সম্প্রতি গুগল প্লাস তাদের নতুন সংযোজন গুগল প্লাস ব্যাজ উন্মুক্ত করেছে। গুগল প্লাস ব্যাজ আসলে গুগল ফলোয়ারের এবং ফেসবুক লাইক বক্সের মত এখান থেকে যে কোন গুগল প্লাস ব্যাবহার কারি এক ক্লিকেই আপনার সাইট পেজ কে তাদের সার্কেলে যোগ করে নিতে পারবে এবং সাথে সাথে +১ যুক্ত করতে পারবে। আমি আশা করি আপনার সাইটে গুগল প্লাস ব্যাজ, ফেসবুকের লাইক বক্সের চেয়ে বেশি কাজে দেবে।
গুগল প্লাস ব্যাজ প্লাটফর্ম এখন শুধু মাত্র প্রাকদর্শন(Preview) গ্রুপের জন্য উন্মুক্ত করেছে।
যেভাবে আপনার ওয়েবসাইটে গুগল প্লাস ব্যাজ যুক্ত করবেনঃ
প্রথমে গুগল প্লাসের প্রাকদর্শন(Preview) গ্রুপের জন্য সাইন আপ করুন
এর পর এই লিঙ্ক টিতে যান
এখনি আপনার সাইটে লাগিয়ে নিন গুগল প্লাস ব্যাজ
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
খুব সুন্দর হয়েছে।আমার ব্লগেরও একটা লাগাতে হবে