মাল্টিপল পিডিএফ পেইজ এক পেইজে কনভার্ট করার সেরা ৩ টি ওয়েবসাইট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

PDF ফাইল মার্জ করা আর PDF পেজ মার্জ করা কিন্তু এক বিষয় না। কয়েকটা PDF ফাইলকে এক ফাইলের মধ্যে মার্জ করা হচ্ছে PDF ফাইল মার্জ করা অন্য দিকে কয়েকটা PDF পেজকে সিঙ্গেল পেজে নিয়ে আসা মনে পেজ মার্জ করা।

পিডিএফ ফাইল মার্জ করে এলোমেলো ভাবে থাকে কয়েকটা PDF কে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে নিয়ে আসা যায়। আবার পেজ মার্জ করে কয়েকটা পেজকে এক পেজে এনে প্রিন্ট খরচ বাঁচানো যায়।

আজকের এই টিউনে আমরা তিনটি দারুণ অনলাইন টুল নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি সহজে মাল্টিপল পিডিএফ পেজকে এক পেজে নিয়ে আসতে পারবেন বা Merge করতে পারবেন। এটাকে Stitch করাও বলা যায়।

১. AvePDF

অনলাইনে PDF ফাইল প্রসেস করার বেশ পরিচিত একটা অ্যাপ হচ্ছে AvePDF। এখানে আপনি ব্যক্তিগত বা প্রফেশনাল ইউজের জন্য পাবেন Combine to / from PDF, e-sign PDF, Scan to PDF, Compress PDF, Edit PDF সহ আরও অনেক টুল। এর আছে পেজ মার্জ করার ব্যবস্থা।

AvePDF ওয়েবসাইটে চলে যান। Merge PDF Pages Into One Page টুলটি সিলেক্ট করে পিডিএফ ফাইলটি ড্রাগ এন্ড ড্রপ করুন আপনি চাইলে Google Drive, DropBox ও ফাইল লিংকও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণের মধ্যে ফাইল রেডি হয়ে যাবে। আপনি পরবর্তীতে সেটা ডাউনলোড করে নিতে পারবেন।

AvePDF

অফিসিয়াল ওয়েবসাইট @ AvePDF

২. PDFu

আমাদের লিস্টের পরবর্তী অ্যাপটি হচ্ছে PDFu। এখানে আপনি কিছু অতিরিক্ত ফিচার পাবেন, এখানে আপনি কয়টি পেজ মার্জ করতে চান সেটা নির্ধারণ করে দিতে পারবেন।  Vertical অথবা Horizontal অনুযায়ী মডেলও সিলেক্ট করতে পারবেন।

PDFu ওয়েবসাইটে চলে যান এবং, PDFdu Free Online PDF Pages Merger টুলটিতে ক্লিক করুন।  ফাইলটি আপলোড করুন। এখন আপনি মডেল অনুযায়ী সিলেক্ট করুন, দুটি পেজ মার্জ বা Stitch করবেন নাকি সব গুলো করবেন, অথবা নির্দিষ্ট পেজ মার্জ করবেন। সিলেক্ট করার পর Merge Pages এ ক্লিক করুন কিছু সময়ের মধ্যে ফাইল রেডি হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

PDFu

অফিসিয়াল ওয়েবসাইট @ PDFu

৩. Online2PDF

পিএডিএফ কনভার্ট, আনলক, কমপ্রেস সহ আরও অনেক কাজ করার জন্য জনপ্রিয় একটি টুল হচ্ছে Online2PDF। এই টুলের দারুণ সুবিধাটি হল এখানে আপনি মাল্টিপল মডেলে পিডিএফ পেজ মার্জ করতে পারবেন সিঙ্গেল পেজে।

Online2PDF ওয়েবসাইটে চলে যান এবং Multiple pages per sheet টুলটি সিলেক্ট করুন। ফাইলটি আপলোড করুন। এখানে আপনি ইচ্ছে মত স্টাইল সিলেক্ট করার সুযোগ পাবেন। PDF page layout থেকে লেআউট সিলেক্ট করে প্রতি শিটে কয়টি পেজ থাকবে তা সিলেক্ট করতে পারবেন, রিডিং ডিরেকশন, পেজ লেআউট, মার্জিন ইত্যাদি বিষয় নিজের মত করে নির্ধারণ করতে পারবেন। স্টাইল বাছাইয়ের পর Convert এ ক্লিক করুন, ফাইলটি প্রসেস হয়ে ডাউনলোড লিংক চলে আসবে।

Online2PDF

অফিসিয়াল ওয়েবসাইট @ Online2PDF

শেষ কথা

ইন্টারনেটে পিডিএফ পেজ মার্জ করার অনেক অ্যাপ রয়েছে তবে আমি সেরা তিনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি যদি পেজ মার্জে অনেক বেশি কন্ট্রোল চান তাহলে আপনার জন্য PDFu.com অথবা Oneline2PDF ভাল হতে পারে।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস