পে করে WARM+ আনলিমিটেড ব্যবহারের সুযোগ রয়েছে। গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে এটি কেনা যাবে। দাম অবশ্য দেশ অনুযায়ী ভিন্ন হবে।

VPN ফ্রিতেও ব্যবহার করা যায় তবে প্রিমিয়াম সুবিধার জন্য নির্দিষ্ট প্যাকেজ ইউজাররা বেছে নিতে পারে। তাছাড়া প্যাকেজ গুলোতে বিভিন্ন ডিসকাউন্ট তো থাকেই।

মানি ব্যাক গ্যারান্টি

WARP এর মধ্যে মানি ব্যাক গ্যারান্টি এর ব্যবস্থা নেই। টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী সব ধরনের ফি নন রিফান্ডেবল। তবে অ্যান্ড্রয়েড ইউজাররা প্লেস্টোরের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ড রিকুয়েস্ট পাঠাতে পারে। iOS ইউজারদের এই সুবিধা নেই।

প্রায় সব VPN কোম্পানি মানি ব্যাক গ্যারান্টি প্রদান করে। কেউ কেউ সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয় আবার কেউ ৩০ দিনের গ্যারান্টি দেয়।

কম্পিটিবিলিটি

WARP বিশেষ করে মোবাইল ডিভাইসের জন্য যেমন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড, আইফোন এর জন্য তৈরি করা হয়েছে। তবে উইন্ডোজ এবং MacOS ইউজাররাও এটি ব্যবহার করতে পারে। এক WARP একাউন্টে মাল্টিপল লগইন নিয়ে কোন পলিসি নেই।

প্রায় সব ভিপিএন এর ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা অ্যাপ থাকে এমনকি ডেক্সটপের জন্য এক্সটেনশনও থাকে। মাল্টিপল লগইন নিয়ে অবশ্য কিছু রেসট্রিকশন থাকে।

স্ট্রিমিং

WARP জিও রেস্ট্রিকশন বাইপাস এর কথা চিন্তা করে তৈরি করা হয় নি। এখানে আপনাকে নতুন কোন আইপি এসাইন করা হবে না বা সার্ভার চেঞ্জ এর ব্যবস্থা এখানে নেই। সুতরাং ব্লক কোন সার্ভিস স্ট্রিম করার জন্য আপনি WARP ব্যবহার করতে পারবেন না।

অন্যদিকে VPN ব্যবহার করে কান্ট্রি বা জিও রেস্ট্রিকশন বাইপাস করা যায়। আইপি পরিবর্তন করে আপনি যেকোনো দেশের ব্লক সার্ভিস ব্যবহার করতে পারবেন।

P2P ফাইল শেয়ারিং

P2P ফাইল শেয়ারিং এর জন্যও WARP ভাল অপশন না৷ যেহেতু এটি আপনার আইডেন্টেকটিউনস হাইড করতে পারবে না সেহেতু যেকেউ আপনাকে ট্র‍্যাক করে ফেলতে পারবে।

VPN আপনার আইডেন্টেকটিউনস সম্পূর্ণ গোপন রাখতে পারবে আপনি চাইলেই কোন চিন্তা ছাড়া P2P ফাইল শেয়ার করতে পারবেন।

FAQ

Cloudflare WARP কি নিরাপদ?

হ্যাঁ, এটি নিরাপদ। WARP ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রোটোকল ব্যবহার করে আপনার ডাটা এনক্রিপ্ট করে এবং নিরাপদ রাখতে পারে। তাছাড়া সিকিউর ইন্টারনেট সার্ভিস প্রদানে Cloudflare এর সুনাম রয়েছে।

WARP, WARP+, এবং WARP+ Unlimited এর পার্থক্য?

WARP ফ্রিতে ব্যবহার করা যায় এখানে ব্যান্ডউইথ লিমিট নেই। মাসিক নির্দিষ্ট অর্থ পে করে আপনি WARP+ Unlimited ব্যবহার করতে পারবেন। WARP+, WARP থেকে দ্রুত যা নির্দিষ্ট এমাউন্ট পে করে আপনি ব্যবহার করতে পারেন।

WARP কি VPN?

না, সিকিউরিটির কথা বিবেচনা করলে WARP, ভিপিএন নয়। এটা আপনার ডাটা এনক্রিপ্ট করতে পারে কিন্তু আইপি হাইড করতে পারে না। তবে WARP কোথাও এটা নিশ্চিত করে নি যে তারা VPN লেভেলের সিকিউরিটি দেয় না।

আপনি WARP ব্যবহার করে জিও রেস্ট্রিকশন বাইপাস এবং ব্লক স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনব্লক করতে পারবেন না। আইপিও হাইড হবে না।

WARP কি আনলিমিটেড?

ব্যাসিক WARP এ আনলিমিটেড ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন, WARM+ Unlimited ও আনলিমিটেড ডাটা ব্যবহারের সুযোগ আছে তবে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে।

WARM দিয়ে কি আমি অন্য দেশের Netflix ব্যবহার করতে পারব?

না, আগেই বলেছি যেহেতু এটি আপনার আইপি চেঞ্জ করতে পারে না সেহেতু এটি দিয়ে আপনি অন্য দেশের নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন না৷

শেষ কথা

WARM কে Cloudflare VPN হিসেবে অভিহিত করলেও প্রকৃতপক্ষে এটিতে VPN এর সকল সিকিউরিটি ফিচার পাওয়া যায় না। তবে লাইট ওয়েট VPN অভিজ্ঞতা পেতে চাইলে WARM ব্যবহার করতে পারেন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস