শিরোনাম দেখে হয়ত এতোক্ষনে ভেবেই ফেলেছেন কীভাবে সম্ভব??
আমার উত্তর: হুমম সম্ভব। এমনকি ১মিনিট এর আগও খোলা সম্ভব। তবে এর জন্য হাত একটু স্পিডি হতে হবে।
আমরা সাধারনত Yahoo!, hotmail,Gmail এসব এ আপনাদের E-MAIL ID তৈরী করে থাকেন কিন্তু এসব Website এ Id খুলতে গেলে কিছু জামেলা থাকে যেমন আপনার আসল নাম, নকল নাম, আপনার ঠিকানা, অল্টারনেট ইমেইল, Security question, এসব এর জামেলা থাকে।
এছাড়াও এসব Website এ ক্যাপচা চ্যালেন্জ ও খুব কঠিন হয়।
কিন্তু আমার এ পদ্ধতিতে তেমন কোনো জামেলা নেই।
আসুন দেখে নেই ১মিনিটে E-mail একাউন্ট তৈরী করার উপকরন সমূহ--
১. নোকিয়ার উচ্চগতির ইন্টারনেট সম্পন্ন একটি মোবাইল ডিভাইস। যেমন-নোকিয়া ২৭০০ ক্ল্যাসিক।
২. মোবাইল এ ইন্টারনেট সংযোগ।
এবার আসল কথায় আসি-
১.প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
২. এবার দেখবেন ওইখানে E-MAIL নামে একটা অপশন আছে ওইখানে গিয়ে OK চাপুন।
৩ এবার মোবাইল ডিসপ্লেতে এরকম লেখা প্রদর্শিত হবে "Do you have any e-mail adress you want to use on your phone" এবং দুটি অপশন থাকবে "YES" & "NO" আপনি "NO" চাপুন।
৪ এবার Connect এ ক্লিক করুন। এখন নকিয়ার ovi mail এর ওয়েব পেজ আসবে ওই ওয়েবপেজ থেকে Sign up এ ক্লিক করুন।
৫. এবার আপনার কাঙ্খিত E-MAIL টি লিখুন এবং Next চাপুন।
৬. এবার PASSWORD দিন এবং Next চাপুন
৭. এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। ভয় নেই মোবাইল নাম্বার VERIFY এর কোনো জামেলা নেই।
৮. তারপর জন্মতারিখ দিন এবং Next চাপুন।
৯. এবার CAPTCHA CHALLENG বা SECURITY CHECK টা সম্পন্ন করুন।
১০.আপনার কাজ শেষ আপনি কিছুক্ষন অপেক্ষা করুন অথবা Ok চাপুন।
১১.ব্যাসসস! আপনার E-MAIL এড্রেস তৈরি। একটি কাগজে E-MAIL এড্রেস এবং PASSWORD লিখে নিন।
১২.এবার QUIT করে বেরিয়ে আসুন অখবা NEXT চেপে আপনার মোবাইল এ E-MAIL BOX সেটাপ করে নিন।[E-mail box সেটাপ না করাই ভালো]
১৩ এবার http://www.mail.ovi.com a গিয়ে sign in করুন এবং যাকে খুশি mail পাঠান।
মজার ব্যাপার হলো আপনি Yahoo! থেকেও Sign In করতে পারবেন এই ID দিয়ে।
বিঃদ্রঃ Yahoo! থেকে Sign up করাই ভালো। খুব দ্রুত কাজ করে।
আমার ১ম টিউন ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করবেন। টিটি এর সকল সদস্যদের সুস্থাতা কামনা করে টিউন শেষ করছি।
আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm
ভালো লাগলে কমেন্টস এ জানান।