আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে। এটা ঠিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে ব্যবহার করা যায় তবে এটা ব্যবহার করা সহজ নয়। এই কথার মানে হচ্ছে আপনি সহজে হয়তো AI এ এক্সেস নিতে পারবেন তবে এর থেকে সঠিক এবং কার্যকরী ফলাফল বের করে আনা এতটা সহজ নয়।
এত দিনে হয়তো আপনি একটা বিষয় বুঝতে পেরেছেন সঠিক ভাবে Prompt দিতে না পারলে AI থেকে সঠিকও কার্যকর ফলাফল পাওয়া যায় না। আবার সব ক্ষেত্রে AI শতভাগ সঠিক ফলাফল দিতেও পারে না। তো আজকের টিউনে আমরা AI এর Do and Don't নিয়ে আলোচনা করব। জানার চেষ্টা করব AI দিয়ে আপনি কী করবেন কী করবেন না।
বাস্তবিক উত্তরের জন্য চ্যাটবট না ব্যবহার করাই ভাল। গুগল উইকিপিডিয়া হয়তো সব সময় নির্ভুল উত্তর দিতে পারে না তবে এগুলো বিভিন্ন চ্যাটবট থেকে ভাল। বিস্তারিত বিষয় জানতে গুগল এবং উইকিপিডিয়া ভাল কাজ করে, এসব ক্ষেত্রে চ্যাটবট এভারেজ উত্তর দিতে অথবা ভুল উত্তরও দিতে পারে। তাছাড়া গুগলে নির্দিষ্ট বিষয় সার্চ করলে অনেক সোর্স থেকে ইনফরমেশন পাওয়া যায়, চ্যাটবটে এই ব্যবস্থা থাকে না।
সুতরাং বাস্তবিক উত্তর খুঁজতে চ্যাটবট নয় বরং গুগল অথবা উইকিপিডিয়ার মত প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করুন।
বিভিন্ন পার্টি প্ল্যান ও ব্রেন স্ট্রোমিং এর ক্ষেত্রে চ্যাটবট ব্যবহার করতে পারেন। আপনার বন্ধুর বার্থডে প্ল্যান কীভাবে করতে পারেন, বিবাহ বার্ষিকীতে কী গিফট করা যায়, কীভাবে বিয়ের দাওয়াত দেয়া যেতে পারে, এসব কাজে ChatGPT ব্যবহার ফলাফল দিতে পারে।
মানুষ আগে যা লিখেছে এর বিশাল তথ্য ভাণ্ডার রয়েছে ChatGPT এর মত চ্যাটবট গুলোতে, সুতরাং ব্রেন স্ট্রোমিং চ্যাটবট উপযুক্ত হতে পারে আপনার জন্য।
চ্যাটবট ব্যবহার করে কার্যকর উত্তর পাওয়ার একটি টেকনিক হল, একটি প্রশ্নের উত্তর পেয়ে থেমে যাওয়া যাবে না। একটি প্রশ্নের পর আরেকটি প্রশ্ন করতে হবে এবং এভাবে এগিয়ে যেতে হবে। একটা সময় দেখবেন আপনি সঠিক উত্তর পেয়ে গিয়েছেন।
ধরুন আপনি প্রশ্ন করলেন কীভাবে বাচ্চাদের দাঁত ব্রাশ করতে উদ্বুদ্ধ করা যায়। চ্যাটবট কয়েকটা উপায় বলে দিল, এর মধ্যে হয়তো আছে স্টোরি টেলিং। আবার প্রশ্ন করবেন কী ধরনের স্টোরি বলা যায়। আবার প্রশ্ন করবেন স্টোরির ক্যারেক্টারের নাম গুলো কী হতে পারে এবং একটি স্টোরি সাজেশনও চাইতে পারেন।
আপনাকে আগে থেকে জানা উচিৎ কোন কোন কাজে চ্যাটবট ভাল। যেমন জটিল বিষয় বুঝাতে ChatGPT ভাল কাজ করে। ক্রিপ্টোকারেন্সির মত টপিক আপনি ভাল ভাবে বুঝতে পারবেন ChatGPT এর মাধ্যমে। বিভিন্ন রেসিপির জন্যও ChatGPT ভাল।
আপনি পারসোনালাইজড রেসিপি তৈরিতে ChatGPT এর সাহায্য নিতে পারেন সেখানে আপনি ভাল ফলাফল পাবেন।
মিল প্ল্যানিং এ ChatGPT ভাল কাজ করলেও এতে কিছু ঝামেলা থাকে যেমন এটি কখনো রেসিপির উপকরণ সাজেশনে ভুল করতে পারে, কোন জরুরি উপকরণ বাদ দিতে পারে। বলা যায় পারসোনালাইজড রেসিপি তৈরিতে ভাল কাজ করে ChatGPT।
আমরা জানি চ্যাটবট দিয়েও কোডিং করা যায়, তাই বলে অবশ্যই বড় কোন কাজে চ্যাট বটের কোডিং নিয়ে সন্তুষ্ট থাকবেন না। হ্যা, কোডিং আপনাকে চ্যাটবট গুলো সাহায্য করতে পারে।
এমন হতেই পারে দীর্ঘ সময় চেষ্টা করেও ভাল কোন উত্তর বা মন মতো সাজেশন পাচ্ছেন না এতে আশাহত হওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে এটা একটা মেশিন এবং এর কিছু সীমাবদ্ধতা থাকবেই। প্রযুক্তি চ্যাটবট গুলোকে হয়তো পারফেক্ট করেছে কিন্তু সব কিছুর জন্য এখনো এগুলোকে সেরা করতে পারে নি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবলই একটি প্রযুক্তি, এর নেই কোন ইমোশন বা মানুষের মত বুঝার শক্তি বা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আর তাই এর থেকে অনেক বেশি কিছু আশা করা যাবে না। আসছে দিন গুলোতে হয়তো AI আরও স্মার্ট এবং কার্যকরী হয়ে উঠবে, ততদিন আপনাকে কিছু বিষয় মেনে নিয়েই এগুলো ব্যবহার করতে হবে।
তো আজকে এ পর্যন্তই, কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।