কেউ গোপনে আপনার Live লোকেশন ট্র্যাক করছে না তো?

এটা কিন্তু প্রায় শোনা যায় যে আমরা কোথায় যাচ্ছি তা কেউ জেনে যাচ্ছে, তার মানে আপনার অজান্তে আপনাকে কেউ ট্র্যাক করছে। ট্র্যাকিং আসলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কোন না কোন অ্যাপ এর মাধ্যমে, আর অন্যটা হচ্ছে কোন একটা ডিভাইসের মাধ্যমে। আপনার অজান্তে আপনি কোথায় যাচ্ছেন মানে আপনার লাইভ লোকেশন কেউ ট্র্যাক করছে কি না সেটা কীভাবে চেক করবেন এটাই দেখাবো আজকের এই টিউনে। আজকের এই টিউন আপনি শেষ পর্যন্ত ফলো করলে খুব সহজেই বুঝতে পারবেন কেউ আপনাকে ট্র্যাকিং করছে কি না। তাই আজকের এই টিউনটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, টিউনটি শেষ পর্যন্ত ফলো করুন।

উপরে বলেছিলাম নরমালি দুই ভাবে ট্র্যাকিং করা যায়, একটা হল কোন একটা অ্যাপের মাধ্যমে আরেকটা হল ডিভাইসের মাধ্যমে। আর আমি কিন্তু এখানে ট্র্যাকিং এর বিষয়ে নরমাল মানুষের কথা বলছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছি না এটা সম্পূর্ণ আলাদা বিষয়।

এখন অ্যাপের বিষয়ে যেটি সবচেয়ে বেশি কমন, মানে যেই অ্যাপটা দিয়ে আমাদের লোকেশন ট্র্যাক করা যায় কিংবা লাইভ লোকেশন দেখা যায় এটা হলো গুগল ম্যাপস। এখন আপনার ফোনে থাকা গুগল ম্যাপ থেকে কেউ আপনার লাইভ লোকেশন দেখে নিচ্ছে কিনা সেটা কীভাবে চেক করবেন তা এখন দেখিয়ে দিচ্ছি এরপর দেখাবো কোন ডিভাইস ব্যবহার করে কেউ আপনার লোকেশন দেখে নিচ্ছে কিনা সেটা কীভাবে চেক করবেন।

গুগল ম্যাপ দিয়ে কেউ আপনার লোকেশন ট্র্যাক করছে কি না এটা কীভাবে বুঝবেন?

১. সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপ এ চলে যাবেন।

২. Google ম্যাপসের উপরে বাম দিকে দেখতে পাবেন থ্রী-মেনু বার একটি অপশন আছে, এটির উপর ট্যাপ করুন।

৩. নিচে একটি অপশন দেখতে পাবেন Location Sharing এটার উপর ক্লিক করুন।

৪. আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন শেয়ারিং করতে বলা হচ্ছে এবং এখানে কোন নাম কিংবা জিমেইল অ্যাড্রেস নেই। তার মানে আমার লোকেশন শেয়ার হচ্ছে না এবং কেউ আমার সাথে তার লোকেশনও শেয়ার করছে না।

আমি উপরে যে অপশনগুলো দেখালাম এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনার লোকেশন কেউ ট্র্যাক করছে না। এখন আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাবো আপনাদের লোকেশন যদি কেউ জিমেইল অথবা কোন ফোন নাম্বারের মাধ্যমে ট্র্যাক করে তাহলে আপনার সামনে কি শো করবে এবং কীভাবে বুঝবেন।

কেউ যদি আপনার লোকেশন ট্র্যাক করে তাহলে আপনার ফোন থেকে চেক করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. আগের মত এখন আবার আপনি আপনার গুগল ম্যাপ অ্যাপ ওপেন করবেন।

২. তারপর উপরের উপরের বাম দিকে একটি থ্রী-মেনু বার পেয়ে যাবেন এটার উপর ক্লিক করুন।

৩. তারপর নিচে Location Sharing একটি অপশন পেয়ে যাবেন এটার উপর ট্যাপ করুন।

৪. এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে একটি কন্টাক্ট নাম্বার শো করছে আপনার ক্ষেত্রে জিমেইলও শো করতে পারে। কারণ আপনাকে যদি জিমেইল দিয়ে ট্র্যাক করা হয় তাহলে এখানে জিমেইল শো করবে আর যদি কোন ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করা হয় তাহলে কন্টাক্ট কন্টাক্ট নাম্বার শো করবে। এখানে যে কন্টাক্ট নাম্বারটি শো করছে সে কিন্তু সব সময় আমার লাইভ লোকেশন দেখতে পাচ্ছে।

৫. এখন আপনার ফোনে যদি এরকম কিছু থাকে তাহলে ডান পাশে দেখতে পাবেন অন অফ করার একটি বাটন আছে এটি অফ করে দিন। তাহলে সে আর আপনার লাইভ লোকেশন দেখতে পারবে না।

এতক্ষণ তো বললাম google ম্যাপসের কাহিনি, এখন বলি ট্র্যাকিং ডিভাইস দিয়ে কেউ আপনার লোকেশন ট্র্যাকিং করছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন। এই ট্র্যাকিং ডিভাইস মূলত তৈরি করেছে অ্যাপল কয়েক বছর আগে তাদের এয়ার ট্যাগ (Air Tag) এর মাধ্যমে। এয়ার ট্যাগ (Air Tag) আপনি ব্যবহার করতে পারেন আপনার চাবির রিং এর সাথে কিংবা ব্যাগের সাথে অথবা আপনার পোষা কোন প্রাণীর গলায় ঝুলিয়ে দিতে পারেন এগুলোর লোকেশন ট্র্যাক করার জন্য অথবা এগুলো যদি হারিয়ে যায় তার লোকেশন ট্র্যাক করার জন্যই এয়ারটেক তৈরি করা হয়েছে। সেইম ভাবে এখন এরকম আরো অনেক ট্র্যাকিং ডিভাইস বের হয়েছে মার্কেটে যেগুলো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কাজ করে। এখন কেউ যদি তার এই ছোট্ট ট্র্যাকিং ডিভাইসটা আপনার ব্যাগে কিংবা আপনার গাড়িতে অথবা আপনার মোটরসাইকেলে রেখে দেয় তাহলে সে কিন্তু তার ডিভাইস থেকে আপনার লাইভ লোকেশন দেখতে পারবে। এখন আপনি কীভাবে বুঝবেন আপনার ফোন ব্যবহার করে যে আপনার সাথে অথবা আপনার আশেপাশে কোন ট্র্যাকিং ডিভাইস আছে কি না।

আপনার সাথে অথবা আপনার আশেপাশে কোন ট্র্যাকিং ডিভাইস আছে কি না এটি বুঝার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন

১. তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে।

২. সেটিংসে যাওয়ার পরে আপনাকে খুঁজে বের করতে হবে অথবা সেটিংসের সার্চ বারে সার্চ করতে Unknown trackers Alerts লিখে। তারপর এটির উপর ট্যাপ করবেন।

৩. আমার এখানে দেখতে পাচ্ছেন Allow Alerts অন করা আছে, আপনার এখানে যদি এটা অফ করা থাকে তাহলে অবশ্যই এটা অন করে রাখবেন। এটা অন করা থাকলে আপনার আশেপাশের যদি কোন ট্র্যাকিং ডিভাইস থেকে থাকে তাহলে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেটা থেকে ট্র্যাকিং অফ করার অপশনও পাবেন।

৪. এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন Manual scan তার ঠিক নিচেই দেখতে পাবেন Scan now এটার উপর ট্যাপ করলেই আপনার ফোন Scan করতে শুরু করবে যে আপনার আশেপাশে কোন ট্র্যাকিং ডিভাইস আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে শো করছে No Trackers Detective, তার মানি আমার আশেপাশে কোন ট্র্যাকিং ডিভাইস নেই।

আশাকরি, কেউ আপনাকে ট্র্যাক করছে কি না সেটা কীভাবে বুঝবেন তা আমি বোঝাতে পেরেছি। সেই সাথে আরও আশাবাদী আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে।

এতক্ষণ ধৈর্য সহকারে আজকের এই টিউন পড়ার ও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে, ততক্ষণ ভালো ও সুস্থ থাকুন।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস