Windows 11 এ যাচাই করুন আপনার RAM, RAMএর স্পীড এবং ধরন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

Windows 11 চালিত পিসির জন্য RAM বা সিস্টেম মেমোরি কেমন সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ র‍্যাম কম হলে পিসি স্লো কাজ করতে পারে। তাই Windows 11 এর ক্ষেত্রে বেশি র‍্যাম প্রয়োজন, আবার র‍্যামের স্পীড কেমন সেটাও ম্যাটার করে। তো আজকের এই টিউনে আমরা জানব কীভাবে আপনার পিসির র‍্যাম চেক করবেন, স্পীড কেমন এবং কী ধরনের র‍্যাম তা যাচাই করবেন।

RAM এর পরিমাণ জানা

আপনার পিসিতে কত সাইজের র‍্যাম আছে এটা জানতে আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং ওপেন করার জন্য Win+i প্রেস করুন। অথবা স্টার্ট ম্যানু থেকেও যেতে পারেন।

System এ ক্লিক করে About সিলেক্ট করুন।

এখানে আপনি পিসির বিস্তারিত তথ্য দেখতে পাবেন। চাইলে নির্দিষ্ট ইনফরমেশন Copy তে ক্লিক করে কারো কাছে শেয়ারও করতে পারবেন।

Installed RAM এ আপনি দেখতে পারবেন আপনার পিসিতে কত জিবি র‍্যাম রয়েছে৷

RAM এর ধরন এবং স্পীড কীভাবে যাচাই করবেন

আপনি যদি র‍্যাম আপগ্রেড করতে চান তাহলে আপনাকে র‍্যামের স্পীড এবং ধরন সম্পর্কে জানতে হবে। Task Manager থেকে এটা সহজেই বের করা যায়। টাস্কবারে রাইট ক্লিক করে Task Manager এ ক্লিক করুন।

Performance বাটনে ক্লিক করে Memory সিলেক্ট করুন।

এই স্ক্রিনের উপরে ডান পাশে রয়েছে RAM এর পরিমাণ। স্ক্রিনশটে নির্দেশিত অংশে জানতে পারবেন আপনার র‍্যামের স্পীড। স্পীড কেমন এটার উপর আপনার র‍্যামের ধরন নির্ভর করবে। অনেক পিসিতে র‍্যামের স্পীড নাও দেখাতে পারে যেমন আমার পিসিতে দেখাচ্ছে না।

আপনি চাইলে জানতে পারবেন আপনার পিসিতে র‍্যাম স্লট কয়টা। কোন স্লটে কত জিবি র‍্যাম লাগনো আছে। এটা জানতে Slots used এর পাশে স্লট এবং র‍্যামের পরিমাণে মাউস হোবার করতে হবে। এভাবে আপনি বাস স্পিডও দেখতে পারবেন।

শেষ কথা

আপনার পিসিতে Windows 11 ভাল মত কাজ না করলে আপনি র‍্যাম আপগ্রেড করতে পারেন। তবে আপগ্রেডের আগে অবশ্যই আপনার র‍্যামের ধরন বা স্পীড দেখে নিতে হবে। আশা করছি এই টিউনের মাধ্যমে আপনি এখন এটা যাচাই করতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস