আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।
আমরা বিভিন্ন কাজে কোন ফাইল যেমন ফটো এবং ভিডিও এটাচ করতে গেলে প্রায় সময়ই ফাইল সাইজ লিমিট করে আপলোড করতে বলা হয়। এই ঘটনা জিমেইলের ক্ষেত্রে হয় এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রেও হয়। আবার চাকরির কোন এপ্লিকেশনেও ছবি সাইজ নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে বলা হয়। কখনো কখনো এটা বেশ ঝামেলা তৈরি করে। ছবি ক্রপ করতে হয় এবং ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায়। ছবির রেজুলেশন ঠিক রেখে সাইজ কমানো কখনো কখনো বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠে আমাদের কাছে। এই ধরনের সমস্যার সমাধান দেবে এই টিউন।
ছবি বা ভিডিও রেজুলেশন ঠিক রেখে কমপ্রেস করার দারুণ একটি অ্যাপের সাথে আজকে আমরা পরিচিত হব। FFShare শেয়ার একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ যার মাধ্যমে আপনি, রেজুলেশন এমনকি ডাইমেনশন ঠিক রেখে ইমেজ বা ভিডিও এর সাইজ কমিয়ে নিতে পারবেন।
অ্যাপটি দিয়ে শুধু মাত্র ইমেজ এবং ভিডিও ফাইলই কেবল নয় চাইলে আপনি অডিও ফাইলও কমপ্রেস করতে পারবেন। অ্যাপটিতে রয়েছে আরও অনেক সুবিধা।
গিটহাব লিংক @ FFShare
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
Select File এ ট্যাপ করুন
ফাইল সিলেক্ট করুন।
দেখুন কমপ্রেস হয়ে গেছে।
কমপ্রেস করার সাথে সাথে আপনি ফাইলটি শেয়ার করার অপশন পেয়ে যাবেন।
ছাড়া থ্রিডটে ক্লিক করে সেটিংস এ গিয়ে আপনি কমপ্রেস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিজের মত সেট করে নিতে পারবেন যেমন ম্যাক্সিমাম ফাইল সাইজ, রেজুলেশন ইত্যাদি কেমন হবে।
দ্রুত রেজুলেশন ঠিক রেখে কোন ফাইলের সাইজ কমিয়ে নিতে দারুণ কাজ করে অ্যাপটি। ইন্টারনেটে এই কাজ করার অনেক অ্যাপ আছে তবে এই অ্যাপটি আশা করা যায় আপনার কাছে বেশি ভাল লাগবে।
তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।