ChatGPT এর কনভারসেশন ডাউনলোড করার সেরা ৫ টি টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

AI ওয়ার্ল্ডে ঝড় তুলা ChatGPT পাচ্ছে হিউজ ইউজার এটেনশন। কোড করা, গল্প লেখা, ইমেইলে রিপ্লাই সহ অসংখ্য কাজ মুহূর্তেই করিয়ে নেয়া যাচ্ছে মজার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে। আমরা যখন ChatGPT দিয়ে কাজ করি তখন কখনো কনভারসেশনটা কপি করার প্রয়োজন পড়ে কিন্তু ডিফল্ট ভাবে এটা করার কোন অপশন নেই। ফলে গুরুত্বপূর্ণ কোন Prompt বা তার রিপ্লাই আমরা অন্য কারো নিকট শেয়ার করতে পারি না।

তো এই সমস্যার সমাধান নিয়ে এসেছি এই টিউনে। আজকে আমরা ৫ টি সিম্পল টুল দেখব যেগুলো দিয়ে আপনি সহজে ChatGPT এর কনভারসেশন এক্সপোর্ট বা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা শেয়ার করতে পারবেন বন্ধুদের সাথে।

১. Superpower for ChatGPT

এটি ক্রোমের পাওয়ারফুল একটি এক্সটেনশন যা দিয়ে ChatGPT এর কনভারসেশন, JSON, text এবং Markdown ফরমেটে এক্সপোর্ট করা যাবে। এটা দিয়ে ChatGPT এর রেসপন্সের টোন এবং রাইটিং স্টাইলও চেঞ্জ করতে পারবেন, সার্চ হিস্ট্রি অফলাইনে সার্চ দিতে পারবেন, চ্যাট ফোল্ডারে অর্গানাইজ করতে পারবেন, লোকাল সিস্টেমের সাথে চ্যাট Sync করতে পারবেন।

ক্রোম এক্সটেনশনটি আমার ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ হয়েছে। এক্সটেনশনটি ইন্সটল করার সাথে সাথে পুরো ChatGPT তে পাবেন নতুনত্বের ছোঁয়া। এখানে কনভারসেশন গুলো বিভিন্ন ফোল্ডারে অর্গানাইজ করে রাখতে পারবেন। বিভিন্ন মডেল সিলেক্ট করতে পারবেন, কনভারসেশন টোন সিলেক্ট করতে পারবেন। রয়েছে ল্যাংগুয়েজ সিলেক্ট করারও সুযোগ। প্রতিটি রেসপন্স আপনি চাইলে বুকমার্কও করে রাখতে পারবেন।

এক্সটেনশনটি ইন্সটল করে ChatGPT তে যান, কনভারসেশন এক্সপোর্ট করতে Export বাটনে ক্লিক করুন।

স্ক্রিনশটটি খেয়াল করুন, মনে হচ্ছে নতুন একটি ChatGPT।

Superpower for ChatGPT

ক্রোম এক্সটেনশন @ Superpower for ChatGPT

২. ChatGPT Prompt Genius

ChatGPT এর কনভারসেশন এক্সপোর্ট করার আরেকটি ক্রোম এক্সটেনশন হচ্ছে ChatGPT Prompt Genius। এটি দিয়ে আপনি চ্যাট, Markdown (MD), PDF এবং PNG ফরমেটে সেভ করতে পারবেন।

এটি ব্যবহার করা খুবই সহজ! এক্সটেনশনটি ডাউনলোড করে ইন্সটল করুন। ChatGPT এর বাম পাশে ‘Share & Export’ বাটনে ক্লিক করুন। পছন্দ মত আপনি তিনটি ফরমেটে চ্যাট সেভ করতে পারবেন।

চ্যাট ডাউনলোড করা বাদেও এখানে চ্যাট হিস্ট্রি আপনি লোকাল ড্রাইভে সহজে Sync করতে পারবেন, কনভারসেশন সার্চ দিতে পারবেন, থিম, এবং ChatGPT কাস্টমাইজ করতে পারবেন, রয়েছে আরও কিছু সুবিধা।

ChatGPT Prompt Genius

ক্রোম এক্সটেনশন @ ChatGPT Prompt Genius

৩. Export ChatGPT conversation

ChatGPT কনভারসেশন PNG ফরমেটে সেভ করতে আপনাকে সাহায্য করতে পারে Export ChatGPT conversation এক্সটেনশনটি। এর মাধ্যমে আপনার ChatGPT চ্যাট Notion workspace এ এক্সপোর্ট করতে পারবেন।

এক্সটেনশনটি ইন্সটল করুন, ChatGPT তে লগইন করুন। কনভারসেশন এক্সপোর্ট করতে ক্রোমের URL বারের এক্সটেনশন সেকশন থেকে Export ChatGPT conversation’ আইকনে ক্লিক করে Download as Images’ সিলেক্ট করুন।

আপনার চ্যাট সেশনটি পরিষ্কার, অর্গানাইজ এবং কালারফুল ফরমেটে অন্য একটি ট্যাবে ওপেন হবে। চ্যাট ডাউনলোড কর‍তে উপরে ডান পাশের কর্নারে ডাউনলোড আইকনে ক্লিক করুন।

Export ChatGPT conversation

ক্রোম এক্সটেনশন @ Export ChatGPT conversation

৪. Save ChatGPT

সিম্পল ভাবে কনভারসেশন, PDF, Text, এবং Markdown ফরমেটে আপনি ডাউনলোড করতে পারেন Save ChatGPT এক্সটেনশন দিয়ে। উপরে বর্ণিত টুল গুলোর মতই এটা কাজ করে।

ChatGPT তে লগইন করে নির্দিষ্ট কনভারসেশনটি লোড করুন, এক্সটেনশন থেকে Save ChatGPT আইকনে ক্লিক করে পছন্দমতো ফরমেট যেমন, TXT, PDF অথবা MD এ ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি কনভারসেশন পিসিতে সেভ হয়ে যাবে।

Save ChatGPT

ক্রোম এক্সটেনশন @ Save ChatGPT

৫. ChatGPT ডেক্সটপ অ্যাপ

এবার আর এক্সটেনশন নয়, এখন কথা বলব একটি ডেক্সটপ অ্যাপ নিয়ে। এটি ChatGPT এর ওয়েব ইন্টারফেস ব্যবহার করবে। এই অ্যাপ দিয়ে আপনি, PDF, PNG, এবং Markdown ফরমেটে কনভারসেশন ডাউনলোড করতে পারবেন। Linux এবং Mac সিস্টেমে এটি ব্যবহার করা যাবে। অ্যাপটি সহজে এবং দ্রুত ব্যবহার করার জন্য আছে শর্টকাট কী।

GitHub থেকে এটি ডাউনলোড করতে হবে আপনাকে। ChatGPT তে লগইন করুন এবং কনভারসেশন সেভ করতে ‘Regenerate Response’ এর পাশে আপনি তিনটি বাটম দেখতে পাবেন। চাইলে যেকোনো একটি ফরমেটে ডাউনলোড করতে পারেন।

ChatGPT

গিটহাব লিংক @ ChatGPT

শেষ কথা

উপরের মেথড গুলো ব্যবহার করে আপনি খুব সহজে প্রয়োজনীয় কনভারসেশন ডাউনলোড করে পিসিতে স্টোর করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস