Prompt Engineering! AI দিয়ে কোটি টাকা আয়

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

কয়েক দশক ধরে আমরা শুনে আসছি, সামনের দিন গুলোতে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিকে যেমন সম্ভাবনার দুয়ার খুলে দেবে তেমনি এর ফলে বহু লোক হারাতে পারে তাদের কাজ। সম্প্রতি বছর গুলোতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব দেখা কেবল শুরু করেছি, এর উদাহরণ হতে পারে ChatGPT। অনলাইনের প্রায় সব কিছুই করিয়ে নেয়া যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। বলা বাহুল্য সামনে আরও বুদ্ধিমান AI আসতে চলেছে।

তো আপনি হয়তো ভয়ে থাকতে পারেন এই AI আপনার কাজ না কেড়ে নেয়, ঘটনা সত্য আপনার জব চলে যেতেও পারে। কিন্তু এতটা আশাহত হবার কিছু নাই, আপনাকে যুগের সাথে সাথে ফ্লেক্সিবল হতে হবে। AI একদিকে যেমন আপনার কাজ কেড়ে নিতে পারে তেমনি কিছু কাজের ব্যবস্থাও করে দিতে পারে। হয়তো আরও কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে পারেন। AI এর এই যুগে এমনই একটা জব স্কিল হতে পারে Prompt Engineering।

Prompt Engineering কী?

প্রথমে চলুন জেনে নেয়া যাক Prompt Engineering সম্পর্কে। এটার জানার জন্য আপনাকে জানতে হবে Prompt কী? সহজ ভাষায় prompt হল কোন আদেশ বা নির্দেশনা। আপনি আপনার কোন বন্ধুকে বললেন, ফ্যানটা অন কর, এটা একটা Prompt। আমরা ChatGPT কে কোন কাজ করার জন্য যে নির্দেশনা দেই ওটাই Prompt।

আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিক ভাবে Prompt দেয়া শিখতে পারার সাথে Prompt Engineering জড়িত। একজন Prompt Engineer জানবে কিভাবে নির্দেশনা দিয়ে AI থেকে সর্বোচ্চ ভাল ফলাফল বের করে আনা সম্ভব।

ইতিমধ্যে অনেক কোম্পানি Prompt Engineer হায়ার করা শুরু করেছে এবং সেলারির পরিমাণ আকাশচুম্বী। কোন কোন কোম্পানি এর জন্য বার্ষিক ১-২ কোটিও অফার করছে।

Prompt Engineer হিসেবে আপনার কাজ

Prompt Engineer হিসেবে আপনার কাজ হবে ChatGPT, Midjourney, Google Bard এর মত AI টুল গুলো থেকে সেরা আউটপুট বের করা। এই টুল গুলো ইনপুটের উপর ভিত্তি করে বানানো সুতরাং আপনাকে এমন ভাবে প্রশ্ন করা জানতে হবে যাতে সেরা ফলাফলটি পাওয়া যায়। আপনি অবাক হতে পারেন, এটাও কোন কাজ হতে পারে? ২০১৭ সালে Dell একটি রিপোর্টে বলেছিল ২০৩০ সালে এমন এমন জব আসবে যেগুলো এখনো আবিষ্কারই হয় নি, ধরে নিন এটাও এমন কিছু একটা।

সাধারণ ভাবেই যারা দীর্ঘদিন Midjourney ব্যবহার করছে তারা যেমন রেজাল্ট পাবে নতুনরা কখনোই সেই রকম রেজাল্ট পাবে না। এজন্য প্রথমত আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। AI গুলোর Strength এবং Weakness সম্পর্কে জানতে হবে। বুঝতে হবে কোন প্রশ্ন করলে কোন উত্তর আসবে, কীভাবে প্রশ্ন করবে প্রয়োজনীয় আউটপুট পাওয়া যাবে ইত্যাদি।

কখনো কখনো আপনাকে Persona দিতে হতে পারে। যেমন আপনি এমন একটি ইমেজ তৈরি করতে চান যেখানে একজন ব্যক্তি থাকবে, সে পুরুষ হবে, ছবিটি সামনে থেকে হবে, ব্যাকগ্রাউন্ডে শহর থাকবে।

কী কী স্কিল প্রয়োজন হবে?

এবার আসি Prompt Engineering এ আপনার কী ধরনের স্কিল প্রয়োজন হবে। Prompt Engineering আপনার হার্ড স্কিল থেকে সফট স্কিলের প্রয়োজন বেশি দরকার হবে। যেমন OpenAI এর ইঞ্জিনিয়ার Andrej Karpathy বলেছেন, আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল, English। তিনি অবশ্য এখানে Prompt এর দিকেই ইঙ্গিত দিয়েছেন। এর মাধ্যমেই আপনি Generative AI গুলোকে কমান্ড দিতে পারবেন। এখন যারা সঠিক ভাবে কমান্ড দিতে পারবে তারাই এগিয়ে থাকবে।

আপনি যদি Midjourney এর মত টুল গুলো ব্যবহার করতে চান তাহলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভাল ধারণা থাকতে হবে। যখন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানবেন তখনই আপনি টুল গুলোকে বলতে পারবেন আপনি কি চান বা কি রকম ডিজাইন চান। আবার আপনি কোন কোড জেনারেট করতে চাইলে, সেক্ষেত্রে আপনার কোডিং নিয়ে ধারণা থাকতে হবে। কারণ কখনো এটি ভুল উত্তরও দিতে পারে। আপনার চাহিদা মত কিছুটা পরিবর্তনও করা লাগতে পারে।

মোট কথা আপনি যে ফিল্ডে কাজ করতে চান সে ফিল্ড সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন আপনি ChatGPT কে বলে দিলেন একটা অ্যাপ বানিয়ে দিতে, ChatGPT হয়তো নির্দেশনা দেবে কিন্তু কাজটি আপনাকেই করতে হবে, কোডিং ব্রেকডাউন করা, প্রয়োজনমত এক্সিকিউট করা সব কাজ আপনাকেই করতে হবে।

Prompt Engineering শেখার ৫ টি কোর্স

তো আপনি কিভাবে Prompt Engineering শিখবেন এবং কোথা থেকে শিখবেন এটা নিয়ে এখন কথা হবে। ইতিমধ্যে Prompt Engineering নিয়ে অনেক অনলাইন কোর্স অনলাইনে পাওয়া যাচ্ছে। আমার পরামর্শ থাকবে শুরুর দিকে ব্যয়বহুল কোর্স না নিয়ে সস্তা বা ফ্রি কোর্স নিয়ে শেখা শুরু করুন। নিচে ৫ টি সেরা কোর্স তুলে ধরা হল,

১. ChatGPT Prompt Engineering For Developers

ChatGPT নিয়ে দারুণ একটি কোর্স, এটি বিশেষ করে তৈরি করা হয়েছে ডেভেলপারদের জন্য। এই কোর্সটি OpenAI তৈরি করেছে এবং সবার জন্যই ফ্রি।

এই কোর্সটি ১ ঘণ্টা যেখানে শিক্ষক হিসেবে থাকবে, Andrew Ng যাকে আপনি হয়তো চিনে থাকবেন Coursera এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে। মেশিন লার্নিং কোর্স সব কোডারদের কাছেই বেশ জনপ্রিয়। এই কোর্সে আপনি LLM সম্পর্কে ভাল ধারণা পেয়ে যাবেন। এটি করে আপনি চ্যাটবট তৈরি করতে পারবেন, কীভাবে সঠিক Prompt দেয়া যায় সেটাও শিখতে পারবেন।

ব্যাসিক এবং এডভান্সড উভয় ইউজারদের জন্য এটি কাজে আসতে পারে। কোর্সটি বুঝতে আপনাকে Python সম্পর্কে ধারণা থাকতে হবে।

কোর্স লিংক @ ChatGPT Prompt Engineering For Developers

২. ChatGPT Complete Guide: Learn Midjourney, ChatGPT 4 & More

Udemy এর ৩০ মিনিটের একটা চমৎকার কোর্স। এখানে আপনি ChatGPT, MidJourney, Dell সহ আরও কিছু AI টুল শিখতে পারবেন। জানতে পারবেন এর ব্যবহার বিজনেস, ব্র‍্যান্ডিং, এবং প্রোডাক্টিভিটিতে কীভাবে করতে হবে।

কম দামে এখানে কোর্সটি করতে পারবেন। তাহলে আর দেরি কেন এখনি Enroll হয়ে যান কোর্সটিতে।

কোর্স লিংক @ ChatGPT Complete Guide: Learn Midjourney, ChatGPT 4 & More

৩. Prompt Engineering For ChatGPT

নাম দেখেই হয়তো বুঝে গিয়েছেন এই কোর্সটি মূলত কি নিয়ে, হ্যাঁ এটি ChatGPT নিয়ে। Coursera এর দারুণ একটি কোর্স এটি। আপনি এটি ফ্রিতে করতে পারেন তবে সার্টিফিকেট নিতে চাইলে আপনাকে পে করতে হবে। এটি ১৮ ঘণ্টার একটি কোর্স।

এখান থেকে আপনি শিখতে পারবেন কীভাবে Prompt Engineering, LLM গুলোর জন্য ইফেক্টিভ হতে পারে। ল্যাংগুয়েজ মডেল গুলোকে কোন প্যাটার্নে Prompt দিয়ে সেরা ফলাফল আনা যায়। কিভাবে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের জন্য কমপ্লেক্স Prompt বেসড অ্যাপ তৈরি করা যায়।

কোর্স লিংক @ Prompt Engineering For ChatGPT

৪. Skillshare Courses

আপনার কাছে Skillshare এর সাবস্ক্রিপশন থাকলে সেখানেও রয়েছে দারুণ কিছু কোর্স।

যেমন, Midjourney for Beginners: A Step-by-Step Guide to Generating AI Art একটি ১ ঘণ্টার কোর্স, যেখানে আপনি Ai আর্ট শিখতে পারবেন। অন্যদিকে, ChatGPT for Creatives: AI-Powered SEO, Marketing, & Productivity এর মাধ্যমে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে মার্কেটিং, প্রোডাক্টিভিটি এবং SEO তে কীভাবে ব্যবহার করতে হবে সেটা শিখতে পারবেন।

৫. Prompt Engineering With ChatGPT 4 & Midjourney

সর্বশেষ আমাদের হাতে রয়েছে Udemy এর একটি চমৎকার কোর্স। এখানে আপনি জানতে পারবেন এই টুল ব্যবহার করে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা যায়, কীভাবে এটিকে SEO তে ইউজ করা যায়, জানতে পারবেন এটা ব্যবহার করে কিভাবে ফিজিক্যাল প্রোডাক্ট বানানো যায়, এমনকি শিখতে পারবেন ChatGPT দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন রান করা যায়।

কোর্স লিংক @ Prompt Engineering With ChatGPT 4 & Midjourney

শেষ কথা

আপনার মনে প্রশ্ন আসতে পারে Prompt Engineer দের কি হায়ার করা শুরু হয়েছে? অবশ্যই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইতিমধ্যে Prompt Engineer নেয়া শুরু হয়েছে। অনেক প্রতিষ্ঠানে রিমোট ওয়ার্কার হিসেবেও লোক নেয়া হচ্ছে।

তো আপনিও আগ্রহী হলে এখন থেকে কোর্স গুলো করা শুরু করুন, আসছে দিন গুলোতে এর ব্যাপক চাহিদা দেখা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস