জনপ্রিয় ১০ টি অ্যান্ড্রয়েড অ্যাপ এর সেরা মডেড ভার্সন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

কিছু অ্যাপ আছে যা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় যেমন, টুইটার, ক্রোম, ইন্সটাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদি। কেমন হবে যদি এই অ্যাপ গুলোর মোড ভার্সন ব্যবহার করা যায়? এক কথায় অসাধারণ হবে! মোড অ্যাপ গুলোতে আপনি পাবেন বাড়তি সুবিধা, ফিচার এবং ফাংশনালিটি।

আজকের এই টিউনে আমি আলোচনা করব জনপ্রিয় কিছু অ্যাপ এর সেরা মোড ভার্সন নিয়ে।

এই টিউনের প্রথম দুটি অ্যাপ, TwiFucker, Snapenhance উভয় অ্যাপ Xposed Module এর মানে হল এই সমস্ত অ্যাপ ফোনে ইন্সটল করে রান করতে ফোনের বুটলোডার আনলক করতে হবে। সুতরাং প্রয়োজন হবে ফোন রুট করার। চিন্তার কিছু নেই আনরুটেড ফোনেও কীভাবে এই অ্যাপ গুলো ইন্সটল করবেন এটা নিয়ে টিউনের শেষে আলোচনা হবে।

১. TwiFucker

আপনি যদি টুইটার ব্যবহার করতে করতে বিরক্তবোধ করেন তাহলে আপনার জন্য রয়েছে টুইটার বা X এর মোড ভার্সন TwiFucker। নামটা অদ্ভুত শুনাতে পারে তবে এর ফিচার গুলো আপনাকে অবাক করে দিতে বাধ্য। টুইটারে যে ফিচার গুলোর কমতি ছিল সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন।

অ্যাপটি ইন্সটল করে X আইকনে ক্লিক করে আপনি অনেক নতুন নতুন ফিচার পেয়ে যাবেন। এড, প্রোমোট টুইট, সাজেস্ট একাউন্ট, ভিডিও Corsule এর মত বিরক্তিকর বিষয় গুলো আপনি রিমুভ করে দিতে পারবেন।

TwiFucker

টেলিগ্রাম লিংক @ TwiFucker

২. Snapenhance

Snapchat ইউজারদের জন্য রয়েছে SnapEnhance। এখানেও পাবেন অরিজিনাল অ্যাপ থেকে কিছু বাড়তি সুবিধা।

Snapenhance এর মাধ্যমে আপনি মেসেজ লক করতে পারবেন, ফলে মেসেজ ডিলিট হবে না, ছবি তুলার সময় টাইম লিমিট রিমুভ করতে পারবেন, এড ব্লক করতে পারবেন, স্টোরি ডাউনলোড করতে পারবেন, কাউকে না জানিয়ে তার স্টোরি দেখতে পারবেন। আরও অনেক ফিচার এই অ্যাপে ব্যবহার করা যাবে।

Snapenhance

গিটহাব লিংক @ Snapenhance

৩. Cromite

গুগল ক্রোমের সেরা মোড অ্যাপ হচ্ছে Cromite। যদিও ক্রোমের আরও অনেক মোড অ্যাপ রয়েছে তবুও Cromite এই ক্যাটাগরিতে সেরা। এই অ্যাপে গুগল ক্রোমের ব্যাসিক ফিচার গুলো তো থাকবেই সাথে অতিরিক্ত কিছুও পাবেন।

Cromite এ আপনি ট্র‍্যাকার ব্লক করতে পারবেন, এখানে পাবেন এড ব্লক ইঞ্জিন, ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে সুবিধা ইত্যাদি।

Cromite

গিটহাব লিংক @ Cromite 

৪. Instander

ইন্সটাগ্রামেরও রয়েছে মোড ভার্সন। অনেক গুলো মোড অ্যাপ এর মধ্যে সবচেয়ে ভাল হচ্ছে Instander। দেখতে অফিসিয়াল অ্যাপ এর মত হলেও এখানে আপনি অনেক বাড়তি ফিচার পেয়ে যাবেন।

Instagram এর সেরা মোড অ্যাপ Instander এ আপনি পাবেন এড ব্লকিং ফিচার, Post এবং স্টোরি ডাউনলোডের ব্যবস্থা, স্টোরি Anonymous ভাবে দেখা ইত্যাদি। হোম বাটনে কিছুক্ষণ ট্যাপ করে রাখলে পেয়ে যাবেন ডেভেলপার পেইজ।

Instander

অফিসিয়াল ওয়েবসাইট @ Instander 

৫. Nekox, Nekogram

টেলিগ্রাম অ্যাপ আমরা এখন প্রায় সবাই ইউজ করি। যদি অফিসিয়াল অ্যাপ থেকে বাড়তি সুবিধা পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে মোড ভার্সন।

Nekox এ আপনি পাবেন অনেক কাস্টমাইজ অপশন যেমন আপনি ভাইব্রেশন অফ করতে পারবেন, প্রক্সি ইউজ করতে পারবেন আরও পাবেন পাওয়ারফুল ট্রান্সলেশন টুল।

অন্য দিকে Nekogram অ্যাপটি আরও গুছানো, পাওয়া যাবে প্লেস্টোরে। এই অ্যাপে পাওয়া যাবে কাস্টম ইমুজি সুবিধা, চ্যাট এ ডাবল ট্যাপ কাস্টমাইজেশন সুবিধা, এবং আপলোড স্পীড বাড়ানোর সুবিধা।

Nekox

গিটহাব লিংক @ Nekox

Nekogram

প্লে-স্টোর লিংক @ Nekogram

৬. Vendetta

Discord এর মোড অ্যাপ থাকবে না এটা হতেই পারে না। অনেক মোড অ্যাপ রয়েছে তবে সবচেয়ে ভাল হচ্ছে Vendetta।

Vendetta এর মাধ্যমে আপনি Discord এর স্ক্রিন ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন, কমিউনিটি থেকে বানানো প্লাগ-ইন ইন্সটল করতে পারবেন। প্লাগ-ইন গুলো আপনার ইউজার এক্সপেরিয়েন্স দারুণ করবে, থিম চ্যানেলের মাধ্যমে বিভিন্ন থিম ইন্সটল করতে পারবেন ইত্যাদি।

Vendetta

গিটহাব লিংক @ Vendetta 

৭. Aurora Store

প্লে-স্টোরেরও কিন্তু মোড ভার্সন রয়েছে। সেই সমস্ত অ্যাপ স্টোর থেকে আপনি ইচ্ছেমতো অ্যাপ ইন্সটল করতে পারবেন। প্লে-টোরে এভেইলেবল নেই এমন অ্যাপও পাওয়া যাবে মোড অ্যাপ গুলোতে। প্লেস্টোরের সেরা মুড অ্যাপ হচ্ছে Aurora Store। এখান থেকে অ্যাপ ইন্সটল দিতে আপনার গুগল একাউন্টের প্রয়োজন হবে না তবে পেইড অ্যাপ ইন্সটল করতে গুগল একাউন্ট প্রয়োজন হবে।

ApkMirror অ্যাপটিও দারুণ সেখানে আপনি অনেক অ্যাপ পেয়ে যাবেন যেগুলো প্লেস্টোরেও নেই। ল্যাটেস্ট অ্যাপ গুলোও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এই স্টোরটি বেশ বিশ্বস্ত।

Aurora Store

ডাউনলোড লিংক @ Aurora Store

৮. Droid-ify

থার্ড-পার্টি অ্যাপ স্টোরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে F Droid। এখানে আপনি পাবেন মিলিয়নের বেশি অ্যাপ, রয়েছে ফ্রি অ্যাপ, ওপেন সোর্স অ্যাপ ইত্যাদি। আপনি যদি এই অ্যাপ এর মোড ভার্সন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে Droid-ify। এখানে বাড়তি অনেক সুবিধার সাথে পাবেন F droid এর সকল অ্যাপ।

Droid-ify

গিটহাব লিংক @ Droid-ify

৯. Revaned Manager

এখন কথা বলব সবার প্রিয় Revanced অ্যাপ নিয়ে। এর মাধ্যমে আপনি, Youtube, Twitter, Tiktok এর মত অ্যাপ গুলো মোড নিজেই তৈরি করতে পারবে। Youtube, Twitter এ এড মুক্ত অভিজ্ঞতা পেতে সাহায্য করবে Revanced Manager। TwiFucker এর বিকল্প অ্যাপ তৈরি করতে পারবেন এটি দিয়ে।

অ্যাপটিতে গিয়ে নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে আপনি সেটার মোড তৈরি কর‍তে পারবেন। যদি ফোন রুট করা না থাকে তাহলে, ApkMirror থেকে Apk ডাউনলোড করে আপনি সেটা মোড করে নিতে পারবেন।

Revaned Manager

অফিসিয়াল ওয়েবসাইট @ Revaned Manager

১০. Lawnchair 12

ইউজার ইন্টারফেসের জন্য অনেকের কাছে পিক্সেল ফোন গুলো পছন্দ তবে আপনি অন্য ফোনের পিক্সেলের লাঞ্চার ব্যবহার করে সেই সুবিধা নিতে পারেন। যাদের ফোন রুট করা না তারা Pixel Launcher, Lawnchair 12 অথবা Nova Launcher ব্যবহার করতে পারেন। এখানে আপনি ফ্রিতে অনেক ফিচার ব্যবহার করতে পারবেন।

আর যদি আপনার ফোন রুট করা থাকে তাহলে আপনার জন্য রয়েছে Pixel Laucher Extended, এখানে আপনি অনেক আইকন এবং ফিচার পাবেন। আরেকটি অ্যাপ আপনি ইউজ করতে পারেন আর সেটা হচ্ছে Pixel Laucher Mods

Lawnchair 12

অফিসিয়াল ওয়েবসাইট @ Lawnchair 12

Xposed Module ইন্সটল করবেন যেভাবে

চলুন দেখে নেয়া যাক কীভাবে TwiFucker, Snapenhance আনরুট ফোনে ইন্সটল করবেন,

সর্বপ্রথম আপনার ফোনে থাকা টুইটার এবং Snapchat এর অফিসিয়াল অ্যাপ গুলো আনইন্সটল করে ফেলুন। এর পর টিউনে উল্লেখিত লিংক থেকে TwiFucker, এবং Snapenhance  ডাউনলোড করে ইন্সটল করুন।

LSPatch অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।

Shizuku অ্যাপ এ যান, Authorized এ ট্যাপ করে Ls Patch এনেবল করুন।

এবার ApkMirror থেকে Snapchat এবং Twitter এর ল্যাটেস্ট অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করুন।

LS Patch এ গিয়ে প্লাস আইকনে ক্লিক করুন। ফাইল সেভ হতে একটি ফোল্ডার বানাতে হবে। ফোল্ডার ক্রিয়েট করে Select Apk from storage  এ ক্লিক করে অ্যাপ সিলেক্ট করুন।

Ls Patch  এ যান Portable এ ট্যাপ করে Embed Modules সিলেক্ট করুন

অ্যাপটিতে টিক দিয়ে Start Patch এ ক্লিক করুন

ফাইনালি Install  এ ক্লিক করে ইন্সটল করে নিন।

শেষ কথা

অফিসিয়াল অ্যাপ থেকে কিছুটা বাড়তি সুবিধা পেতে আপনি মোড অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যাপ ব্যবহারে পূর্ণ স্বাধীনতা এখানে পাওয়া যাবে। ইন্টারনেটে উল্লেখিত অ্যাপ গুলোর আরও অনেক মোড অ্যাপ আছে তবে আমি সেরা গুলোই এই টিউনে তুলে ধরার চেষ্টা করলাম।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস