স্মার্টফোনকে করে তুলুন সুপারফাস্ট, গুরুত্বপূর্ণ ৭টি সেটিংস এবং ট্রিক্স ব্যবহার করে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 1
অনার্স ১ম বর্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর

আসসালামু আলাইকুম টেকটিউনসবাসী, আশা করছি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমার প্রথম টিউনটি নিয়ে। টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টিউনটি কী নিয়ে হতে যাচ্ছে।

 

আমাদের সবার ফোনই কয়েকমাস ব্যবহার করার পর আগের তুলনায় স্লো হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, অ্যাপ্লিকেশন রান করতে সমস্যা হয় বা অনেকগুলো অ্যাপ একসাথে চালানোর ক্ষেত্রেও সমস্যা হয়।

তাই আজকের টিউনে আলোচনা করব কিভাবে আপনার ফোনটি কোনো ল্যাগ, হ্যাং এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই কয়েকবছর পর্যন্ত খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনিও যদি এমনটা চান, তাহলে টিউনটি আপনার জন্য।

 

★একনজরে দেখে নিন আজকের টিউটোরিয়ালঃ

১.সেটিংস

২.ফোনের সাথে থাকা ক্লিনার

৩.চার্জিং টিপ্স

৪.ব্যাকগ্রাউন্ড রানিং

৫.অ্যাপ ম্যানেজমেন্ট

৬.স্টোরেজ ম্যানেজমেন্ট

৭.সিম কার্ড ম্যানেজমেন্ট এবং

৮.অতিরিক্ত কৌশল

 

চলুন বিস্তারিত টিউটোরিয়ালে চলে যাইঃ
১.সেটিংস:
Step-1: প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যান। সার্চ করুন 'Developer' লিখে।

 

'Developer Option' এ ক্লিক করুন।

Step-2: নিচের স্ক্রিনশটে দেখানো ৩টা 'Animation Scale' 1x বা 0.5x করে দিন।

Step-3: স্ক্রিনশটে চিহ্নিত অপশনটি চালু করে দিন।

কয়েকদিন কিছুটা দ্রুততম পারফরমেন্সের জন্য এটা চালু করতে পারেন কিন্তু দীর্ঘসময় ফোন ভালো রাখার জন্য আমার পরামর্শ থাকবে এই অপশনটি অন না করার।

২.ফোনের সাথে থাকা ক্লিনার:

  • ফোনের Junk files মুছে ফেলতে হবে নিয়মিত। সেইসাথে Cache গুলোও পরিষ্কার করতে হবে।

  • এক্ষেত্রে ফোনের সাথে থাকা Optimizer/Cleaner/Booster ব্যবহার করুন। প্রত্যেক ব্র্যান্ডের ফোনে নিজস্ব অপটিমাইজার থাকে।

  • ভুলেও থার্ড পার্টি কোনো ক্লিনার অ্যাপ ব্যবহার করবেন না।

৩.চার্জিং টিপ্স:

  • আপনার ফোনটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে চার্জ করার চেষ্টা করবেন।
  • ফোনে ২০% এর নিচে চার্জ থাকা অবস্থায় ব্যবহার করবেন না।

  • ৮০% অথবা ৯০% এর উপরে ফোন চার্জ করবেন না কখনো।
  • ইমার্জেন্সি ছাড়া 'Battery Saver' চালু না করার পরামর্শ রইল।
  • ভুলেও ফোন চার্জিংয়ে রেখে ব্যবহার করবেন না।

৪.ব্যাকগ্রাউন্ড রানিং:

  • যখনই ইউজ করা শেষ হবে, 'Recent Apps' থেকে অ্যাপগুলো মুছে ফেলুন।

  • Browser থেকে বের হলে ট্যাবগুলো বন্ধ করে দিন (নিচের ছবিতে চিহ্নিত)।

 

৫.অ্যাপ ম্যানেজমেন্ট:

  • অপ্রয়োজনীয় অ্যাপগুলো এখনই ডিলিট করে ফেলুন।
  • হঠাৎ প্রয়োজনে কোনো অ্যাপ ইনস্টল করলে, প্রয়োজন শেষে ডিলিট করে দিন।
  • ফাইল ট্রান্সফারের জন্য Shareit জাতীয় অ্যাপ ব্যবহার না করার পরামর্শ থাকবে।
  • সকল অ্যাপ নিয়মিত আপডেট দিয়ে নিবেন বা অটো আপডেট চালু রাখতে পারেন।
  • imo'র পরিবর্তে অন্য কোনো কলিং অ্যাপ ব্যবহার করতে পারেন, এটা ফোনের জন্য ক্ষতিকর।

  • কোনো অবস্থাতেই মডিফাইড বা থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপ ইনস্টল করবেন না।

৬.স্টোরেজ ম্যানেজমেন্ট:

  • স্টোরেজ আপনার ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট।
  • স্টোরেজ ৫০% এর বেশি যাতে খরচ না হয় সেদিকে খেয়াল রাখবেন।
  • লম্বা ভিডিওগুলো দেখা শেষে ডিলিট করে ফেলুন।
  • কিছু ফাইলকে গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে আপলোড করে রেখে দিতে পারেন, তাহলে সেগুলো যখন তখন এক্সেস করতে পারবেন আর ফাইলগুলো আপনার ফোনের স্টোরেজও খরচ করবে না।

  • অপ্রয়োজনীয় ম্যাসেজগুলো মুছে ফেলুন।
  • ভুলেও কোনো মেমোরি কার্ড বা পেনড্রাইভ ব্যবহার করবেন না ফোনে।

৭.সিম কার্ড ম্যানেজমেন্ট:

  • সিম কার্ড ফোনের ব্যবহারের অভিজ্ঞতাকে উন্নত করতে ব্যাপক ভূমিকা রাখে। বেশকিছু ফ্ল্যাগশিপ ফোন এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠিত স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড তাদের বেশিরভাগ আইফোনেই শুধুমাত্র একটি সিম কার্ডের ব্যবস্থাই চালু রেখেছে। তাই আপনিও
  • ফোনে অনেকসময় ধরে নতুনের মতো পারফরম্যান্স পাওয়ার জন্য ১টি মাত্র সিম ব্যবহার করুন।
  • সিমটি 'সিম স্লট-১' এ রেখে ব্যবহার করুন।


৮.অতিরিক্ত কৌশল:

  • আপনার ফোনটি কয়েকদিন পরপর 'Restart' করতে পারেন।

  • জরুরী প্রয়োজন ছাড়া ফোন 'Reset' করবেন না, এতে তাৎক্ষণিক দ্রুত মনে হলেও বাস্তবিকভাবে ফোনে আস্তে আস্তে সমস্যার সৃষ্টি করে।

  • অধিক সময় ধরে ব্যবহার করবেন না, কিছু নির্দিষ্ট সময় ঠিক করে নিন। প্রয়োজনে 'Digital Balance' সুবিধাটি ব্যবহার করতে পারেন, এতে অতিমাত্রায় ফোন ব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • খুব প্রয়োজন ছাড়া কাউকে আপনার ফোনটি ধরতে দেবেন না। মনে রাখবেন মোবাইল ফোন, কম্পিউটার আর ব্যাডমিন্টন ব্যাট -এগুলো এক হাতেই অনেকবছর ভালো থাকে।

 

আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ। আমার টেকটিউনস প্রোফাইল ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো টিউন আপনি মিস করে না ফেলেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাইডলাইন গুলো মেনে ফোন ব্যবহার করার পরামর্শ রইল আবারো। লেখাটি আপনার জন্য হেল্পফুল হলে জোসস দিতে পারেন। এই টিউনে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।

 

Level 1

আমি ইয়াছিন মোহাম্মদ পনির। অনার্স ১ম বর্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি ইয়াছিন মোঃ পনির। পড়ালেখা: অনার্স ১ম বর্ষ (সমাজবিজ্ঞান)। প্রযুক্তির দুনিয়ায় প্রযুক্তি নিয়ে জানতে ভালোবাসি, জানাতে ভালোবাসি, তাই লিখি। ওয়েবের উত্তম ব্যবহার প্রচারের প্রত্যয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস