আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন অথবা কয়েকটি ভিডিও ইতিমধ্যে আপলোড করে থাকেন তাহলে সেই সমস্ত ভিডিও টেক্সটে কনভার্ট করার কথা ভাবতে পারেন। বিভিন্ন কারণে ক্রিকেটাররা তাদের ভিডিও টেক্সট বা ট্রান্সক্রিপ্ট করতে চাইতে পারে।
আপনি যদি নির্দিষ্ট ভিডিও দিয়ে কোন ব্লগ লিখতে চান তাহলে সেটা টেক্সটে কনভার্ট করতে পারেন, আপনার গেমিং চ্যানেল হলে ভিডিওতে ক্যাপশন যোগ করতে পারেন যাতে ভিউয়াররা সহজে বুঝতে পারে। তাছাড়া ক্যাপশন থাকলে ফিজিক্যাল চ্যালেঞ্জড ইউজাররাও কন্টেন্ট বুঝতে পারে। অনেক কারণেই ভিডিও টেক্সটে কনভার্ট করার প্রয়োজন হতে পারে।
এই টিউনে ইউটিউব ভিডিও কীভাবে টেক্সটে কনভার্ট করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে। ৪ টি মেথড আমরা তুলে ধরব।
ভিডিওকে টেক্সটে রূপান্তর করতে ইউটিউবের রয়েছে বিল্ট-ইন ট্রান্সক্রিপশন টুল। স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ইউটিউব ওয়ার্ড ডিটেক্ট করে। একুরেসি কিছুটা লো হতে পারে তবে আপনি সেটা এডিট করতে পারবেন পরবর্তীতে।
ট্রান্সক্রিপ্ট করা ভিডিও গ্রামার চেক করে ঠিক করে নেয়া ভাল। অডিও কোয়ালিটি খারাপ হলে ইউটিউব একুরেট ভাবে ভিডিও থেকে টেক্সট এক্সট্রাক্ট করতে পারে না। .
ইউটিউবের ভিডিও দ্রুত এবং একুরেট ভাবে ট্রান্সক্রিপ্ট করার রয়েছে ভাল ভাল কিছু ট্রান্সক্রিপশন টুল। পডকাস্টের মত ভিডিও আপনি সহজের টেক্সটে কনভার্ট করতে পারবেন।
তবে এই সমস্ত টুল গুলোর মধ্যে সমস্যা হচ্ছে ভাল মানের সব গুলো টুলই পেইড। আপনাকে ভিডিও থেকে টেক্সট বের করে আনতে টাকা গুনতে হবে।
আপনি যদি ফ্রি ৪৫ মিনিট ট্রায়েলের একটি টুল ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে Temi। এখানে আপনি ৪৫ মিনিট পর্যন্ত ফ্রি ভিডিও ট্রান্সক্রিপ্ট করতে পারবেন৷
Temi ওয়েবসাইটে চলে যান এবং অডিও অথবা ভিডিও সিলেক্ট করুন।
Temi প্রসেস করা শুরু করে দেবে। আপনার ফাইল কতটা বড় এটার উপর ডিপেন্ড করবে।
ট্রান্সক্রিপশন কমপ্লিট হয়ে গেলে Temi আপনার ই-মেইল চাইবে। ই-মেইল দিলে আপনার ট্রান্সক্রিপশনটি ইমেইলে সেন্ড করা হবে।
এই সব টুল ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একুরেসি। ভয়েস ক্লিয়ার এবং নয়েজ কম থাকলে আপনি ৯০% একুরেট রেজাল্ট পাবেন।
আপনি কোন ভিডিও এডিট করার সময়েও চাইলে ট্রান্সক্রিপ্ট করতে পারেন, সব ভিডিও এডিটরেই এই ফিচারটি থাকে না তবে আপনি একটি এডিটর ব্যবহার করতে পারেন।
আপনি, VEED এর ভিডিও টু টেক্সট টুলের মাধ্যমে ইউটিউবের ভিডিও ট্রান্সক্রিপশন করতে পারেন।
VEED এর Video To Text পেজে চলে যান, Convert video to text এ ক্লিক করুন।
এখানে আপনি আপলোড অথবা ভিডিও লিংকটি দিতে পারেন
কিছুক্ষণ সময় লাগবে, Auto Subtitle সিলেক্ট করুন
ল্যাংগুয়েজ সিলেক্ট করে দিন।
পরবর্তী স্ক্রিনে আপনার সাবটাইটেল তৈরি হয়ে যাবে। এই অ্যাপটি দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন।
আপনি হয়ত জানেন না ইউটিউব ভিডিও কে অডিওতে কনভার্ট করতে Google Docs ও আপনাকে সাহায্য করতে পারে। এর রয়েছে বিল্ড-ইন টুল এখন পর্যন্ত ক্রোমিয়াম বেসড ব্রাউজার যেমন, Google Chrome এবং Microsoft Edge এ এই ফিচারটি কাজ করে।
দুই ভাবে এটি আপনি করতে পারেন। Voice Typing ফিচারটি অন করে পিসিতে ভিডিও প্লে করে দিন। স্পিকারের সাউন্ড শুনে ট্রান্সক্রিপশন শুরু হবে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে বাইরের নয়েজে কোয়ালিটি খারাপ হতে পারে।
আরেকটা কাজ করতে পারেন, নির্দিষ্ট সেটিংস করে দিলে সাউন্ড ইন্টারনালি শুনে গুগল ডকস কাজ করতে পারবে।
Windows 11, এর ক্ষেত্রে Ctrl + I প্রেস করে সেটিংস এ যান, System > Sound > All sound devices > Stereo Mix, এ এসে Allow সিলেক্ট করুন।
এবার System > Sound > Volume mixer এ গিয়ে Input device হিসেবে Stereo Mix সিলেক্ট করুন।
এর মানে হচ্ছে কম্পিউটারের যেখান থেকেই সাউন্ড তৈরি হবে সেটা সরাসরি অ্যাপে চলে যাবে।
এবার Google Doc ওপেন করুন এবং Tool থেকে Voice Typing সিলেক্ট করুন।
এবার ডকুমেন্টে মাইক আইকন দেখতে পারবেন।
এবার ভিডিও প্লে করে এই আইকনে ক্লিক করুন। ভিডিও ট্রান্সক্রিপ্ট এর সময় অন্য ট্যাবে যাওয়া যাবে না৷।
আপনি যদি স্পীকার মেথড ফলো করেন তাহলে স্পিকার মাইকের বেশি কাছেও রাখবেন না বেশি দূরেও রাখবেন না।
ফাইনাল কাজ করার আগে কয়েকবার ট্রায়েল দিয়ে দেখুন কোথায় রাখলে ভাল ফলাফল পাওয়া যাবে।
ইউটিউবের ভিডিও থেকে টেক্সট কনভার্ট করার ৪ টি মেথড নিয়ে আলোচনা করলাম। এই কাজের জন্য আপনি লোকও রাখতে পারেন এতে খরচ বেশি হয়ে যাবে সেই তুলনায় পেইড অ্যাপ ভাল হতে পারে। ফ্রিতে করতে চাইলে উপরের মেথড গুলোই আপনার জন্য সেরা হতে পারে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।