Audio Share – ফোনের স্পিকারকে বানিয়ে ফেলুন পিসির স্পিকার

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

ধরুন হঠাৎ করে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপের স্পিকার নষ্ট হয়ে গেল। নতুন একটা কিনে আনাও সময় সাপেক্ষ! কি করবেন তখন? কোন চিন্তা নেই আপনার জন্য রয়েছে এই টিউনটি। আজকে এমন একটি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে ফোনকে ল্যাপটপ বা ডেক্সটপের স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন।

Audio Share কী?

Audio Share একটি ফ্রি অ্যাপ যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনকে পিসির স্পিকারে রূপান্তর করে ফেলতে পারবেন। কোন ধরনের খরচ ছাড়াই ল্যাপটপের সাউন্ড সিস্টেম পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।

অ্যাপটি ব্যবহার করতে আপনাকে ফোনে এবং পিসিতে আলাদা ভাবে দুইটি ভার্সন ইন্সটল করতে হবে এবং একই ওয়াই-ফাই এর অধীনে কানেক্ট থাকতে হবে।

Audio Share

গিটহাব লিংক @ Audio Share

Audio Share কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে অ্যাপটি আপনার পিসি এবং ফোনে ইন্সটল করুন।

পিসি ভার্সনে Host এ একটি আইপি এড্রেস দেখতে পাবেন।

ফোনের অ্যাপে একই আইপি দিন

এবার পিসিতে start Server এ ক্লিক করুন এবং ফোনের প্লে বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ হয়ে গেছে এবার চেক করুন। তবে খেয়াল রাখবেন পিসির অ্যাপটিতে Audio Endpoint অপশনটি ঠিক আছে কিনা।

শেষ কথা

বলা যায় না কখন এই অ্যাপটি আপনার কাজে লেগে যায়। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই অ্যাপটি দারুণ ভাবে কাজ করে। তো আর দেরি কেন টিউনটি বুকমার্ক করে রেখে দিন।

তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস