ChatGPT ব্যবহার করে ৪ ভাবে প্যাসিভ ইনকাম করুন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

ইন্টারনেট ও প্রযুক্তির যুগে আপনার আয়ের অন্যতম উৎস হতে পারে প্যাসিভ ইনকাম। সব সময় একটিভ থেকে অর্থ উপার্জন ছাড়া যে ওয়ে গুলো আছে সেগুলোকে মূলত বলা হয় প্যাসিভ ইনকাম।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে প্যাসিভ ইনকামের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে। চ্যাটবট, অনলাইন টুলের মাধ্যমে এখন আয় করা যায়। আজকের এই টিউনে আমি ৪ টি ওয়ে নিয়ে আলোচনা করব যেখানে আপনি ChatGPT ব্যবহার করে প্যাসিভ ইনকাম করতে পারবেন।

১. পেইড ক্রোম এক্সটেনশন তৈরি

ভাল একটি আয়ের সুযোগ করে দিতে পারে ক্রোম এক্সটেনশন। ক্রোমের জনপ্রিয় ad block এক্সটেনশনটি এখন পর্যন্ত ৪৪ মিলিয়ন ডলারের বেশি জেনারেট করে ফেলেছে। আপনিও চাইলে ChatGPT দিয়ে একটি এক্সটেনশন ক্রিয়েট করে ফেলতে পারবেন।

এক্সটেনশন তৈরি করতে প্রথমে ChatGPT তে যান এবং সাইন ইন করুন। এবার আপনার চাহিদা মত Prompt দিন, যেমন আমি দিলাম,

Can you show me the steps of creating a chrome extension script for an app called Webpage Reader? The extension will read the content on a webpage.

ChatGPT এর আউটপুট দেখুন, এটি কী কী করতে হবে সব কিছুর নির্দেশনা দিয়ে দিয়েছে।

ChatGPT হয়তো আপনাকে এক্সটেনশন তৈরি করে দিতে পারবে কিন্তু এখানে আপনার সৃজনশীলতা থাকবে না। তাই পরামর্শ থাকবে কীভাবে তৈরি করতে হবে সেটা ChatGPT থেকে নিন কিন্তু নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে কিছু সৃষ্টি করুন।

২. HTML ওয়েবটুল তৈরি করুন

আপনি অনলাইন টুল থেকেও ভাল মানের ইনকাম করতে পারেন। হতে পারে খুবই সিম্পল টুল কিন্তু এটা আপনাকে ভাল মানের আয়ের সুযোগ করে দিতে পারে। ধরুন আপনি একটি BMI calculator তৈরি করবেন। গুগলে সার্চ দিয়ে দেখুন এটার চাহিদা কতটুকু। এমন আরও অনেক টুল আছে যা আপনি ক্রিয়েট করতে পারেন। টুল তৈরি করে এখানে গুগল এড বসিয়ে আপনি ইনকাম করতে পারেন।

চলুন ChatGPT কে Prompt দেয়া যাক এভাবে,

Can you create an HTML BMI calculator that allows the user to enter his height, weight, gender, and age and gets his BMI

দেখুন ফলাফল,

এবার এই কোডটি দিয়ে কোন ওয়েবসাইট তৈরি করুন অথবা বিদ্যমান কোন ওয়েবসাইটের কোন পেজে এই কোডটি এক্সিকিউট করুন। এটা একটা উদাহরণ মাত্র, আপনি রিসার্চ করে বের করুন আপনার জন্য কোন টুল কাজের হবে।

৩. ট্রেডিং বট ইন্ডিকেটর

ট্রেডিং বট গুলোর অন্যতম ফিচার হচ্ছে ইন্ডিকেটর, যেগুলোর মাধ্যমে মার্কেট ডাটা এনালাইজ করা হয় এবং অটোমেটেড ট্রেডিং এর সিগনাল জেনারেট করা হয়। এটি টেকনিক্যাল ইন্ডিকেটর হতে পারে বা ফান্ডামেন্টাল ইন্ডিকেটর হতে অথবা উভয় ইন্ডিকেটর হতে পারে। টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো দিয়ে মার্কেট প্রাইজ এবং ভলিউম ক্যালকুলেশন করে ট্রেডিং সিগনাল জেনারেট করা হয় অন্যদিকে ফান্ডামেন্টাল ইন্ডিকেটর দিয়ে ম্যাক্রো ইকোনোমিকস বা কোম্পানি স্পেসিফিক ডাটা এনালাইজ করা হয় সিগনাল জেনারেট করার জন্য।

সাধারণত ইন্ডিকেটর গুলো ব্যবহার করতে প্রতিবছর কয়েকশো ডলার গুনতে হয়। কেমন হবে নিজেই এমন ইন্ডিকেটর ক্রিয়েট করে ফেলা গেলে। চলুন Prompt দেয়া যাক,

Can you create a prescript indicator that triggers a buying signal when the volume increases by 5% in the 25-minute time frame

Can you create a prescript indicator that triggers a buying signal when the volume increases by 5% in the 25-minute time frame

ChatGPT আউটপুট

আপনি চাইলে এই বটটি নিজে ব্যবহার করতে পারেন অথবা অন্যদের কাছে বিক্রিও করতে পারেন।

৪. বাচ্চাদের বই লিখুন এবং পাবলিশ করুন

আপনি চাইলে বাচ্চাদের জন্য বই লিখতে পারেন এবং সেগুলো Amazon এ পাবলিশ করে ভাল মানের ইনকাম করতে পারেন। অবশ্যই শিক্ষণীয় বিষয়ের উপর ফোকাস করবেন যেখানে ছোট ছোট গল্প থাকবে। গল্প গুলো শিক্ষণীয় হতে হবে যেন গার্ডিয়ানরা কিনতে আগ্রহী হয়।

চলুন ChatGPT কে Prompt দেয়া যাক,

Write me a children's story about a boy called Rahim who was being bullied by his teacher and how he overcame it

দেখুন আউটপুট

গল্প গুলোতে অবশ্যই আপনি ছবি ব্যবহার করবেন এবং যেহেতু ছবি গুলো AI দিয়েই ক্রিয়েট করবেন সেহেতু সেগুলোর বর্ণনা লাগবে যা Prompt হিসেবে ব্যবহার করবেন। এটার জন্য নিচের মত কমান্ড দিতে পারেন,

Can you give me a detailed description of what Rahim looks like so I can get an AI image-generation tool to draw him?

আউটপুট,

এবার এটি যেকোনো ইমেজ জেনারেট টুলে ব্যবহার করে ইমেজ তৈরি করে ফেলতে পারবেন।

ফাইনালি বইটি তৈরি করতে Bolt Studio এর মত বুক স্টুডিও ব্যবহার করতে পারেন এবং Amazon KDP এর মাধ্যমে পাবলিশ করতে পারেন।

শেষ কথা

ChatGPT আপনার জন্য কোন কিছু তৈরি করার সুযোগ তৈরি করে দিতে পারে, আপনার প্রয়োজন শুধু খুঁজে বের করা অডিয়েন্স কি চায় এবং কীভাবে চায়। ChatGPT এর সাথে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে আপনিও তৈরি করে ফেলুন দারুণ কিছু।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস