বারবার ফোন মেমোরি Full হয়ে যাচ্ছে? Storage Space Running Out সমস্যার ৬ টি সহজ সমাধান

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমরা যখন একটি ফোন ব্যবহার করি, তখন ইন্টারনাল স্টোরেজ ফুল হওয়ার নোটিফিকেশন সত্যিই আমাদের জন্য বেশ হতাশাজনক। আমাদের ফোনের স্টোরেজ কম থাকার কারণে অনেক সময়ই Storage Space Running Out এর মত সমস্যায় পড়তে হয়। বিশেষ করে, আমরা যখন মোবাইলে কোন নতুন ফাইল সেভ করতে চাই কিংবা নতুন একটি অ্যাপ ইন্সটল করতে চাই।

আপনার স্মার্টফোনের যদি ফোন মেমোরি ফুল হয়ে যায়, তাহলে আপনি আপনার মত করে ফটো, ভিডিও তুলতে কিংবা নতুন অ্যাপ ইন্সটল করতে পারবেন না। যাইহোক, আজকের এই টিউনে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে আপনার Internal Storage সবসময় Free রাখতে পারবেন।

ফোনের Storage Space Running Out নোটিফিকেশন কেন আসে?

ফোনের Storage Space Running Out সমস্যা

অনেক সময় আমাদের মোবাইলে নতুন কোন অ্যাপ ইন্সটল দেওয়ার ক্ষেত্রে কিংবা মোবাইল ক্যামেরা চালু করে ছবি তোলার সময়, Storage Space Running Out নোটিফিকেশন আসে। আর এরপর দেখা যায় যে, মোবাইলে আর অ্যাপ ইন্সটল করা যায় না। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটলের সময় এরকম সমস্যা হলে, প্রথমত আপনাকে কিছু অ্যাপ আনইন্সটল করার জন্য বলে।

এক্ষেত্রে, আপনি যদি কিছু অ্যাপ সিলেক্ট করে আনইন্সটল করেন, তাহলে নতুন অ্যাপটি ইন্সটল হয়।

Storage Space Running Out সমস্যার অন্যতম কারণ হলো, এই মুহূর্তে আপনার ফোনের Internal Storage ভর্তি হয়ে গিয়েছে। আর এ কারণে, নতুন করে কোন ফাইল আপনার Internal Storage এ সেভ হতে পারবেনা। এ সময় আপনার করণীয় হলো, Internal Storage থেকে কিছু ফাইল ডিলিট করে ফেলা কিংবা বড় বড় অ্যাপ গুলো আনইন্সটল করা।

আপনি যখন বড় কোন অ্যাপ আনইন্সটল করবেন, তখন সেই অ্যাপের Cache Files সহ যাবতীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। Google Play Store থেকে নতুন কোন অ্যাপ ইন্সটল করতে কিংবা মোবাইলে ছবি তুলতে না পারার সমস্যার সমাধান করার জন্য, আপনি বেশ কিছু টিপস অনুসরণ করতে পারেন। যার মাধ্যমে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল না হওয়া সমস্যার সমাধান করা যাবে। সেই সাথে, মোবাইলের বিভিন্ন কাজ করার সময় হঠাৎ Storage Space Running Out সমস্যার ও সমাধান করা যাবে।

তাহলে চলুন, এবার ফোন মেমোরি খালি করার উপায় গুলো দেখে নেওয়া যাক।

১. পুরনো গান, পডকাস্ট এবং ভিডিও ডিলিট করুন

পুরনো গান, পডকাস্ট এবং ভিডিও ডিলিট করে ফোন মেমোরি ফুল হয়ে যাওয়া সমস্যার সমাধান

আপনি যদি স্পটিফাই এবং ইউটিউবের মতো অ্যাপগুলো ব্যবহার করেন, তাহলে সেখানে গান, পডকাস্ট বা ভিডিও ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে। ‌আর আপনি যদি এসব অ্যাপের মধ্যে ভিডিও বা গান ডাউনলোড করেন, তাহলে সেগুলো আপনার Internal Storage এ জায়গা দখল করে।

উদাহরণস্বরূপ, আপনি যদি ইউটিউবের ভেতরে অফলাইনে ভিডিও দেখার জন্য একটি ভিডিও ডাউনলোড করেন, তাহলে সেটি আপনার ফোনের স্টোরেজে ডাউনলোড হয় এবং জায়গা দখল করে। ‌

আর আপনি যখন এসব মিডিয়া অ্যাপ গুলোতে অনেক ভিডিও ডাউনলোড করেন, তখন পুরাতন ভিডিও গুলোর কথা ভুলে যেতে পারেন। আর এর ফলস্বরূপ, আপনার ফোনের Internal Storage ভারী হতে থাকে। আপনার ফোনে যাতে অপ্রয়োজনীয় বড় ফাইলগুলো সেভ না থাকে, সেজন্য এইসব মিডিয়া অ্যাপ গুলোর ডাউনলোড সেকশন ঘন ঘন চেক করুন এবং অপ্রয়োজনীয় ডাউনলোড গুলো রিমুভ করুন।

১. এজন্য আপনার মোবাইলের ডাউনলোড অপশনে যান। তারপর ডাউনলোড থাকা প্রত্যেকটি ভিডিও থ্রি ডট এখানে ক্লিক করুন।

ডাউনলোড থাকা ভিডিও ডিলিট করার অপশন

২. Delete from Download অপশনে ক্লিক করে অপ্রয়োজনীয় ভিডিওটি ডিলিট করে দিন।

Delete from Download অপশন

এছাড়াও আপনি ইউটিউবে ভিডিও ডাউনলোডের স্টোরেজ হিসেবে SD Card সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আপনার মোবাইলের Internal Storage Full হবে না এবং বারবার Storage Space Running Out এর মত সমস্যায় পড়বেন না।

১. SD Card কে ইউটিউবের ভিডিও ডাউনলোডের স্টোরেজ হিসেবে সেট করার জন্য নিচের প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং তারপর উপরের Settings আইকনে ক্লিক করুন।

ফোন মেমোরি থেকে এসডি কার্ডে ডাউনলোড করার সেটিংস

২. এরপর Downloads অপশনে ক্লিক করুন।

ইউটিউব এর Downloads অপশন

৩. এবার, এখান থেকে Internal Storage কে বাদ দিয়ে SD Card কার্ডকে স্টোরেজ হিসেবে সেট করার জন্য Use SD Card এর অপশনটি চালু করে দিন। এখন থেকে ইউটিউবের কোন ভিডিও ডাউনলোড হওয়ার সময় সেটি আপনার মোবাইলের Internal Storage এ ডাউনলোড না হয়ে এসডি কার্ডে ডাউনলোড হবে।

Internal Storage কে বাদ দিয়ে SD Card কার্ডকে স্টোরেজ হিসেবে সেট করা

আর এই সেটিংস করার মাধ্যমে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বারবার ফুল হয়ে যাওয়া সমস্যার সমাধান হবে।

২. আপনার গ্যালারি চেক করুন

আপনার গ্যালারি চেক করে ফোন মেমোরি ফাঁকা করা

আমরা অনেকেই এমন সব ফটো তুলি, যেগুলো আমরা ধরে রাখতে চাই না, কিন্তু তবুও সেগুলো আমাদের মোবাইলের মেমোরিতে থেকে যায়। আর আমরা সেসব ফটো কিংবা ভিডিওর কথা ভুলে গেলেও, সেগুলো আমাদের মেমোরিতে আশ্চর্যজনকভাবে অনেক পরিমাণ জায়গা দখল করে থাকে।

আপনি এসব পুরনো স্ক্রিনশট, ডাবল ইমেজ, কিংবা অপ্রয়োজনীয় ভিডিওগুলো ডিলিট করার মাধ্যমে ফোনের ফোন মেমোরি অনেকখানি খালি করতে পারবেন।

আর সম্ভবত আপনার ফোনের গ্যালারিতে স্ক্রিনশটের জন্য একটি Album, Instagram ফটোর জন্য একটি Album অথবা আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর জন্য Album তৈরি হয়ে থাকে। আপনার প্রয়োজন না হলে, আপনার মোবাইলের গ্যালারি থেকে সম্পূর্ণভাবে এসব অ্যালবামগুলো ডিলিট করে দিতে পারেন। এতে করে, আপনার মোবাইলের Storage Space Running Out এর মত সমস্যার সমাধান হবে।

এমনকি আপনি আপনার ফোনের গ্যালারিতে Trash ফোল্ডারে ডিলিট করা অনেক ফটো এবং ভিডিও খুঁজে পাবেন, যেগুলো আপনার ডিলিট করা উচিত। ‌কারণ, এগুলো ও আপনার ফোনের মেমোরি দখল করে। Permanently Delete আগ পর্যন্ত Trash ফোল্ডারে ৩০ দিনের জন্য ফাইলগুলো জমা থাকে। কিন্তু, এর আগেও আপনার Internal Storage Free করার প্রয়োজন হতে পারে। আর তখন আপনি এই অপশনে এসে ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করুন।

৩. ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া কনটেন্ট চেক করুন

ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া কনটেন্ট চেক করুন

আপনি হয়তোবা এখনো পর্যন্ত জানেন না যে, আপনার ফোনের ইন্সটল থাকা অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপস অটোমেটিক্যালি যেকোন মিডিয়া ফাইল আপনার ফোনে ডাউনলোড করে, যখন কোন ব্যক্তি আপনাকে মেসেজ পাঠায়। উদাহরণস্বরূপ, হোয়াটসঅ্যাপের কথাই বলা যায়।

কেউ যদি হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও কিংবা ছবি পাঠায়, তাহলে সেটি অটোমেটিক্যালি আপনার ডিভাইসে ডাউনলোড হতে পারে। কারণ, হোয়াটসঅ্যাপে ডিফল্টভাবে Media ফাইলগুলো Auto Download হওয়ার অপশন চালু করা থাকে।

১. এজন্য আপনি আপনার মোবাইলে ইন্সটল থাকা সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো চেক করুন, যেগুলোতে অটো ডাউনলোড অপশন চালু করা থাকতে পারে। উদাহরণস্বরূপ, হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে Settings থেকে Stroage and Data অপশনে যান।

হোয়াটসঅ্যাপ এর Settings থেকে Stroage and Data অপশন

২. এরপর, Media Auto Download সেকশন থেকে Mobile Data কিংবা WiFi অপশন গুলোর উপর ক্লিক করুন।

ফোন মেমোরি খালি রাখতে Media Auto Download বন্ধ করার অপশন

৩. এবার, এখানে যদি অটো ডাউনলোড অপশন হিসেবে Photos, Video, Documents অপশন গুলোতে টিক দেওয়া থাকে, তাহলে সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিন এবং Ok তে প্রেস করুন।

টো ডাউনলোড অপশন হিসেবে Photos, Video, Documents অপশন বন্ধ করুন

একইভাবে, Snapchat অ্যাপে Auto Saving বন্ধ করার জন্য Settings > Memories > Save Button অপশনে যান এবং সেখান থেকে অটো ডাউনলোড অপশন বন্ধ করুন। আর আপনি একই সেটিংস থেকে Snapchat এর মিডিয়া ফাইলগুলো Internal Storage অথবা SD Card এ সেভ করার অপশন বেছে নিতে পারবেন।

আপনি একই পদ্ধতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো থেকে এই সেটিংসটি খুঁজে নিয়ে বন্ধ করতে পারেন। এতে করে, আপনার মোবাইলের ফোন মেমোরি দ্রুত শেষ হয়ে যাওয়ার মত সমস্যার সমাধান হবে।

৪. যেসব অবাঞ্ছিত অ্যাপ ইন্সটল করা যায় না, সেগুলোকে Disable করে রাখুন

ফোন মেমোরি ফাঁকা করতে অপ্রয়োজনীয় অ্যাপ Disable করে রাখুন

আমাদের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু Pre-installed অ্যাপ ইন্সটল করা থাকে। আর এরকম অ্যাপ গুলো আপনি চাইলে ও ট্যাপ করে ধরে রেখে আনইন্সটল করতে পারেন না। তাহলে, এমন পরিস্থিতিতে আপনার মাথায় প্রশ্ন আসে যে, এসব প্রি ইন্সটল থাকা অ্যাপসগুলো কী চাইলেও ডিলিট করা যাবে না?

অ্যান্ড্রয়েড মোবাইলে Pre-installed থাকা অনেক অ্যাপ আপনি আনইন্সটল করতে সক্ষম হবেন। এক্ষেত্রে সেসব আপনার ডিভাইসের যতটা জায়গা দখল করেছিল, সে জায়গা ফাঁকা হবে। তবে আপনার ফোনে থাকা বেশিরভাগ অ্যাপ সরাসরি আনইন্সটল করা যায় না, যেগুলোকে আপনি Disable করে রাখতে পারেন।

এগুলো বিশেষ করে সে সমস্ত, যেগুলো আপনি ফোন কেনার সময় ডিফল্টভাবে আপনার ফোনে ইন্সটল থাকে। এসব অ্যাপ গুলোর মধ্যে হতে পারে Built-in Gaming Apps, Tool Apps, Step Tracking Apps ইত্যাদি।

আপনি যদি এসব অ্যাপস গুলোকে Disable করে দেন, তাহলে সেগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ হবে এবং ফোনের স্টোরেজে Cache Files তৈরি করবে না। আর এর ফলে আপনি অ্যাপ গুলোতে আর কোন আপডেটও পাবেন না, যার ফলে আপনার Internal Storage ফাঁকা রাখা যাবে।

একটি অ্যাপ Disable করার জন্য সেই অ্যাপটির উপর ক্লিক করে ধরে রাখুন। তারপর আপনি সেখানেই Disable অপশন পেতে পারেন। আর কোন কোন মোবাইলের ক্ষেত্রে আপনাকে App Info অপশনে যেতে হবে।

App Info অপশন

এরপর এখানে থাকা Disable অপশনে ক্লিক করে অ্যাপসটি Disable করে দিন।

অব্যবহ্যত অ্যাপ Disable করুন

আপনার ফোনে থাকা এ ধরনের অ্যাপসগুলো চেক করুন, যেগুলো আপনি এই মুহূর্তে ব্যবহার করছেন না। আর আপনার ফোনে যদি বার বার Storage Space Running Out এর মতো সমস্যা দেখা দেয়, তাহলে অন্যান্য টিপস গুলো ফলো করার পাশাপাশি এটিও অনুসরণ করুন। যা আপনার মোবাইলের ফোন মেমোরি দ্রুত ফুল হয়ে যাওয়ার মত সমস্যার সমাধান করতে পারে।

৫. Storage Space Running Out সমস্যার সমাধানের জন্য Cache ক্লিয়ার করুন

Cache ক্লিয়ার করুন

একটি ডিভাইসে এজন্যই Cache ডেটা সংরক্ষণ করা হয়, যাতে করে ভবিষ্যতে একই অনুরোধের জন্য বারবার ডেটাকে প্রসেস করতে না হয়। এক্ষেত্রে, সার্ভার থেকে ডেটা লোড করার সময় বেঁচে যায় এবং একজন ব্যবহারকারী দ্রুত সেই বিষয়টি লোড করতে পারে।

আর এজন্যই, বিভিন্ন ব্রাউজিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলোতে Cache জমা হতে থাকে। আর একটা পর্যায়ে, এই Cache এর পরিমাণ কয়েকশো মেগাবাইট পর্যন্ত হয়ে যায়। এভাবে করে যদি আপনার ডিভাইসে কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়া, গেমিং এবং ব্রাউজার অ্যাপ ইন্সটল করা থাকে, তাহলে সেগুলো আপনার ডিভাইসে অনেক পরিমাণ জায়গা Cache ডেটার জন্য খরচ করবে।

কিন্তু, ক্যাশে এমন অনেক ডেটা থাকতে পারে, যেসব ডেটা ধরে রাখা আপনার জন্য প্রয়োজন নয়। তাই আপনাকে প্রত্যেকটি অ্যাপের Cache চেক করে দেখা উচিত।

১. উদাহরণস্বরূপ, আপনি যদি ব্রাউজারের Cache ক্লিয়ার করতে চান, তাহলে এই অ্যাপসটির Cache ক্লিয়ার করার জন্য ব্রাউজারের Settings অপশনে যান এবং Clear History বা Clear Browsing Data অপশনে ট্যাপ করুন।

২. গুগল ক্রোম এর Cache ডিলিট করার জন্য অ্যাপের উপরের থ্রি ডট আইকনে ক্লিক করুন। তারপর, Settings > Privacy and security > Clear browsing data অপশনে যান।

 

Clear Browsing Data অপশন

৩. এখান থেকে আপনি খুব সহজেই আপনার ব্রাউজারের Cache ছাড়াও Browsing History এবং Cookies and Site Data এর তথ্যগুলো মুছে দিতে পারবেন।

ব্রাউজারের Cache ডিলিট

৪. আর আপনি চাইলে এখান থেকে Time Range সিলেক্ট করে All Time এর Cache ছাড়াও Browsing History এবং Cookies and Site Data এর তথ্যগুলো ডিলিট করতে পারেন।

Cache, Browsing History এবং Cookies and Site Data এর তথ্যগুলো ডিলিট করে Internal Storage ফাঁকা করুন

এখন আপনি একইভাবে আপনার মোবাইলে ইন্সটল থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে সমস্ত অ্যাপস গুলোর Cache চেক করুন, সেগুলো অতিরিক্ত জায়গা দখল করে রয়েছে কিনা। আপনি যেসব আপনি নিয়মিত ব্যবহার করেন, যেমন Facebook YouTube, Snapchat এবং Instagram এর মত অ্যাপ গুলোর Cache ডিলিট করার প্রয়োজন নেই। কারণ, এসব অ্যাপ গুলো Cache জমা করে রাখার মাধ্যমে আপনার ইউজার এক্সপেরিয়েন্স আরো বাড়িয়ে দেয়।

তবে, আপনার মোবাইলের অন্যান্য ফাইল গুলো ডিলিট করার পরেও যদি Internal Storage Full থেকেই যায়, তাহলে Storage Space Running Out সমস্যার সমাধান করার জন্য অ্যাপ গুলোর Cache ফাইল ডিলিট করতে পারেন।

৫. অন্যান্য অ্যাপস গুলোর Cache ফাইল ডিলিট করার সহজ উপায় হল, অ্যাপসটিতে ট্যাপ করে ধরে থাকুন এবং App Info অপশনে যান।

ক্যাশ ফাইল ডিলিট করার জন্য App Info অপশনে যান

৬. এরপর, Stroage অপশনে ক্লিক করুন।

অ্যাপের ক্যাশ ক্লিয়ার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করার সেটিংস

৭. তারপর, Clear Cache অপশনে ক্লিক করে ফোন মেমোরি ক্লিয়ার করুন।

Clear Cache অপশনে ক্লিক করে ফোন মেমোরি ক্লিয়ার

এই ট্রিক্সস টি কাজে লাগিয়ে আপনি আপনার মোবাইলে ইন্সটল থাকা অনেক অব্যবহৃত অ্যাপ গুলোর Cache ফাইল ক্লিয়ার করে ফোন মেমোরি যথেষ্ট ফাঁকা করতে পারবেন।

৬. আপনার ফোন মেমোরিতে থাকা অপ্রয়োজনীয় ফাইল চেক করুন

ফোন মেমোরিতে থাকা অপ্রয়োজনীয় ফাইল চেক করে ডিলিট করুন

আপনার ফোনের Internal Storage এ অনেক Miscellaneous Files বা অবাঞ্ছিত ফাইল থাকতে পারে, যেগুলো আপনার জন্য কোন উপকারে আসে না। এ ধরনের ফাইলগুলো মূলত বিভিন্ন অ্যাপ বা অপারেটিং সিস্টেম এর সাথে সম্পর্কিত হতে পারে। আর এ কারণে যদিও আপনার এ ধরনের সমস্ত ফাইল ডিলিট করা উচিত নয়, কারণ এতে করে আপনার ফোনের বিভিন্ন অ্যাপের ডেটা মুছে যেতে পারে।

এর পরিবর্তে আপনি ফাইলগুলো ম্যানুয়ালি চেক করে দেখুন এবং যেসব ফাইলগুলো আপনার আর প্রয়োজন নেই, সেগুলো সিলেক্ট করে ডিলিট করুন। বিশেষ করে, যেসব অ্যাপ আপনি পূর্বে আনইন্সটল করেছেন, কিন্তু সেগুলোর ফাইল এখনো ফোন মেমোরিতে জমা হয়ে রয়েছে, সেগুলো বেছে বেছে ডিলিট করে দিন।

আপনার ফোনের Internal Storage এ জমা হওয়া Miscellaneous Files গুলো বছরের পর বছর ধরে জমা হতে থাকলে, এটি প্রচুর ডেটা তৈরি করে। তাই আপনার প্রয়োজন নেই এমন ফাইলগুলো Internal Storage থেকে মুছে ফেলুন। যা আপনার ধারণা চেয়েও বেশি Stroage Space Free করতে পারে। আর এর মাধ্যমে আপনার ফোনের Storage Space Running Out সমস্যার ও সমাধান হতে পারে।

শেষ কথা

একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা প্রায়ই Internal Storage Full হয়ে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হই। আর এর ফলে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল দেওয়ার সময় Internal Storage Free Up করার জন্য বলে এবং সেইসাথে মোবাইলেও Storage Space Running Out নোটিফিকেশন শো করে।

আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি Full হয়ে যায়, তাহলে কোন অ্যাপস ই সঠিকভাবে কাজ করতে পারেনা। কেননা, প্রত্যেকটি অ্যাপ রানিং হওয়ার জন্য Internal Storage এর রিসোর্স ব্যবহার করে থাকে। তাই, আপনার ফোনের যদি ফোন মেমোরি ফুল হয়ে যাওয়া সমস্যা নিয়ে ক্রমাগত হতাশ হয়ে পড়েন, তাহলে আজকের আলোচনা করা টিপসগুলো অনুসরণ করুন। এর মাধ্যমে আপনি পুরনো ও অবাঞ্ছিত ডেটাগুলোকে মুছে দিয়ে আপনার ফোন মেমোরি কে যথেষ্ট খালি করতে পারবেন।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস