চ্যাটজিপিটি তে আপনার গোপনীয় কনভারসেশন গুলো Delete ছাড়া Hide করে রাখুন, কিছু সিম্পল স্টেপের মাধ্যমে!

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আপনি যখন চ্যাটজিপিটি তে কনভারসেশন করার সময় Chat History চালু রাখেন, তখন আপনার কনভারসেশন এর শিরোনাম সহ Chat History তে প্রদর্শিত হয়। এখন মনে করুন, আপনি ChatGPT তে পূর্বে কিছু সেনসিটিভ বিষয়ে প্রশ্ন করেছিলেন, যে চ্যাটগুলো হোম পেজ থেকে কাউকে দেখাতে চাচ্ছেন না।

এখন আপনি যদি অন্য কারো সামনে চ্যাটজিপিটি ওপেন করেন, তাহলে আপনার কনভারসেশন তাদের সামনে থেকে হাইড করার জন্য এই ট্রিক্সস টি ফলো করতে পারেন। ‌যদিও, এটি একটি সিম্পল স্টেপ, তবুও আমি আপনাকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি।

Web ব্যবহারের সময় ChatGPT Chat হাইড করার পদ্ধতি

Web ব্যবহারের সময় ChatGPT Chat হাইড করার পদ্ধতি

ChatGPT এর চ্যাটগুলো Archive করার সিস্টেম রয়েছে। এর ফলে, আপনি কয়েক ক্লিকের মাধ্যমেই সাইডবার থেকে আপনার যেকোনো চ্যাট মুছে ফেলতে পারবেন। ওয়েবসাইটে চ্যাটজিপিটি ব্যবহারের সময় আপনি মূল স্ক্রিন থেকে Chat Season গুলো ডিলিট করা ছাড়া Hide করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। ‌

আর এই পদ্ধতিতে আপনার চ্যাট হাইড করার জন্য নিজের ধাপ গুলো অনুসরণ করুন।

১. এজন্য, chat.openai.com এর ওয়েবসাইট থেকে ChatGPT‌ ওপেন করুন এবং OpenAI এর একাউন্টে লগইন করুন।

২. এবার, সাইডবার থেকে আপনি যে চ্যাটটি লুকাতে চাচ্ছেন, সেটিতে ক্লিক করুন।

Archive Chat option

৩. তারপর, সেখানে থাকা Archive আইকনে ক্লিক করুন এবং ‌Archive Chat হিসেবে কনভারসেশনটি সেভ করুন।

Archive অপশনে ক্লিক করুন এবং ‌Archive Chat

এখন আপনার চ্যাটটি সাইবার থেকে হাইড হয়ে যাবে। আর এখন এটি অ্যাক্সেস করার জন্য আপনাকে ChatGPT Settings অপশনে যেতে হবে।

ওয়েবে লুকানো আপনার Chat গুলো কীভাবে দেখবেন?

ওয়েবে লুকানো আপনার Chat গুলো কীভাবে দেখবেন?

আপনি যদি এখন আপনার হাইড করা চ্যাট দেখতে চান কিংবা Unarchive করতে চান, তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

১. এজন্য, ‌ChatGPT ওয়েবসাইটে নিচের দিকে বাম কোণে থাকা OpenAI প্রোফাইল একাউন্ট নামের উপর ক্লিক করুন। তারপর, এখান থেকে Settings অপশনে ক্লিক করুন।

চ্যাটজিপিটি এর প্রোফাইল থেকে Settings অপশন

২. এবার, আপনার সামনে পপ আপ হিসেবে সেটিংস মেনু ওপেন হবে, যেখান থেকে Manage এ ক্লিক করে Archive Chat অপশনে ক্লিক করতে হবে।

Manage এ ক্লিক করে Archive Chat অপশনে ক্লিক

৩. এখন আপনার হাইড করা চ্যাট দেখার করার জন্য সেসব চ্যাটগুলোর উপর ক্লিক করুন। আর এখানে থাকা Unarchive Conversation বাটনে ক্লিক করে খুব সহজেই কনভারসেশনটি আবার চ্যাটজিপিটি এর হোম পেজের সাইডবারে নিয়ে আসা যাবে।

ChatGPT তে হাইড করা গোপনীয় মেসেজ Archive করার অপশন

আপনার এটি মনে রাখা উচিত যে, কেউ আপনার এই মেনুতে গিয়ে কিন্তু হাইড করা ChatGPT কনভারসেশন গুলো অ্যাক্সেস করতে পারে। কারণ হলো, আপনার কনভারসেশন গুলো Archive করে রাখা গেলেও, সেগুলো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায় না। ‌আর তাই, ‌ আপনি যদি প্রাইভেসির জন্যই এগুলো Archive অপশনে হাইড করে রাখতে চান, তাহলে ChatGPT‌ তে কনভারসেশনের পর লগ আউট করে রাখুন।

আর আপনার যদি ChatGPT ওয়েবের সাইডবারে অনেক কনভারসেশন থাকে এবং আপনি সেগুলোর টাইটেল কাউকে দেখাতে না চান, ‌ তাহলে সেগুলোকে Archive অপশনে কিংবা ডিলিট না করেও Rename করে সেগুলোর টাইটেল পরিবর্তন করে দিতে পারেন।

চ্যাটজিপিটি এর কনভারসেশন Rename করে সেগুলোর টাইটেল পরিবর্তন

এতে করে, অন্য কেউ আপনার ChatGPT ওয়েবে পাশে থেকে লক্ষ্য করলেও, সেই কনভারসেশন এর টপিকগুলো সম্পর্কে জানতে পারবে না।

আইফোনে কীভাবে ChatGPT Chat গুলো Hide করে রাখবেন?

আইফোনে কীভাবে ChatGPT Chat গুলো Hide করে রাখবেন?

ChatGPT মোবাইল অ্যাপেও কনভারসেশন গুলো সেভ থাকে। ‌তবে, আপনি iOS অ্যাপে কনভারসেশন Archive করে রাখার সুবিধা পেলেও, অ্যান্ড্রয়েডে তা করতে পারবেন না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক, ‌iOS ChatGPT অ্যাপে কীভাবে আপনার গোপনীয় চ্যাট গুলোকে লুকিয়ে রাখা যায়।

১. এজন্য আপনার আইফোনে ChatGPT অ্যাপ ওপেন করুন এবং OpenAI এর একাউন্টে লগইন করে নিন।

২. এবার, অ্যাপের ভেতরে গিয়ে মোবাইলের বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করুন, অথবা উপরে থাকা Two Line মেন্যু আইকনে আলতো চাপুন।

৩. এবার আপনি যে চ্যাটটি হাইড করতে চাচ্ছেন, ‌ তার উপর দীর্ঘক্ষণ ট্যাপ করে ধরে থাকুন এবং Archive অপশনটি বেছে নিন।

৪. এখন আবার নিশ্চিত করার জন্য আবার Archive বাটনে ক্লিক করুন।

আইফোনের চ্যাটজিপিটি অ্যাপে আপনার লুকানোর চ্যাট গুলো কীভাবে দেখবেন?

আইফোনের চ্যাটজিপিটি অ্যাপে আপনার লুকানোর চ্যাট গুলো কীভাবে দেখবেন?

ChatGPT এর ওয়েব ভার্সন এর মত এখানেও Archive চ্যাট গুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে ChatGPT এর Settings মেনুতে যেতে হবে। আর আইফোনের ক্ষেত্রে হাইড করার চ্যাট গুলো দেখার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. এজন্য একইভাবে সাইডবারে আপনার একাউন্টের নামের পাশে থাকা (.) বাটনে ট্যাপ করুন।

২. এরপর ‌Account সেকশনের অধীনে Archive Chat এ ট্যাপ করুন।

৩. এখন আপনি এখানেও একইভাবে Archive করা চ্যাট গুলো দেখতে পাবেন। এখন আপনি চাইলে, এই কনভারসেশন গুলো আবার চ্যাটজিপিটি অ্যাপের সাইডবারে নিয়ে যাওয়ার জন্য, এগুলোতে ট্যাপ করুন এবং Unarchive অপশনে ক্লিক করুন।

আপনি এই পদ্ধতিতে ChatGPT থেকে আপনার কনভারসেশন গুলো ডিলিট না করে খুব দ্রুত লুকিয়ে রাখতে পারেন। ‌যদিও, ChatGPT তে আপনার প্রাইভেসির জন্য এটি উত্তম সমাধান না। তবে, আপনি যদি অন্যান্যদের থেকে কনভারসেশন গুলো সত্যই লুকিয়ে রাখতে চান, তাহলে ChatGPT থেকে লগ আউট করে রাখুন অথবা একটি অ্যাপ লকার ব্যবহার করুন। আর আপনি চাইলে, আপনি একটি সেকেন্ডারি একাউন্ট ব্যবহার করতে পারেন, যেখানে আপনার ব্যক্তিগত প্রশ্নগুলো করা হবে।

শেষ কথা

ChatGPT তে কনভার্সেশন করার সময় আপনার গোপন কথাগুলোকে ম্যানেজ করার জন্য Archive করা একটি দুর্দান্ত উপায়। এর মাধ্যমে, ‌আপনার আশেপাশে থাকা ব্যক্তিদের সামনে থেকে গোপনীয় কনভারসেশন গুলো হাইড করে রাখার সুযোগ পাবেন। কিন্তু তবুও, এটি কিন্তু চ্যাটজিপিটি ব্যবহারের সময় গোপনীয়তার ক্ষেত্রে সেরা সমাধান নয়। ‌

সবচেয়ে ভালো হয়, যদি OpenAI তাদের ব্যবহারকারীদের জন্য ভবিষ্যত আপডেটে পাসওয়ার্ড লক এর মাধ্যমে কনভারসেশন গুলো সুরক্ষিত রাখার ব্যবস্থা করে। ‌আর এখন আপনি চ্যাটজিপিটি ব্যবহারের সময় প্রাইভেসির ছোট্ট পদক্ষেপ হিসেবে, এই ট্রিক্সস টি কাজে লাগাতে পারেন। তবে, OpenAI তাদের ChatGPT ব্যবহারকারীদের জন্য আরো সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসার আগ পর্যন্ত আপনি চাইলে কোন Locker ও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস