স্যোসাল মিডিয়া মার্কেটিং : অপার সম্ভাবনাময় আয়ের মাধ্যম

www.mahedi.info social media marketing

স্যোসাল মিডিয়া :

মূলত ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে স্যোসাল মিডিয়া। স্যোসাল মিডিয়া ইন্টারনেট মাধ্যম ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ মাধ্যমকে একটি আকর্ষনীয় স্টেজে দাড় করিয়ে দিয়েছে। স্যোসাল মিডিয়ার উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন মাইকেল হেনলেন এবং এনড্রিয়াস কাপলান। তাদের মতে, স্যোসাল মিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনেকগুলো এ্যাপ্লিকেশনের সমষ্টি যেগুলো ওয়েব দুনিয়াকে আরো বাস্তবসম্মত ও প্রযুক্তিসম্পন্ন করে তুলেছে এবং যা ব্যবহারকারীকে তাদের নিজস্ব জগৎ সৃষ্টি এবং পারস্পরিক বিনিময় করতে সুযোগ প্রদান করে।

বিস্তারিত জানতে : উইকিপিডিয়া

স্যোসাল মিডিয়া মার্কেটিং :

স্যোসাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ব্যক্তিগত, ক্ষু্দ্র ব্যবসা, বৃহৎ ব্যবসা এবং অলাভজনক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচার মাধ্যম প্রক্রিয়া। সমন্বিত মার্কেটিং যোগাযোগ হচ্ছে একটি অসাধারন মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই কোন প্রতিষ্ঠানের টার্গেট মার্কেটে তাদের পন্য সম্পর্কে প্রচার করা যায়। সমন্বিত মার্কেটিং যোগাযোগের প্রধান উপাদান হচ্ছে এ্যাডভার্টাইজিং, ব্যক্তিগত বিক্রয়, পারস্পরিক সম্পর্কোন্নয়ন, প্রচার, সরাসরি মার্কেটিং এবং সেলস প্রমোশন।

স্যোসাল মিডিয়া মার্কেটিং প্রোগ্রাম সাধারনত পাঠক বা ব্যবহারকারীকে আকর্ষন বা উদ্বুত করে কোন তথ্য অন্যদের সাথে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানাতে। একটি ব্যবসায়ীক বার্তা ব্যবহারকারী থেকে ব্যবহারকারীর কাছে পৌছে যায় এর দ্বারা। শুধু তাই নয়, এটি অন্য সকল এ্যাডভার্টাইজিং মাধ্যম থেকে অধিক কার্যকর। স্যোসাল মিডিয়া মার্কেটিংকে প্রকাশ করা হয় SMM(Social Media Marketing) বা SMO(Social Media Optimization) এর মাধ্যমে।

এসএমএম ভিত্তিক জনপ্রিয় ক্ষেত্রসমূহ :

স্যোসাল নেটওয়ার্ক : এটি ব্যবহারকারীদের অনলাইন কমিউনিটি যাতে বিভিন্ন তথ্য,ছবি,ভিডিও ইত্যাদি বিনিময় করা যায়।

উদাহরন : Facebook, Myspace

ব্লগিং এবং মাইক্রোব্লগিং : এটি জার্নালের মত ওয়েবসাইট যা তাৎক্ষনিক তথ্য আপডেট রাখে, মাইক্রোব্লগিং হচ্ছে টেক্সট মেসেজের প্রকাশনা মাধ্যম।

উদাহরন : WordPress, Twitter

স্যোসাল বুকমার্কিং : এটি ব্যবহারকারীকে তাদের পাওয়া কোন ওয়েবসাইটকে সংরক্ষন এবং বিনিময় করার সুযোগ প্রদান করে।

উদাহরন : Digg, Reddit

মিডিয়া শেয়ারিং : ছবি এবং ভিডিও বিনিময়সেবা প্রদান করে।

উদাহরন : Flickr, Youtube

স্যোসাল রিভিউ : ভ্রমনকারীদের বিভিন্ন হোটেল বা স্থান সম্পর্কে রিভিউ প্রদান করার সুযোগ প্রদান করে। যারা ভ্রমন করতে ইচ্ছুক তারা ইচ্ছে করলে এগুলো তাদের ট্রাভেল প্ল্যান হিসেবে তৈরী করতে পারে।

উদাহরন : Yelp, Tripadviser

ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) : ট্রাভেল গাইড বা কোন তথ্যাদি যা ব্যবহারকারী কর্তৃক লিখিত।

উদাহরন : Wikitravel, World66

স্যোসাল নেটওয়ার্কিং সাইট লিস্ট

নিচে কিছু স্যোসাল নেটওয়ার্কিং এর ওয়েবসাইটের লিস্ট দেয়া হল।

http://www.facebook.com

http://www.twitter.com

http://www.plus.google.com

http://www.linkedin.com

http://www.tagged.com

http://www.myspace.com

http://www.orkut.com

http://www.quepasa.com

http://www.blogger.com

http://www.wordpress.com

http://www.flickr.com

http://www.picasa.com

http://www.google.com/buzz

http://www.badoo.com

http://www.bebo.com

http://www.buzznet.com

সোর্স : ডিজিল্যান্সার

স্যোসাল বুকমার্কিং সাইট লিস্ট

নিচে কিছু স্যোসাল বুকমার্কিং এর ওয়েবসাইটের লিস্ট দেয়া হল।

http://www.google.com/bookmarks

http://www.slashdot.org

http://www.digg.com

http://www.stumbleupon.com

http://www.reddit.com

http://www.squidoo.com

http://www.delicious.com

http://www.technorati.com

http://www.kojaxx.com

সোর্স : ডিজিল্যান্সার

আয় সম্পর্কিত কথা :

এতক্ষন আমরা জানতে পারলাম স্যোসাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য। এখন আমরা জানতে চাই এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা সম্ভব। আসলে স্যোসাল মিডিয়া যেমন অনেকগুলো এ্যাপ্লিকেশনের সমন্বিত মাধ্যম তেমনি এর মাধ্যমেও আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন। যেমন : আউটসোর্সিংয়ের মাধ্যমে আপনি আয় করতে পারেন, মাইক্রো জব সাইটগুলোর মাধ্যমে, ফিক্সড প্রাইস অফার সাইটগুলোর মাধ্যমে, শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে, টুইটারের মাধ্যমে ইত্যাদি।

আউটসোর্সিংয়ের মাধ্যমে : আপনি ওডেস্ক, ফ্রিল্যান্সার ইত্যাদির মাধ্যমে বায়ারদের স্যোসাল মিডিয়ার কাজ করতে পারেন।

মাইক্রো জব সাইটগুলোর মাধ্যমে : মাইক্রোওয়ার্কার্স,জববয় ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র স্যোসাল নেটওয়ার্কিংয়ের কাজগুলো করতে পারেন।

ফিক্সড প্রাইস অফার সাইটগুলোর মাধ্যমে : আপনি ফিভারার, জিগবাক্স ইত্যাদির মাধ্যমে ৫ থেকে ৫০ ডলারের বিনিময়ে স্যোসাল মিডিয়া মার্কেটিং কাজ করতে পারেন।

ফেসবুক পেজের মাধ্যমে : আপনি আপনার তৈরী ফেসবুক পেজের মাধ্যমেও আয় করতে পারেন। তবে সেই পেজে সর্বনিম্ন ফ্যান থাকতে হবে ৫০০০+ এক্ষেত্রে সেই পেজে আপনি আপনার নিজস্ব পন্য বা এ্যাফিলিয়েট পন্যের (ইবে,এ্যামাজন,ক্লিকব্যাংক,সিজে ইত্যাদি) এ্যাড, থার্ড পার্টি কোম্পানীর ব্যানার এ্যাড প্রদর্শন, বিভিন্ন অফার প্রদানের মাধ্যমে আপনি আয় করতে পারেন।

টুইটারের মাধ্যমে : কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো শুধুমাত্র তাদের পন্যের গুনাগুন টুইট করার জন্য টাকা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার টুইটার একাউন্টে ৫০০+ ফলোয়ার থাকতে হবে। এরকম একটি সাইট হচ্ছে স্পন্সরডটুইটস।

ফেসবুক পেজ লাইক ও টুইটার ফলোয়ার সংগ্রহের পদ্ধতি :

ইউলাইকহিটস : এটি আমার দেখা এযাবত কালের মধ্যে শ্রেষ্ঠ সাইট যা একই সাথে আপনি ফেসবুক লাইক, টুইটার ফলোয়ার, মাইস্পেস ফ্রেন্ড, ইউটিউভ ভিউ ও ওয়েবসাইট হিট জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করে সাইন আপ করে নিন

টুইন্ডস : এখানে আপনি টুইটার ফলোয়ার সংগ্রহ করতে পারবেন। এটি এক্ষেত্রে বেশ জনপ্রিয়। টুইন্ডসে সাইনআপ করতে এখানে ক্লিক করুন

মার্কেটপ্লেস :

ওডেস্ক - প্রবেশ করুন

ওডেস্কে আপনি seo,smm,smo ভিত্তিক অনেক কাজ পাবেন। আমার মতে এটা আপনার জন্য হতে পারে #১ প্ল্যাটফর্ম।

ফ্রিল্যান্সার - প্রবেশ করুন

এখানেও আপনি seo,smm,smo ভিত্তিক অনেক কাজ পাবেন। আমার মতে এটাও আপনার জন্য হতে পারে খুব ভালো একটি প্ল্যাটফর্ম।

ফিভারার - প্রবেশ করুন

এটা এমন একটি ওয়েবসাইট যেখানে ৫ ডলারের বিনিময়ে মানুষ অনেক কিছু করে। এখানে আপনি আপনার কাজের বিজ্ঞাপন দিন। সাধারন ৫০০টি ফেসবুক লাইকের বিনিময়ে আপনি ৫ ডলার দাবী করতে পারেন।

আর্টিকেলটি কেমন লাগল আপনাদের? এ ধরনের আরো আর্টিকেল পেতে চাইলে নিচে কমেন্টের মাধ্যমে আপনার ভালো লাগা জানিয়ে দিন। সবাই ভালো থাকুন।

বোনাস :

ওডেস্কে প্রোফাইল ১০০% করতে হলে একটি সার্টিফিকেট প্রয়োজন হয়। কেউ হয়ত ফ্রি অনলাইন পরীক্ষাতে অংশগ্রহন করেন বা কেউ ব্রেইনবিচ দেন। কিন্তু সেখানে হয়ত আপনার নাম সম্বলিত কোন ইউআরএল দেয়া থাকে না। আপনারা ডিজিম্যাক্স ফাউন্ডেশনের সৌজন্যে এখনই একটি সার্টিফিকেট পেতে পারেন। ইউআরএলে দিন : http://www.digimaxfoundation.org/students.html বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর করে গুছিয়ে লেখার কারনে ধন্যবাদ।অনেক সুন্দর হয়েছে।

Level 0

NICE

Level 0

Nice info 🙂

Level 0

অনেক সুন্দর হয়েছে।

ভাইয়া আমার ফেইসবুক পেইজ আছে যার fan ৫৫০০+
এখান থেকে কিভাবে আয় করতে পারি।https://www.facebook.com/pages/Song4worldcom/205692716145378

Level 0

সাধারন ৫০০টি ফেসবুক লাইকের বিনিময়ে আপনি ৫ ডলার দাবী করতে পারেন। clear bujinai.

বাংলা ভাষার ওয়েবসাইটের জন্য একটি কাজের সোশ্যাল বুকমার্কিং সাইট শেয়ার করলাম। http://bartavubon.com/। আশা করি কাজে লাগবে।

vai akto clerar kore bolen kivabe facebook a like kore $5 powa jabe .thanks for share .

Level New

সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৫০০টি ফেসবুক পেজ লাইকের বিনিময়ে আপনি ৫ ডলার পাবেন কথাটি বলতে বুঝিয়েছি মূলত ফিভারারকে উদ্দেশ্য করে।
আপনি ফিভারারে বিজ্ঞাপন দিতে পারেন এই বলে যে, I will give you 500 Facebook Likes only for $5. আপনি ৫০০ এর স্থলে ইচ্ছে করলে ৩০০ বা আরো কমও বসিয়ে নিতে পারবেন। তবে ৫০০ রিকোমেন্ডেড. সবাই ভালো থাকবেন।

চমৎকার লিখেছেন । তবে ঈদানিং আপনার টিউন অনেক মিস করি ।

Level 2

Mehadi bhai, onek sundor post…….thanks. anyway, apnar sathe communicate kivabe kora jabe? amar kisu proyojon chilo. Kindly apnar mobile or email address ta amake diyen plz.