সাইটের এলেক্সা রেংক দ্রুত কমিয়ে আনার কিছু কার্যকরী হট টিপস…

জানি আপনারা সবাই ই চান যেন আপনারদের ব্লগ/সাইটের এলেক্সা রেংক টা দ্রুত কমিয়ে আনতে নতুনরা প্রায়শই কি করবেন ভেবে পান না। আর পুরাতনরাও ১ লাখের নিচে নামিয়ে আনতে হিমসিম খান তাই না ? আপনার ব্লগের এলেক্সা রেংক দ্রুত কমিয়ে আনতে চান ! আজ আমি আপনাদের ব্লগ/সাইটের এলেক্সা রেংক কমিয়ে আনার জন্য আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু হট টিপস দিবো। আশা করছি আমার আজকের এই পোস্ট টা নতুন বা পুরাতন সবারই এমন কি যারা ওডেস্কে এমন কাজ দেখেও বিড করেন না, না পারার ভয়ে তাদেরও উপকারে আসবে কারন এখানে আমি সব বিষয় গুলো ই উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই দুপুরেই পোস্ট টি পাবলিশ করার কথা থাকলেও ১ টি সাইটের ডিজাইন নিয়ে ব্যস্ত থাকায় হয়ে উঠে নাই। এই পোস্ট টা সাব্বির আলোমের অনুরোধে করছি। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক...

ব্লগ/সাইটের এলেক্সা রেংক কমিয়ে আনার হট টিপসঃ

১। এলেক্সাতে আপনার ব্লগ/সাইটি Claim করুন এবং সাইটের ডেসক্রিপশন ও কন্টাক্ট ইনফো আপডেট করুন

প্রথমেই এলেক্সাতে আপনার ব্লগ/সাইটটির URL সাবমিট করার মাধ্যমে Claim Your Site এই লিংকে ক্লিক করে ক্লেইম করুন। এখানে আপনাকে আপনার ব্লগ/সাইট টি ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন কোড সাইটে বসিয়ে অথবা ফাইল ডাউনলোড করে সাইটে আপলোডের মাধ্যমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে এখন ২য় স্টেপে এসে আপনার সাইটের যাবতীয় ডাটা (সাইটের টাইটেল, ডেসক্রিপশন, লোগো, লিসিনিং কান্ট্রি, সাইট ওউনার ইত্যাদি) এবং কন্টাক্ট ইনফো আপডেট করে দিন। ব্যাস হয়ে গেলো।

২। এলেক্সা'র Widgets গুলো সাইটে ব্যাবহার করুন

এ পর্যায়ে এলেক্সার সাইট ইনফো Widgets গুলো ব্যবহার করুন। এটি আপনাকে ভালো রেংক পেতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাহায্য করবে। তাই আপনার সাইটের ডাটা সম্বলিত Alexa Traffic Widgets আর Review Widgets ২ টি সাইটে বসিয়ে দিন।

৩। এলেক্সা টুলবার টি আপনার ব্রাউজারে ইনস্টাল করে নিন

ওয়েবমাস্টারের কাজ যারা করে তাদেরকে এলেক্সা নিয়ে মোটামুটি বেশ ভাবতে হয়। দ্রুত সাইটের রেংক বৃদ্ধিতে অনেক অনেক কার্যকরী ভূমিকা পালন করে এলেক্সার টুলবারটি এটি খুব ই গুরুত্বপূর্ণ। এই লিংক থেকে এলেক্সা টুলবারটি ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটাল করে নিন। এবং আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্যাস আপনার ব্রাউজারে এলেক্সা টুলবারটি চলে আসলো।

৪। মতামত সহ এলেক্সাতে বেশ কিছু রিভিউ দেয়ার ব্যবস্থা করুন

এলেক্সার রেংক কমিয়ে আনতে রিভিউ অনেক বড় একটা ফ্যাক্টর বলে অনেকেই মনে করেন। তাই সাইটে সম্পর্কে মানুষ জেনো রিভিউ দেয় সেই ব্যবস্থা করতে হবে। আপনার সাইটের রিভিউ দিতে পরিচিত বন্ধু-বান্ধব এবং সাইটের ভিজিটরদেরও উদ্বুদ্ধ করতে পারেন। এলেক্সা সাইটের রিভিউ দেয়ার জন্য আপনার এলেক্সাতে একাউন্ট থাকতে হবে। সরাসরি না থাকলেও কোন সমস্যা নেই আপনি আপনার ফেসবুক একাউণ্ট দিয়েই লগিন করতে পারবেন। আর পূর্বে এলেক্সা একাউণ্ট করা থাকলে ত কথাই নেই। (ফেসবুক একাউন্ট দিয়ে লগিন করে রিভিউ দিন এতে করে একাউন্ট করা না থাকলে আপনাকে নতুন করে একাউণ্ট খোলার ঝামেলা পোহাতে হবে না।)

বাস্তব অভিজ্ঞতা থেকে আরও কিছু খুবি কার্যকরী টিপসঃ

(ক) নিয়মিত পোস্টিং করুন, এটা আসলেই অনেক কাজে দেয়। আর ঠিক মতো ব্লগ/সাইটের SEO করুন কারণ ভালো ট্রাফিক এলেক্সা রেংকিং এ বহুলাংশে প্রভাব ফেলে।

(খ) পোষ্টের মাঝে ইন্টারনাল লিঙ্কিং করুন এতে করে পেজ ভিউ বাড়বে আর বাউনস রেট কমবে। আর যা দ্রুত এলেক্সা রেংক কমতে সাহায়ক হবে, কেননা এলেক্সা রেংক কমানোর ক্ষেত্রে পেজভিউ এবং বাউনস রেটকে প্রাদান্য দিয়ে থাকে।

(গ) মাঝে মাঝে এলেক্সাতে আপনার সাইটের অবস্থান নিয়ে রিভিউ লিখুন। এই রকম পোস্ট থাকলে তা অনেক কাজে দেয়। পাশাপাশি এলেক্সা টুলবার নিয়ে লিখুন এবং ব্যবহার করতে পরামর্শ দিন, এতে করে আপনার ভিজিটর রা উদ্বুদ্ধ হয়ে এলেক্সা টুলবার ব্রাউজারে ইন্সটাল করে নিবে।

(ঘ) ওয়েবমাষ্টার সংক্রান্ত সাইটের এলেক্সা দ্রুত বৃদ্ধি পায় কারন ওদের প্রায় সবার ই এলেক্সা টুলবার ব্রাউজারে ইন্সটাল করা থাকে। আর ওয়েবমাষ্টার সংক্রান্ত না হলেও অভিজ্ঞতা শেয়ারের ছলে Other’s একটা কেটাগরিতে মাঝে মাঝে ওয়েবমাষ্টার সংক্রান্ত পোস্ট করতে পারেন।

(ঙ) আরেকটা কার্যকরী টিপস দেই সেটা হচ্ছে বেশি বেশি নিজের সাইট ভিজিট করুন আর এবং ট্যাবে ওপেন করে রাখুন এতে করে Average site time বৃদ্ধি পেতে থাকবে, আর সময় পেলেই রিফ্রেস/রিলোড দিন। বিলিভ মি এটা অনেক অনেক কাজে আসে।

বাস্তব অভিজ্ঞতা থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ

(১) আমি দেখেছি যে WP ব্লগে Allow Trackbacks and Create Trackbacks ফাংশন টা এলেক্সা রেংক কমাতে হেল্প করে। এটা করা যেতে পারে।

(২) টাকা খরচ করে যদি চান রেংক কমাতে তবে এলেক্সার নিজস্ব সুবিধা Alexa Site Audit ইউজ করে দেখতে পারেন, এটা একটা SEO analysis টুলস। শুনেছি অনেক অনেক কাজ হয়, আর খরচ হবে মাত্র ১৯৯ ডলার। তবে আমার এটাতে তেমন অভিজ্ঞতা নাই... টাকা দিয়ে রেংক কমাতে হবে ! পাগলে পাইছে 😛

(৩) আপনার wp ব্লগে “Alexa redirect” Plugin ইউজ করে দেখতে পারেন, এটা অনেককেই ইউজ করতে দেখা যায়। কিন্তু আমি মনে করি এটা দিয়ে তেমন ইফেক্ট পড়ে না আর পরলেও এলেক্সা রেংক বেশি দিন স্থায়িত্ব হয় না, খুব দ্রুত ই আবার বৃদ্ধি পেতে থাকে ।

(৪) মজিলার একটা Extension আছে ReloadEvery এটা দিয়ে কাজ হয়, এটার কাজ হচ্ছে আপনার ব্লগের পেজ গুলো মিনিটে মিনিটে রিলোড দিবে। কিন্তু আমি মনে করি এডসেন্স সাইটে এমন এক্সটেনশন না ইউজ কড়াই ভালো।

(৫) এলেক্সা অটো সার্ফ সফটওয়্যার/টুলস (Upmyrank.com অথবা alexaautosurf.com) বা Alexa Booster টুলস এর মাধ্যমে চরম কাজ হয়। কিন্তু এটা প্রমানিত যে এই রেংক খুব বেশি দিন থাকেনা। এলেক্সা অটো সার্ফ সফটওয়্যার টুলস গুলো ব্লাক হ্যাট এর মধ্যে পরে বলে অনেক ওয়েবমাস্টার মন্তব্য করেন।

হুম আশা করি পোস্ট টি শুধু ব্লগার নয় ফ্রিল্যান্সারদেরও কাজে লাগবে কারন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে এমন অনেক কাজ পাওয়া যায়। কোন ব্যাপারে দ্বিমত থাকলে ব্যাক্ত করবেন। আর পোস্টটি যদি ভালো লাগে তবে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না জেনো। এবং সেটা হবে আমার সার্থকতা।

এই পোস্টটি বাংলাদেশের সর্ব প্রথম পূর্নাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ webseoguide.net এ প্রথম প্রকাশিত।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো খুব। সুমন ভাই এই alexa ranking নিয়ে আরো কিছু পোস্ট দিন।

Level 2

আপনাকে অনেক অনেক ধন্যবাদ…

ধন্যবাদ

আমার এম্নিতেই বাড়ে কমে, আস্তে আস্তেই কমুক সমস্যা নাই 😀

হে হে জনাব আমি আজই পড়েছে আপনাদের নতুন সাইটে

আমি দুই দিনে ২,৫০,০০০ এগিয়ে গেছি

ধন্যবাদ তাহের ভাই আপনার এই তথ্যবহুল টিউনের জন্য।

আর একটি জিনিষ বুঝতে পারছিনা। তা হল- আলেক্সার টুলবারটি কেন ইনস্টল করতে বলেছেন? এটি কিভাবে আমাকে সাহায্য করতে পারে? জানালে উপকৃত হতাম !!

    @Shakil Wahid: এলেক্সা টুলবার ব্রাউজারে থাকলে আপনার ভিজিটকৃত সাইটের পেজ ভিউ আরও অন্যান্য বিষয় গুলো এলেক্সা অবজার্ভ করতে পারে, আর এতে করে এলেক্সা পরিপূর্ন ধারনা পায় আপনার সাইটের বিভিন্ন ডাটা গুলো সম্পর্কে আর তখনি রেংক কমতে শুরু করে। ধন্যবাদ