আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আজকে দারুণ কাজের ৩ টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
কোন কিছু ড্র করতে বা নোট করতে আপনি এই Wite board ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। দারুণ ব্যাপার হচ্ছে এতে আছে কোলাবোরেশান অপশন। বন্ধুরা মিলে এক সাথে আকাআকি করতে পারেন। আপনি যা ড্র করবেন অপর পাশের জনও সেটা দেখতে পাবে। এই ওয়েব সাইট ব্যবহার করতে কোন ধরনের সাইন-আপ লগ ইন এর প্রয়োজন নেই।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wite board
কোন ধরনের সাইন আপ লগইন ছাড়া বড় বড় ফাইল শেয়ার করতে ব্যবহার করতে পারেন Wormhole ওয়েবসাইট। ১০ জিবির মত ফাইলও এখন বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। কোন ধরনের ঝামেলা নেই, ফাইলটি আপলোড করুন এবং লিংকটি আপনার বন্ধুদের শেয়ার করুন। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনি ডাউনলোড এভেইলেবল রাখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wormhole
OpenAI Play Ground দারুণ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। OpenAI Play Ground টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। কোড লিখা, সামারি তৈরি করা, ইত্যাদি কাজ এই টুল দিয়ে করে ফেলা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ OpenAI Play Ground
৩ টি ওয়েবসাইটই ভিন্ন ভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে পারে। ড্র করা, ফাইল শেয়ার করা এবং লেখার কাজে আপনাকে ফ্রিতে অনেক সুবিধা দিতে পারে এই ওয়েব-টুল গুলো।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।