আজকে আমরা খুব সহজে বাইস্কোপ এর লাইভ টিভি নিজের কাছে রেখে দিতে সক্ষম হব! যদি এই কাজটি তেমন কঠিন নয় খুবই সাধারণ, তবে যারা বাইস্কোপ সম্বন্ধে একেবারে কিছুই জানেন না, মূলত বাইস্কোপ মাই জিপি কোম্পানির একটি সার্ভিস।
আমরা কয়েকটা স্টেপ পার করে এই লাইভ টিভি নিজের করে নিতে পারব। একটু ধৈর্য ধরে সাথেই থাকুন সহজ করে বোঝানোর চেষ্টা করছি!
বাইস্কোপ প্ল্যাটফর্মের সকল প্রকার কার্টুন গুলি নিজের মতো নিজের কায়দায়, রাখার জন্য প্রথমে আমাদের একটা একাউন্ট করতে হবে।
একাউন্ট করার লিংক: https://wapkiz.com/
উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, রেজিস্ট্রেশন নামক অপশনে ক্লিক করুন
তারপর প্রয়োজনে সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করুন।
যে জিমেইল দিয়ে একাউন্ট খুলবেন সেটা ভেরিফাই করার পর লগইন করবেন আপনার একাউন্টটি।
দেখবেন আপনার একটি একাউন্টে ফ্রিতে পাঁচটি ওয়েবসাইট তৈরি করার সুযোগ তারা দিবে।
২য় Step: Bioscope এ ছোটোদের কার্টুন Channels লিংক Save করতে হবে নিজের কাছে
আমার পাঁচটি ওয়েবসাইট তৈরি করা হয়ে গিয়েছে তবে আপনি প্রয়োজন হলে করবেন। আপাতত একটি ওয়েবসাইট তৈরি করতে ইউনিক একটি নাম দিয়ে সেভ করে রাখবেন। এখন যে ওয়েবসাইট তৈরি করলেন সেখানে বেশ কিছু কাজ করতে হবে।
তাই নির্দিষ্ট ওয়েবসাইটের Panel mod অপশনে ক্লিক করলাম।
আপনার ওয়েবসাইটের সকল প্রকার কন্ট্রোল এর ভিতরে পেয়ে যাবেন। আমরা সাধারণভাবে বায়োস্কোপ লাইভ টিভি আমাদের ওয়েবসাইটে রেখে দিব। তার জন্য আমাদের প্রথমে,
Manage page অপশনে ক্লিক করবেন Then
আবার উপরের বক্সে Page সিলেক্ট করে গো অপশনে ক্লিক করবেন
তারপর পেজের নাম আপনার মনে যা আছে তাই লিখতে পারেন। আমি পেজের টাইটেলে দিয়ে দিয়েছি চাইলে ব্যবহার করতে পারেন।
তারপর আপনার পেজ সেভ করে নিবেন।
স্মরণ করিয়ে দিতে চাই বাইস্কোপ প্ল্যাটফর্মের বাচ্চাদের যে চ্যানেলগুলি রয়েছে সেগুলি সংরক্ষণকৃত লিংক নিচে দেওয়া হল!
বাইস্কোপ প্ল্যাটফর্মের বাচ্চাদের যে চ্যানেলগুলি
এখন আপনি নিচের কোড গুলি কপি করে নিন। এই কপিগুলি হচ্ছে মূল জিনিস যেখানে আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি লাইভ টিভি দেখতে পারবো।
Bioscope Kids Channel Nickelodeon By Tech Tunes
<iframe src="https://www.bioscopelive.com/channel/nickelodeon?contentUuid=3a980e48-4495-407e-b422-ad7633bae4dd&isTvod=false&bongoId=MiwkpKaws2N" name="ifram2" width="100%" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe>
Bioscope Kids Channel Nick Junior By Tech Tunes
<iframe src="https://www.bioscopelive.com/channel/nick-junior?contentUuid=565f8459-678d-4495-9aad-364bdc16dc41&isTvod=false&bongoId=S1twLA6J10J" name="ifram2" width="100%" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe>
Bioscope Kids Channel Sonic By Tech Tunes
<iframe src="https://www.bioscopelive.com/channel/sonic?contentUuid=0847a7cb-a497-4574-91fc-ee5669e40f25&isTvod=false&bongoId=LBnDcPXfoSG" name="ifram2" width="100%" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe>
এখন আপনি আপনার তৈরি করা পেজ এর manage Item অপশন ক্লিক করুন
এখানে এইচটিএমএল বা ট্যাগ কোড এই অপশন সিলেক্ট করে go অপশনে ক্লিক করুন
যে বক্স উপরে সেখানে আপনার নির্দিষ্ট টিভি চ্যানেলের কোড পেস্ট করে দিন, কোন কিছু চেঞ্জ না করে ওকে অপশনে ক্লিক করুন।
এই হচ্ছে মূল কাজ এভাবে আপনি লাইভ টিভি চ্যানেলের তিনটি চ্যানেল পেজ তৈরি করে এড করে ফেলবেন।
1. Live Tv Channel Nickelodeon Check
http://blogbd.minewap.com/site-bioscope-kids-channel-sonic.html
নিকলোডিয়ান কার্টুন চ্যানেল
2. Live Tv Channel Nick Junior Check
নিক জুনিয়র কার্টুন চ্যানেল
http://blogbd.minewap.com/site-bioscope-kids-channel-nick-junior.html
3. Live Tv Channel Sonic Check
http://blogbd.minewap.com/site-bioscope-kids-channel-sonic.html
সনিক কার্টুন চ্যানেল
এটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যাবা ফোন দিয়ে সম্ভব উপরের প্ল্যাটফর্ম দিয়ে। এমনকি পেজ তৈরি করে কোডগুলো আমার দেখানো অনুযায়ী পেস্ট করে সেট করে জাভা ফোনদিও সম্ভব হয়।
পোস্টটি সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তবুও অসুবিধা হলে টিউমেন্ট করবেন পারলে অবশ্যই সাহায্য করব (ইনশাল্লাহ)!
আমি মোহাম্মদ মুন্না। Author, TechTunes, Jashore sadar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Student!