এডসেন্স থেকে পিন না পেলে কি করবেন?

যারা এডসেন্স ব্যবহার করেন তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। তবুও শেয়ার করছি।

এডসেন্সে প্রথম ১০ ডলার পূরণ হবার পর গুগল থেকে আপনার ঠিকানায় পিন নম্বর পাঠাবে যা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।চিঠি টি নরম্যাল ডাকে আসে, তাই ২৫ দিনের ভেতর আসার কথা থাকলেও আসতে ৩-৪ মাস লেগে যায়।অনেক সময় আসেই না (আমারটা)! আপনি মোট তিন বার এই পিনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা কথা, প্রথম পিন ইস্যু হবার ৪ মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্ট থেকে এড দেখানো বন্ধ হয়ে যাবে। আর পিন ইস্যু হবার ৬ মাসের মধ্যে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।

তাহলে ৩য় বার আবেদন করেও পিন না পেলে কি করবেন?

তখন গুগল আপনাকে ফরম পূরণ করতে বলবে যেখানে আপনাকে আপনার নাম (এডসেন্সে ঠিক যেটা দিয়েছেন), পাব্লিশার আইডি (উপরে ডান কোনায় পাবেন) এবং জাতীয় পরিচয় পত্রের বা ব্যাঙ্ক স্টেটমেন্টের(ব্যাংক অ্যাকাউন্টের নাম এডসেন্সে ব্যবহার করা নামের অনুরূপ হতে হবে) বা ইলেক্ট্রিসিটি বিলের স্কান করা ইমেজ চাইবে।

আমি তাদের কথামত ফরম পূরন করে শুধু জাতীয় পরিচয় পত্রের স্কান করা ইমেজ আপলোড করলাম। গুগল আমাকে ৩ ঘন্টার মধ্যে ইমেল করে জানালো যে আমার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে গেছে। আর পিন ভেরিফিকেশনের দরকার নেই।

এরপর আমি ট্যাক্স ইনফরমেশনের প্রশ্ন গুলোর জবাব দিয়ে পেমেন্ট হোল্ড থেকে মুক্তি পেলাম।

কোনো প্রশ্ন থাকলে করবেন... যতটুকু পারি চেষ্টা করব।

Level 0

আমি হিমাংসু বর্মন হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং শিখছি...............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পিন আসতে আসতে একাউন্ট ডিজাবল হয়ে গেছে। পিন পেয়ে কোন কাজে আসলো না । তথ্যর জন্য ধন্যবাদ।

Bidvertiser add দিয়েছি কিন্তু কোন ডলার জমা হচ্ছে না । পরে এড উঠিয়ে দিয়েছি। সমস্যা কি বুঝতে পারছিনা।

bidvertiser e amaro account ase,,amaro dollar joma hoy na. oder mail korsilam, ora bollo 1 month por full dollar show korbe.

this is beneficial post for me, thanks writer.

আমি তো ১ বছর হল অ্যাকাউন্ট করছি। কোন পিন আসে নাই। এখন অ্যাড দেখানো বন্ধ আছে।কি করবও?

Level 0

ভাই, হিমু
আমার গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে এ্যাডসেন্স এপ্রুবাল করা হয় এবং অনলাইন আরনিং সম্পর্কে তেমন গেয়ান না থাকায় কোন আহামরি আরনিং ও করতে পারিনাই। প্রতি মাসে ২/৪ ডলার করে আরনিং হতে থাকে। এমতাবস্তায় গত মাস থেকে আমার এ্যাড সো হিতেছেনা। আমি লেখা পরার দিক থেকে খুব উচ্চ মানের হওয়ায় (টি,টি,ই,পি=টাইনা টুইনা এইট পাশ) তেমন কোন সমাধান ও বের করতে পারিনাই মনে মনে ভাবছিলাম গগুল মামা মনে হয় আমার (টি,টি,ই,পি) সংবাদটা জেনে গেছে মেইল এ ও তেমন কোন শতর্ক বানি বা ধমকি ধামকি দেয় নাই আমি গাজিপুরের জঙ্গলে অর্থাৎ গাজিপুর থাকি জিপি ইউস করি তাসারা আর কোন উপায় নাই। আর এমন কোন অকাম ও করিনাই যে বন্ধ করে দেবে সুধু ২/৩টা ব্লগস্পট সাইটে অ্যাড দিছি। http://www.hellomydeardarling.blogspot.com, http://www.hayfollowme.blogspot.com কারন এ ছাড়া আর কিছুইত পরিনা। তাই এখানের নেটের অবস্তা আমার মতই সাস্ত খারাপ ১টা মেইল চেক করতে ৪/৫ মিনিট লেগে জায়। আজ আপনার পোস্টটা পরে এ্যাডসেন্স সাইন ইন করলাম। দেখি ওরা আমার পেমেন্ট হোল্ড কইরা রাখছে ওরা বলে আমারে গত ৭/৯/২০১১ তারিখে পিন পাথাইছে কিন্তু আমিতো পাইনাই এখন কি করা জায় একটু পরামোর্স দিবেন ?
০১৫৫৮-৫৯৯৬৬৫

Level 0

স্কিনশট হলে ভাল হোত । পারলে দিবেন

Level 0

vai
adsance account varification korle ki 100 doller hole request pathate parbo? jodi pathai koi din ar moddhe asbe. adsance account disable na howar upai gula ki ki ta niye ekta tune korle valo hoto. shoje adasance kivabe pabo and ki niom mene cholle account ban hobe na sheta niye ekta tune korle khusi hobo
thanks for tune………

visit my site: http://www.mytechfuture.com/

Level 0

লেখক বা যারা জানেন – আমাদের জাতীয় পরিচয় পত্র তো বাংলায়, ওরা কি এটা গ্রহণ করে? দয়া করে জানাবেন ।

ভাই আমার ঠিকানা যেটা দেওয়া আছে ,ওখান এ ওঁই লোক আখন থাকে না। আমি কি বাংলাদেশ এর ঠিকানা দিতে পারবো????

Level 0

@দৌলত: i think nooooo