গুগল ম্যাপের এড্রেস পরিবর্তন যেভাবে প্রাইভেসি ইস্যু বাড়াবে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আজকে, গুগলের ছোট একটা চেঞ্জ কীভাবে ইউজারের প্রাইভেসিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করব।

সম্প্রতি গুগল কিছুটা নীরবেই তাদের Google Map এর URL চেঞ্জ করেছে। যেহেতু বড় ধরনের ঘোষণা দিয়ে তারা এটি করে নি সেহেতু অনেকে এ সম্পর্কে জানে না। আবার যারা জানে তারাও এটা নিয়ে খুব বেশি চিন্তা করছে না। তো চলুন জানি কি পরিবর্তন এসেছে।

গুগল ম্যাপের এড্রেস পরিবর্তন

আগে গুগল ম্যাপের এড্রেস ছিল, https://maps.google.com এটাকে চেঞ্জ করে এখন করা হয়েছে https://www.google.com/maps। যাদের ডোমেইন হোস্টিং সম্পর্কে আইডিয়া আছে তারা কেবল বুঝবে এর প্রভাব কতটা হতে পারে। আপনাকেও একটু আইডিয়া দেয়া যাক। মুল ডোমেইনের আগে কোন কিছু যোগ করা হলে এটাকে সাব ডোমেইন বলে যেমন, maps.google.com, এটা একটা সব-ডোমেইন। এখানে মুল ডোমেইন হচ্ছে Google.com এবং সাব-ডোমেইন হচ্ছে Maps.google.com।

সাব-ডোমেইন এবং মুল ডোমেইন সম্পূর্ণ আলাদা প্রোপার্টি। সাব ডোমেইনে থাকে ভিন্ন ওয়েবসাইট, সেটার জন্য সব কিছু আলাদা ভাবে সেট করা হয়। যেমন সাব-ডোমেইনের কোন পারমিশন আপনি গ্র্যান্ড করলে সেটার খোঁজ মুল ডোমেইন পাবে না। সেই পারমিশন সাব-ডোমেইনেই থাকবে।

আবার মুল ডোমেইনের শেষে কোন কিছু এড করলে সেটা সাব ডোমেইন হয় না, সেটা হয় মুল ডোমেইনের একটি পেজ। যেমন https://www.google.com/maps, এটি একটি পেজ। তো আমরা এটি হয়তো সবাই জানি যে ওয়েবসাইটে কোন পারমিশন দিলে সেটা সব পেজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়।

এড্রেস পরিবর্তনের প্রভাব

এবার আমরা জানব এমন পরিবর্তনে কী প্রভাব পড়ছে। এমন পরিবর্তনে ইউজারদের প্রাইভেসিতে ব্যাপক প্রভাব পড়ছে। ধরুন আগে গুগলের সাব-ডোমেইন, maps.google.com এ আপনি লোকেশন এক্সেস দিলে সেটা শুধু মাত্র এই ডোমেইনেই সীমাবদ্ধ থাকতো, এখন এমনটা হবে না। https://www.google.com/maps যেহেতু একটি পেজ সেহেতু এখানে লোকেশন এক্সেস দেয়া মানে গুগলের এই ডোমেইনের সব কিছুতে লোকেশন এক্সেস দেয়া। গুগলের সব সার্ভিসেই লোকেশন এক্সেস চলে যাবে, শুধু লোকেশন এক্সেসই নয় আরও অন্য ডেটাও তাদের কাছে যাবে। আর আপনি ম্যাপ যেহেতু ব্যবহার করবেন সেহেতু লোকেশন এক্সেস না দিয়েও পারবেন না।

শেষ কথা

গুগলের এই পরিবর্তনটি ছোট হতে পারে তবে এটি তাদের বেশ দূরদর্শী একটা সিদ্ধান্ত। ইউজারের ডেটা কালেকশন নিয়ে গুগল অনেক আগে থেকেই কুখ্যাত। এত মামলার পরেও তারা নতুন নতুন পদ্ধতি বের করা নিয়েই আছে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস