ChatGPT এর চেয়ে ভাল ৫ টি সেরা AI টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনে আমি এমন ৫ টি সেরা টুল নিয়ে আলোচনা করব যেগুলো নির্দিষ্ট  কাজে ChatGPT থেকে ভাল কাজ করে।

১. Anyword

Anyword একটি কপি-রাইটিং টুল। ইন্টারনেটে অনেক কপি-রাইটিং টুল রয়েছে এবং ChatGPT দিয়েও কপি-রাইটিং করা যায় তবে আমার মতে এই মুহূর্তে কপি-রাইটিং এর সেরা AI টুল হচ্ছে Anyword। আপনি যদি কোন প্রোডাক্টের ডেসক্রিপশন তৈরি করতে চান তাহলে সাহায্য নিতে পারেন এই টুলটির।

এই টুলটিও কপি-রাইটিং এর জন্য GPT, ChatGPT প্রযুক্তি ব্যবহার করে তবে এর ইউজার ইন্টারফেস এক কথায় অসাধারণ। এখানে আপনি পাবেন কপি-রাইটিং এর অনেক গুলো অপশন। Generate বাটমে ক্লিক করে, Prompt দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরির পাশাপাশি পাবেন, ব্লগ Post, টপিক আইডিয়া, ভিডিও টপিক আইডিয়া ইত্যাদি। এখান থেকে আপনি ইন্সটাগ্রাম ক্যাপশন তৈরি করতে পারবেন এবং চাইলে ফেসবুক এডও তৈরি করতে পারবেন।

আপনি এই টুলে পাবেন আপনার কন্টেন্টের স্কোর, কোন কন্টেন্টের স্কোর কম আসলে সেটা এডিট করে স্কোর বাড়িয়ে নিতে পারেন।

Anyword

অফিসিয়াল ওয়েবসাইট @ Anyword

২. Google Bard

আমরা অনেকে জানি গুগলের LLM হচ্ছে Bard। আপনি না জেনে থাকলে আজকে জেনে নিন, ChatGPT এর মতই Google এর একটি AI টুল হচ্ছে Bard। ChatGPT দিয়ে কোডিং করা যায় তবে কোডিং এর জন্য কিছু ক্ষেত্রে সেরা হচ্ছে Bard। এখানে কোড করে ডেভেলপাররা পাবে কিছু বাড়তি সুবিধা। তবে এক পাক্ষিক ভাবে যেকোনো একটিকে জয়ী করা যাবে না। ভিন্ন কাজের জন্য দুইটাই অন্যটি থেকে এগিয়ে থাকবে।

Google Bard এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায় যেখানে ChatGPT এর ল্যাটেস্ট ভার্সন আপনি ফ্রিতে আনলিমিটেড ব্যবহার কর‍তে পারবেন না। তাছাড়া Bard দিয়ে আপনার সোর্স কোডের লাইন ডিবাগ করতে পারবেন, পেতে পারেন সোর্স কোডের ডকুমেন্টেশন এবং টিউটোরিয়াল।

Bard

অফিসিয়াল ওয়েবসাইট @ Bard

৩. TruthGPT

সাম্প্রতিক সময়ে সবাই যেখানে ChatGPT এবং Bard নিয়ে আগ্রহ প্রকাশ করছে সেখানে Elon Musk ঘোষণা করেছেন নিজস্ব AI প্রতিদ্বন্দ্বী TruthGPT। আপনি TruthGPT এর অ্যাপ পেয়ে যাবেন App Store এবং Playstore। আপনি এখনি গিয়ে ট্রাই করে দেখতে পারেন।

TruthGPT একটা দিক থেকে এগিয়ে থাকতে পারে, যেখানে ChatGPT এর সব তথ্য September 2021 পর্যন্ত সেখানে TruthGPT তে আপনি পাবেন আপডেট তথ্য।

TruthGPT

অফিসিয়াল ওয়েবসাইট @ TruthGPT

৪. WriteSonic

ChatGPT এর কিছু লিমিটেশনের কথা চিন্তা করে GPT-4 পাওয়ারড নতুন AI টুল হচ্ছে WriteSonic। তারা নিজেদের ChatGPT এর সেরা বিকল্প বলে দাবী করে। তারা সাম্প্রতিক তথ্য নিয়ে কাজ করে, তথ্য কালেক্ট করে বিভিন্ন গুগল সার্চ থেকে। এটি বিশেষ করে কপি-রাইটিং এর জন্য তৈরি করা হয়েছে তবে তাদের আছে ChatGPT এর বিকল্প ChatSonic।

টুলটির হোম পেজ থেকে জানা যায় তারা আসলে কী কী বিষয় নিয়ে কাজ করেছে, যেমন তারা ট্রেন্ডিং সার্চ বা টপিক নিয়ে কাজ করে সুতরাং এখানে আপনি পাবেন আপডেট সকল তথ্য। এখান থেকে তৈরি করতে পারবেন AI জেনারেট আর্ট, পারসোনাল Avatar এবং দিতে পারবেন ভয়েস কমান্ড। যেহেতু এখানে আপডেট তথ্য পাওয়া যাবে সেহেতু এটা নিয়ে আপডেট আর্টিকেল এমনকি নিউজও লিখতে পারবেন।

WriteSonic

অফিসিয়াল ওয়েবসাইট @ WriteSonic

৫. Adobe Firefly

আমরা জানি ChatGPT এখনো ভিজ্যুয়াল AI হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে নি। কোন সমস্যা নাই ভিজ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল হিসেবে আপনি পরিচিত হতে পারেন Adobe Firefly এর সাথে।

এটা তুলনামূলক নতুন একটি টুল, এটি দিয়ে টেক্সটকে ইমেজে রূপান্তর করা যাবে, ভেক্টর রিকালারিং সহ ছবি থেকে সহজে অবজেক্ট রিমুভ করা যাবে। যেকোনো ছবি থেকে ব্রাশ টুল দিয়ে যেমন অবজেক্ট রিমুভ করা যাবে তেমনি টেক্সট লিখে নতুন কিছু পেইন্ট করা যাবে। Txt to image এ আপনি অনেক ফিচার পাবেন।

Adobe Firefly

অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Firefly

শেষ কথা

ChatGPT বলার অপেক্ষা রাখে না এই সময়ের সবচেয়ে বিস্ময়কর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। তবে নির্দিষ্ট কিছু টুল রয়েছে যেগুলো স্পেসিফিক কাজের জন্য ChatGPT থেকে ভাল কাজ করে। আশা করছি এই ৫ টি টুল আপনার কাছে ভাল লেগেছে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যবহুল পোস্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ