ChatGPT দিয়ে তৈরি করুন SEO অপটিমাইজড কন্টেন্ট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আজকের এই টিউনে আমরা দেখব কীভাবে ChatGPT দিয়ে SEO অপটিমাইজড কন্টেন্ট তৈরি করবেন। আমরা এমন ভাবে কন্টেন্ট তৈরি করে দেখাব যেগুলো আপনি ব্লগে ব্যবহার করে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করতে পারেন। কন্টেন্ট হবে SEO অপটিমাইজ এবং হিউম্যান রিডেবল। চলুন ধাপে ধাপে কাজ গুলো দেখে নেয়া যাক,

কন্টেন্ট তৈরি করা

আমরা চাইলে সবাই ChatGPT দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি তবে যেকোনো ভাবে কন্টেন্ট তৈরি করলেই হবে না। যেমন আপনি ChatGPT কে নির্দিষ্ট টপিক দিলে এটি কন্টেন্ট তৈরি করে দেবে ঠিকই কিন্তু সেটা হিউম্যান রিডেবল হবে কিনা সেটা দেখার বিষয়। তো আমাদের এমন ভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যা দেখে মনে হবে মানুষ লিখেছে এবং পড়তে রিডারের এজন্য সহজ হবে।

কন্টেন্ট এমন ভাবে লিখার জন্য আমাদের একটি ক্রোম এক্সটেনশন লাগবে যার নাম AIPRM। এই এক্সটেনশনটিতে আগে থেকে বিভিন্ন Prompt দেয়া আছে আপনাকে শুধু আপনার প্রয়োজন অনুযায়ী টাস্ক সিলেক্ট করতে হবে। এক্সটেনশনটি ইন্সটল করে গুগলে কানেক্ট করুন এবং ChatGPT তে সাইন-ইন করুন। সম্পূর্ণ নতুন একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন।

এখানে কন্টেন্ট জেনারেট করার বিভিন্ন অপশন পেয়ে যাবেন। SEO অপটিমাইজড কন্টেন্ট তৈরি করতে আমরা তিনটি ধাপ ফলো করব,

ধাপ ১

প্রথমে একটি টাইটেল তৈরি করব। Topic এ ক্লিক করে Copywriting টপিক সিলেক্ট করুন,

 

নিচের দিকে স্ক্রুল করে Blog Post Title Generator এ ক্লিক করুন।

এবার Prompt এরিয়ায় চলে আসুন। Tone এ লেখার টোন কেমন হবে সিলেক্ট করুন, আমরা Friendly সিলেক্ট করব। Writing Style থেকে Informative সিলেক্ট করুন। ফাইনালি Prompt এ topic লিখে Enter দিন।

এখান থেকে আপনি বিভিন্ন ব্লগ টাইটেল পেয়ে যাবেন।

ধাপ ২

এই ধাপে আমরা চেক করে দেখব কোন টপিক নিয়ে বেশি গুগলে সার্চ হয়। এটা যাচাই করতে চলে যাব Google Keyword Planner এ। Discover new keyword এ গিয়ে সব গুলো টাইটেল পেস্ট করে Get result এ ক্লিক করুন। এখন আপনি জানতে পারবেন কোন টাইটেল কেমন সার্চ হয় এবং কম্পিটিশন কেমন। আমাদের এমন একটি টাইটেল সিলেক্ট করতে হবে যার সার্চ বেশি কিন্তু কম্পিটিশন কম।

ধাপ ৩

এবার কাজ হল আমাদের ঠিক করা টাইটেলটি দিয়ে কন্টেন্ট জেনারেট করব। চলে আসুন ChatGPT তে, New Chat এ ক্লিক করে Topic হিসেবে SEO সিলেক্ট করুন এবং নিচে থাকা, Human Written. এ ক্লিক করুন।

টাইটেলটি Prompt এ লিখে Enter দিন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কন্টেন্ট।

২. প্ল্যাগারিজম চেক করা

আমাদের কন্টেন্ট কতটা ইউনিক হয়েছে সেটা এখন চেক করার পালা। Dupli Checker ওয়েবসাইটে চলে যান এবং আপনার কন্টেন্ট পেস্ট করুন।

যদি ১০০% ইউনিক হয় তাহলে কাজ শেষ, তবে কোন লাইন Duplicate হলে সেটা কপি করুন এবং নিচের মত ChatGPT তে Prompt দিন,

Rewrite this sentence with 100% unique "your sentence"।

এখান থেকে ইউনিক Sentence গুলো নিয়ে ওয়েবসাইটে আপনার আগের কন্টেন্ট গুলো এডিট করে সব Duplicate লাইন ইউনিক করে দিন।

৩. কন্টেন্ট পাবলিশ করা

এবার ১০০% ইউনিক কন্টেন্ট আপনার ব্লগে পাবলিশ করুন। এটি শতভাগ SEO ফ্রেন্ডলি হল কিনা সেটা জানার জন্য একটি প্লাগইন ইন্সটল করতে হবে যার নাম RankMath। RankMath ইন্সটল করে আবার Post এডিটরে আসুন। উপরে ডান পাশে আপনি SEO Score দেখতে পাবেন। এবার আমাদের কাজ হচ্ছে এটা বাড়ানো। স্কোরে ক্লিক করুন, এখানে আপনাকে বিভিন্ন সাজেশন দেখাবে। আশাকরি আপনাদের এই বিষয় গুলোতে ধারণা আছে তাই এই টিউনটি পড়ছেন।

প্রথমে আমাদের একটি Focus Keyword দিতে হবে। এটিও আমরা ChatGPT দিয়ে বানাব। ChatGPT তে আসুন এবং নিচের মত কমান্ড দিন,

Give a focus keyword for the blog Title "Your Title"

এখান থেকে পাওয়া Focus Keyword টি Post এ পেস্ট করুন। দেখবেন স্কোর কিছুটা বেড়ে গেছে।

আমাদের একটি Meta Description লাগবে। ChatGPT তে যান, New Chat এ ক্লিক করে Topic হিসেবে Copywriting সিলেক্ট করুন এবং Meta- Title Description এ ক্লিক করুন। Prompt এ ব্লগ Post এর টাইটেল দিয়ে Enter দিন।

মেটা ডেসক্রিপশনটি Post  গিয়ে Edit Snippet এ ক্লিক করে Description এ Paste করুন।

এভাবে আপনি সব গুলো সাজেশন ফুলফিল করুন, যেমন ইমেজ যোগ করা, Table of content এড করা ইত্যাদি। সব গুলো সাজেশন ঠিক মত ফলো করলে আপনার SEO Score বেড়ে ৯৫+ হয়ে যাবে। যখন ৯৫ + হবে তখন বুঝবেন আপনার কন্টেন্ট রেডি।

৪. আগের কন্টেন্ট রিরাইট করা

আপনি উপরের নির্দেশনা অনুযায়ী চাইলে আগের কন্টেন্ট গুলোও রিরাইট করতে পারেন যেন সেগুলো SEO অপটিমাইজড হয়।

এটা করতে ChatGPT তে যান, New Chat এ ক্লিক করুন। Topic হিসেবে SEO সিলেক্ট করুন, এবং Rewrite Article এ ক্লিক করুন। prompt এ আপনার ব্লগ Post এর লিংক দিয়ে Enter দিন।

আপনার Post রিরাইট হয়ে গেলে এবার এটিকে অপটিমাইজ করতে আগের ধাপ গুলো ফলো করুন।

শেষ কথা

কন্টেন্ট রাইটিং এখন আরও সহজ করে দিতে পারে ChatGPT তবে হিউম্যান রাইটেবল কন্টেন্ট পেতে AIPRM এর গুরুত্ব অনস্বীকার্য। AI টুল গুলোতে Prompt সঠিক ভাবে দেয়াটা গুরুত্বপূর্ণ, আর এই কাজটি আমাদের করে দেবে AIPRM। আশা করছি SEO অপটিমাইজড কন্টেন্ট তৈরিতে এই টিউনটি আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর এবং কার্যকরী আর্টিকেল উপহার দেযার জন্য।