AnTuTu স্কোর কী? যাচাই করুন আপনার ফোনের AnTuTu স্কোর

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।

AnTuTu স্কোর কী?

AnTuTu বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড বেঞ্চ-মার্ক অ্যাপ। এটি ডিভাইসের বিভিন্ন পার্ট টেস্ট করে ওভারঅল একটি স্কোর দেয়। এই স্কোরের উপর ভিত্তি করে ইউজার বুঝতে পারে ফোনটি কতটা শক্তিশালী। AnTuTu অ্যাপ দ্বারা এনালাইজ হবার পর প্রতিটি ডিভাইস যে স্কোর পায় তাকে বলে AnTuTu Score।

প্রতিটি টেস্টের উপর ভিত্তি করে ওভারঅল একটি স্কোর পাওয়া যায় যা দিয়ে অন্য ডিভাইসের নির্দিষ্ট একটি ডিভাইসের পারফরম্যান্স তুলনা করা যায়।

AnTuTu Benchmark

অফিসিয়াল ওয়েবসাইট @ AnTuTu Benchmark

কীভাবে AnTuTu স্কোর যাচাই করবেন?

আপনার ফোনের AnTuTu স্কোর জানতে প্রথমে ফোনে অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। চলুন দেখে নেয়া যাক কীভাবে স্কোর জানবেন,

প্রথমে AnTuTu Benchmark অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি ওপেন করে Install & Test এ ক্লিক করুন

Get From Market এ ক্লিক করুন।

ডিভাইস অনুযায়ী আপনাকে AnTuTu 3DBench lite ডাউনলোড করতে বলা হবে। আমার যেহেতু Samsung ফোন আমাকে Galaxy Store এ নিয়ে যাওয়া হয়েছে। তবে আপনি Download বাটনে ক্লিক করে অথবা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন।


ইন্সটল হয়ে গেলে আবার অ্যাপ ওপেন করে
Test Now এ ক্লিক করুন।

আপনার ডিভাইস টেস্ট শুরু হয়ে যাবে

ফাইনালি একটি স্কোর আপনি দেখতে পাবেন।

AnTuTu কীভাবে কাজ করে

আপনি যখন অ্যাপটিতে Test বাটনে ক্লিক করবেন তখন দেখবেন, এটি ফোনে হাই গ্রাফিক্স ভিডিও প্লে করছে। আর এভাবে বিভিন্ন কিছু টেস্ট করবে।

এটি আপনার ফোনের CPU, GPU, Refresh Rate, RAM, ROM রাইট, রিড সবকিছু টেস্ট করবে। আপনার ফোনটি যদি মডার্ন ফ্ল্যাগ-শিপ ফোন হয় তাহলে ৬ লাখের উপরে স্কোর থাকা উচিৎ।

শেষ কথা

আপনার ফোনের স্কোর ৬ লাখের কম হওয়ার মানে ফোনে সমস্যা আছে এমন নয়। ফোনের কনফিগারেশন অনুযায়ীই স্কোর আসবে। একই কনফিগারেশনের ফোন গুলো কেমন পারফরম্যান্স করতে পারে এটা পরিষ্কার ধারণা পেতেই সাহায্য করে AnTuTu Score।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস