বিসমিল্লাহির রহমানির রহিম
অনেক দিন পর আবার পোষ্ট করলাম। আসলে পোষ্ট করার জন্য কোন বিষয় পাই না। যেটা মাথায় আসে দেখি কেউ না কেউ তা নিয়ে পোষ্ট দিয়ে দিয়েছে। 🙁
সে কথা যাক। আজ আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব( জিনিসটা হয়ত পুরনো কিন্তু আশা করি বেশীর ভাগের কাছে তা নতুন হবে 🙂 ) কথা আর না বাড়াই; নিচের ছবি গুলো দেখুন তো, নতুন লাগে? না পুরনো?
ফেসবুকের মেইন পেজঃ
ফেসবুকের সব অপশনঃ
নোটিফিকেশন উইন্ডোঃ
ম্যাসেজ উইন্ডোঃ
কি কেমন লাগছে দেখতে? যদি ভাল না লাগে তাহলে আর না পড়েলেও হবে। আর যদি ভাল লাগে তাহলে পড়তে থাকুন। 🙂
এটি আসলে iPhone / iPad এ ফেসবুকের রূপ। তবে আপনি ডেস্কটপে বসেই এ রূপ উপভোগ করতে পারবেন 🙂
তার জন্য বড় কোন কাজ করতে হবে না। শুধু চেনা একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে। ব্রাইজারটির নাম হল সাফারি (Safari) । ব্রাউজারটি এখান থেকে ডাউনলোড করুন। এবার ইন্সটল করুন। তারপর চালু করুন। এবার এড্রেস বারে লিখুন – m.facebook.com এবং Enter দিন। এবার ফেসবুকে লগইন করুন আর উপভোগ করুন ফেসবুকের এ নতুন রূপ। আপনার বন্ধুকে ফেসবুকের এ নতুন রূপ দেখিয়ে পার্টও মারতে পারবেন 🙂
আর যদি ফেসবুকের অপশন গুলো খুজে না পান তাহলে নিচের চিত্রে গোল করে দেয়া চিহ্নটি খুজে ক্লিক করলেই হবে।
এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি
আমি ব্যবহার করে যা দেখেছি তাতে বলা যায় যারা অপেরা ব্রাউজার ব্যবহার করেন তারা সাফারি ব্রাউজারটির ব্যবহার করে দেখতে পারেন। ফায়ারফক্স ব্যবহার করীরা 2nd ব্রাউজার হিসেবে এটি ব্যবহার করে দেখতে পারেন। বোনাস হিসেবে সাফারি ব্রাউজারের জন্য Adblock অড-অনস টির লিঙ্ক দিলাম।
লিঙ্কঃ Adblock for Safari
আজ এ পযন্তই। ধন্যবাদ।
আপডেটঃ
সাইফুল ইসলাম ভাইয়ের কমেন্ট থেকে জানলাম এটা ফেসবুকের টাচ ভার্সন। এর ঠিকানাঃ touch.facebook.com . এ ঠিকানা দিয়ে যে কোন ব্রাউজার থেকেই এর স্বাদ পাওয়া যাবে।
পূর্ব প্রকাশিতঃ এখানে
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
ata google chrome a e hocche