আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
আজকের এই টিউনে আমরা সেরা কিছু মড অ্যাপ (Mod App) নিয়ে আলোচনা করব যেগুলো আপনি নন-রুট ফোনেও ব্যবহার করতে পারেন। কিছু অ্যাপ সরাসরি ইন্সটল করা যাবে কিছু অ্যাপ এর জন্য আপনার LS Patch প্রয়োজন হবে।
আমরা জানি ফেসবুক সহ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপে অটো ট্রান্সলেশন অপশন থাকে। যেকোনো ভাষার Post ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়৷ আপনি যদি সব অ্যাপে এই সুবিধা পেতে চান তাহলে ব্যবহার করতে পারেন AllTrans। সব ধরনের অ্যাপের সব লেখা এটি যেকোনো ভাষায় অনুবাদ করতে পারবে।
অ্যাপটি ওপেন করুন। নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে ভাষা সিলেক্ট করে দিন।
সব অ্যাপে ভাল কাজ করবে না। সর্বোচ্চ ফলাফল পেতে Agrresive Mode এবং Long অপশন দুটি এনেবল করে রাখুন।
ডাউনলোড লিংক @ AllTrans
আমরা কখনো কখনো স্ক্রিন ল্যান্ডস্কেপ মুডে দেখতে ভালবাসি। ফোনে ডিফল্ট ভাবে স্ক্রিন রুটেশন অপশন থাকলেও সব অ্যাপ এর ক্ষেত্রে এটি সঠিক ভাবে কাজ করে না। কোন চিন্তা নাই, এখন থেকে প্রায় অ্যাপ এর অরিয়েন্টেশন সেট করতে পারবেন ইচ্ছে মতো Orange অ্যাপ দিয়ে।
অ্যাপটি ওপেন করুন এবং নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে ইচ্ছেমত অরিয়েন্টেশন বাছাই করে দিন।
ডাউনলোড লিংক @ Orange
ইন্সটাগ্রামে এনেবল করতে পারেন ডেভেলপার মুড। ইন্সটগ্রামকে ইচ্ছেমত কাস্টমাইজড করতে সাহায্য করবে সেই ডেভেলপার অপশন। ইন্সটাগ্রামে এই অপশনটি পেতে সাহায্য করবে IGExperiment।
অ্যাপটি ইন্সটল করুন, ওপেন করে কম্পিটিবল Instagram ডাউনলোড করুন। ডাউনলোড করা ইন্সটাগ্রামটি LS patch দিয়ে প্যাচ করে ইন্সটাগ্রাম ওপেন করুন। হোম বাটনে ট্যাপ করে ধরে রাখলে ডেভেলপার অপশন গুলো আপনি পেয়ে যাবেন।
ডাউনলোড লিংক @ IGExperiments
আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে এডভান্সড সব ফিচার ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে Messager মড অ্যাপ (Mod App) Messanger Pro। মেসেজ লেখতে পারবেন Bold, italic, Underline ফরমেটে। চাইলে আপনার টাইপিং ও অন্য পাশে দেখানো বন্ধ করতে পারবেন। আর এই সব ফিচার পাবেন একটা ফ্লডিং ম্যানুর মাধ্যমে। ডান পাশে সোয়াপ করলে আপনি এই ম্যানুটা পেয়ে যাবেন এবং সেখানে বিভিন্ন ফিচার অপশন পাওয়া যাবে।
অ্যাপটি এনেবল করতে প্রথমে ফোনে থাকা আগের মেসেঞ্জার রিমুভ করে লিংকের Messenger Pro ইন্সটল করুন, লগইন করুন। এবার mpro.apk অ্যাপটি ইন্সটল করে LSPosed এ এটা এনেবল করুন। মেসেঞ্জার রিওপেন করে পেয়ে যান দারুণ ফিচার।
ডাউনলোড লিংক @ Messanger Pro
মেসেঞ্জারের আরেকটি দারুণ মড অ্যাপ (Mod App) হচ্ছে Chat Head Enabler। মেসেঞ্জারের চ্যাট হেড থেকে এটা কিছুটা ভিন্ন ভাবে রিসেন্ট মেসেজ গুলো শো করবে। এই অ্যাপ দিয়ে আপনি শুধু মেসেঞ্জার নয় সব অ্যাপেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপ ব্যবহারের জন্য আপনাকে প্রথমে MRVPatchManager অ্যাপ ইন্সটল করতে হবে। MRVPatchManager অ্যাপটি ওপেন করে প্রথমে Chat Head Enabler ইন্সটল করুন।
এবার মেসেঞ্জার প্যাচ করে ইন্সটল করুন, আগের মেসেঞ্জারটি আনইন্সটল করে এই ধাপটি ফলো করুন।
ডাউনলোড লিংক @ MRVPatchManager
আপনার ফোনের কনট্যাক্স ম্যানুতে নতুন অপশন যোগ করতে চান? হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন আপনি চাইলে Undo নামে দারুণ একটি অপশন যোগ করতে পারবেন কনট্যাক্স ম্যানুতে। স্বাভাবিক ভাবে Cut, Copy, paste অপশন গুলো থাকে এখন আপনি Undo/Redo ও এড করতে পারবেন।
ফিচারটি এনেবল করতে আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করলেই হবে।
ডাউনলোড লিংক @ Undo
কখনো কখনো সিকিউরিটির কারণে আমরা চাইলেও স্ক্রিনশট নিতে পারি না। যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সিকিউর চ্যাট বিভিন্ন ব্রাউজারের প্রাইভেট মুড ইত্যাদি ক্ষেত্রে স্ক্রিনশট নেয়া যায় না। স্ক্রিনশট নিতে সাহায্য করতে পারে।
এই অ্যাপটি ইন্সটল করলেই হবে। প্রায় সব জায়গার স্ক্রিনশট নিতে পারবেন, এটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন Netflix এর ক্ষেত্রেও কাজ করে।
ডাউনলোড লিংক @ Xposed-Disable-FLAG_SECURE
আপনার নন-রুট ফোনের জন্য সেরা মড অ্যাপ (Mod App) হচ্ছে এগুলো। অ্যাপ গুলো ইন্সটল করে নিন আর অ্যান্ড্রয়েড ফোনে নিন নতুন অভিজ্ঞতা।
তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।