হাই রেজুলেশন ‘ভিডিও ফ্রেম’ এর স্ক্রিনসট নিবেন যেভাবে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

বিভিন্ন সময় কোন ভিডিও দেখার সময় নির্দিষ্ট কোন সিন আমরা স্ক্রিনশট নিতে চাই, সেক্ষেত্রে ডিফল্ট স্ক্রিনশট অ্যাপ ব্যবহার করি কিন্তু হাই রেজুলেশনে স্ক্রিনশট নেয়া সম্ভব হয় না। আজকে আমি দেখাব কীভাবে VLC প্লেয়ার দিয়ে হাই রেজুলেশন স্ক্রিনশট নেয়া যায়।

আপনি পিসি ইউজার হলে VLC Player এর সাথে অবশ্যই পরিচিত। সেই উইন্ডোজ XP এর সময় থেকে আমরা এই মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করে আসছি। হাই রেজুলেশন এবং বিভিন্ন ফরমেটের ভিডিও প্লে করতে অনেকের কাছেই পছন্দের একটি সফটওয়্যার হল এটি। আমরা বেশিরভাগ সময় VLC প্লেয়ারকে মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করলেও এর রয়েছে আরও অনেক ফিচার। এই টিউনে আমরা এর একটি ফিচার জানব।

আপনি হয়তো জানেন না জনপ্রিয় ভিডিও প্লেয়ার VLC দিয়ে ভিডিও স্ক্রিন রেকর্ড করা যায় এবং লোকাল ডিস্কে সেভ করা যায়।

কীভাবে VLC দিয়ে স্ক্রিনশট নেয়া যায়?

সবার প্রথম আপনার সিস্টেমে VLC ইন্সটল করা না থাকলে, VLC ডাউনলোড করে ইন্সটল করে নিন।

VLC ওপেন করুন

VLC তে আপনার পছন্দের মুভি, সিরিজ বা অন্য কোন ভিডিও ওপেন করুন। বিভিন্ন ভাবে আপনি ওপেন করতে পারেন এমনকি স্ট্রিম করারও অপশন এখানে পাবেন। অথবা চাইলে সরাসরি ফাইলে রাইট ক্লিক করেও ওপেন বা প্লে করতে পারেন।

এবার স্ক্রিনশট নেয়ার পালা। স্ক্রিনশট নেয়ার চারটি পদ্ধতি রয়েছে। তিনটি পদ্ধতি macOS এ কাজ করে। আপনি ভিডিও চলাকালীন সময়েও স্ক্রিনশট নিতে পারেন অথবা Pause করেও নিতে পারেন। ভিডিও Pause করতে স্পেসবার এ ক্লিক করুন। উইন্ডোজের ক্ষেত্রে Shift + S একসাথে প্রেস করে স্ক্রিনশট নিতে পারেন। ম্যাকে, Option + Command (⌘) + S এক সাথে প্রেস করুন।

চাইলে আপনি শর্টকাট কী চেঞ্জও করতে পারেন। ম্যাক ইউজাররা Preferences, থেকে Hotkeys ট্যাবে চলে যান, “Take video snapshot, ” এ ডাবল ক্লিক করে নতুন কী কম্বিনেশন সিলেক্ট করুন।

ম্যানু থেকেও স্ক্রিনশট নিতে পারেন। ভিডিও ওপেন করে ম্যানু থেকে Video তে ক্লিক করে Take Snapshot এ ক্লিক করুন। ম্যাকে এই অপশনটি Snapshot নামে পাবেন।

আরেকটি ওয়েতে আপনি স্ক্রিনশট নিতে পারেন। ভিডিওতে রাইট ক্লিক করুন এবং Contextual মেনু থেকে Video এরপর Take Snapshot এ ক্লিক করুন। ম্যাকে এটি থাকবে Snapshot নামে।

Windows 10 ইউজাররা চাইলে স্ক্রিনশট নেয়ার ক্ষেত্রে এডভান্সড কন্ট্রোল এনেভল করতে পারেন। ম্যানু থেকে View > Advanced Controls এ চেক করুন। নিচে বাম পাশে নতুন কিছু আইকন পাবেন, সেখান থেকে ক্যামেরা বাটনে ক্লিক করেও স্ক্রিনশট নিতে পারেন। ফ্রেম বাই ফ্রেম স্ক্রিনশট নিতে শেষ আইকনটি ব্যবহার করতে পারেন।

ফাইনালি এই স্ক্রিনশট গুলো উইন্ডোজের ক্ষেত্রে “C:\Users\[Your username]\Pictures” এ এবং macOS এর ক্ষেত্রে “~\Users\[Your username]\Pictures” এ সেভ হবে। চাইলে লোকেশন আপনি সহজেই চেঞ্জ করতে পারেন এজন্য থেকে চলে যান Preferences > Video তে এবং লোকেশন সিলেক্ট করে দিন। Preferences এ যেতে উইন্ডোজ ইউজাররা Ctrl + P প্রেস করতে পারেন এবং Mac ইউজাররা Command (⌘) + Comma (, ) প্রেস করতে পারেন।

এখান থেকে Format এ ক্লিক করে আপনি ইমেজ ফরমেটও চেঞ্জ করতে পারেন।

কীভাবে হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করবেন?

আপনি যদি ইউটিউবের ভিডিও থেকে স্ক্রিনশট নিতে চান তাহলে আপনাকে প্রথমে নির্দিষ্ট ভিডিওটি 2K ফরমেটে ডাউনলোড করে নিতে হবে। 2K ফরমেটে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক অ্যাপই ইন্টারনেটে আছে তবে আমি আপনাকে সাজেস্ট করব Open Video Downloader।

Open Video Downloader অ্যাপটি দিয়ে আপনি সহজে হাই কোয়ালিটি ইউটিউব বা যেকোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন।

Open Video Downloader

গিটহাব লিংক @ Open Video Downloader

প্রথমে লিংক থেকে Open Video Downloader সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

উইন্ডোজ ইউজার হলে সফটওয়্যারটি ওপেন করে, Microsoft Visual C+ 2010 Redistributable Package (x86) ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

বক্সে ভিডিও লিংকটি পেস্ট করে প্লাস বাটনে ক্লিক করুন, মেটাডেটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সর্বশেষ কোয়ালিটি অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে Download বাটনে ক্লিক করুন। ভিডিও ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন।

শেষ কথা

যে অপারেটিং সিস্টেমই আপনি ব্যবহার করেন না কেন VLC দিয়ে আপনি সহজেই হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি এই টিউনটি আপনাকে দারুণ ভাবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে সাহায্য করবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস