আসসালামু আলাইকুম টেকটিউনসবাসী, আশা করছি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমার প্রথম টিউনটি নিয়ে। টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টিউনটি কী নিয়ে হতে যাচ্ছে।
আমাদের সবার ফোনই কয়েকমাস ব্যবহার করার পর আগের তুলনায় স্লো হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, অ্যাপ্লিকেশন রান করতে সমস্যা হয় বা অনেকগুলো অ্যাপ একসাথে চালানোর ক্ষেত্রেও সমস্যা হয়।
তাই আজকের টিউনে আলোচনা করব কিভাবে আপনার ফোনটি কোনো ল্যাগ, হ্যাং এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই কয়েকবছর পর্যন্ত খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনিও যদি এমনটা চান, তাহলে টিউনটি আপনার জন্য।
★একনজরে দেখে নিন আজকের টিউটোরিয়ালঃ
১.সেটিংস
২.ফোনের সাথে থাকা ক্লিনার
৩.চার্জিং টিপ্স
৪.ব্যাকগ্রাউন্ড রানিং
৫.অ্যাপ ম্যানেজমেন্ট
৬.স্টোরেজ ম্যানেজমেন্ট
৭.সিম কার্ড ম্যানেজমেন্ট এবং
৮.অতিরিক্ত কৌশল
চলুন বিস্তারিত টিউটোরিয়ালে চলে যাইঃ
➡১.সেটিংস:
Step-1: প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যান। সার্চ করুন 'Developer' লিখে।
'Developer Option' এ ক্লিক করুন।
Step-2: নিচের স্ক্রিনশটে দেখানো ৩টা 'Animation Scale' 1x বা 0.5x করে দিন।
Step-3: স্ক্রিনশটে চিহ্নিত অপশনটি চালু করে দিন।
কয়েকদিন কিছুটা দ্রুততম পারফরমেন্সের জন্য এটা চালু করতে পারেন কিন্তু দীর্ঘসময় ফোন ভালো রাখার জন্য আমার পরামর্শ থাকবে এই অপশনটি অন না করার।
➡২.ফোনের সাথে থাকা ক্লিনার:
➡৩.চার্জিং টিপ্স:
➡৪.ব্যাকগ্রাউন্ড রানিং:
➡৫.অ্যাপ ম্যানেজমেন্ট:
➡৬.স্টোরেজ ম্যানেজমেন্ট:
➡৭.সিম কার্ড ম্যানেজমেন্ট:
➡৮.অতিরিক্ত কৌশল:
আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী টিউনে ইনশাআল্লাহ। আমার টেকটিউনস প্রোফাইল ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো টিউন আপনি মিস করে না ফেলেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাইডলাইন গুলো মেনে ফোন ব্যবহার করার পরামর্শ রইল আবারো। লেখাটি আপনার জন্য হেল্পফুল হলে জোসস দিতে পারেন। এই টিউনে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।
আমি ইয়াছিন মোহাম্মদ পনির। অনার্স ১ম বর্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি ইয়াছিন মোঃ পনির। পড়ালেখা: অনার্স ১ম বর্ষ (সমাজবিজ্ঞান)। প্রযুক্তির দুনিয়ায় প্রযুক্তি নিয়ে জানতে ভালোবাসি, জানাতে ভালোবাসি, তাই লিখি। ওয়েবের উত্তম ব্যবহার প্রচারের প্রত্যয়ে...