আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
আজকের টিউনে আমরা আলোচনা করব WhatsApp এর দারুণ ৩ টি ফিচার নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক।
ফেসবুক মেসেঞ্জারের মত এখন থেকে আপনি WhatsApp এ ওপেন করতে পারবেন Poll। কোন বিষয়ে সবার মতামত নিতে দারুণ ভাবে এই ফিচারটি আপনাকে হেল্প করবে।
মেসেজ বাটনে ক্লিক করে Poll এ ট্যাপ করে Poll ওপেন করুন।
আমরা অনেকে জানি বিভিন্ন ডকুমেন্ট যেন হারিয়ে না যায় এজন্য অন্য কোন বন্ধুকে মেসেজে দিয়ে রাখি। এখন থেকে আপনাকে আর এটি করতে হবে না। WhatsApp এ চালু হয়েছে Message Yours self ফিচার।
মেসেজ বাটনে ক্লিক করলে আপনার কন্টাক্ট এর সবার উপরেই আপনার একাউন্ট দেখতে পাবেন। এবার ইচ্ছামত নিজেকে মেসেজ করুন।
এখন থেকে আপনি WhatsApp এ কোন মেসেজ ফরওয়ার্ড করলে সেটার সাথে ক্যাপশন এড করে দিতে পারবেন। এটা করতে যেকোনো একটা মেসেজ সিলেক্ট করে Forward এ ক্লিক করুন এবং ক্যাপশন লিখে সেন্ড করুন।
WhatsApp তার ইউজারদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এই ৩ টি ফিচার আমার কাছে দারুণ লেগেছে। আশা করছি আপনার কাছেও ভাল লাগবে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।