Google Search Labs কী? যেভাবে Enable করবেন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

Google I/O 2023, এ আমরা দেখেছি গুগলের দারুণ কিছু আপডেট ফিচার। যেখানে Google Search প্রমিজ করেছে আমাদের লাইফ হতে যাচ্ছে আরও উত্তেজনাপূর্ণ। যদিও সেই সমস্ত ফিচার এখনো লাইভ হয় নি তবুও আপনি সেগুলো চাইলে টেস্ট করে দেখতে পারেন। কীভাবে? এটা নিয়েই আজকের এই টিউন।

লাইভ না হওয়া ফিচার গুলো আপনি টেস্ট করতে পারেন Google Search Labs এর মাধ্যমে। আপনি হয়তো আন্দাজ করে নিয়েছেন এর মাধ্যমে আপকামিং ফিচার গুলো টেস্ট করা যাবে। এগুলো কেবল AI রিলেটেড ফিচার না বরং ফোন, ক্রোমবুকে সব সার্চ ফিচার এক্সপেরিমেন্ট করতে পারবেন।

Google Search Labs কী?

Google Labs এর নতুন ডিভিশন হচ্ছে Google Search Labs। গুগল সার্চের এক্সপেরিমেন্টাল ফিচারের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। এখানের সব ফিচার এখনো পুরোপুরি রিলিজ করা হয় নি অথবা স্ট্যাবল কন্ডিশনে আসে নি।

সময়ের সাথে সাথে Search Labs এ নতুন নতুন প্রোডাক্ট আসবে এবং পরবর্তী স্টেজে নেয়া হলে এখান থেকে চলে যাবে। এক্সপেরিমেন্টাল এই সমস্ত ফিচার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই Google Search Labs সাইন-আপ করতে হবে।

Google Search Labs

অফিসিয়াল ওয়েবসাইট @ Google Search Labs

কীভাবে Google Search Labs এ সাইন-আপ করবেন?

Search Labs এ সাইন-আপ করতে আপনার ফোন বা ডেক্সটপে ক্রোম ব্রাউজারের দরকার হবে। একটি পারসোনাল একাউন্ট লাগবে, Workplace একাউন্ট হবে না। ১৮ বছর হতে হবে এবং অবশ্যই এভেইলেবল দেশে অবস্থান করতে হবে।

এই টিউনটি লেখার সময় এটি শুধু মাত্র যুক্তরাষ্ট্রের জন্যই এভেইলেবল রয়েছে। ধরে নিলাম আপনার সব গুলো Requirement রয়েছে, চলুন দেখে নেয়া যাক কীভাবে সাইন-আপ করবেন,

  • Google Chrome অ্যাপ ওপেন করুন
  • New Tab এ ক্লিক করুন
  • Labs আইকনে ট্যাপ করুন
  • Join waitlist এ ট্যাপ করুন

Search Labs এর এক্সেস পেলে আপনাকে ইমেইলে নোটিফিকেশন দেয়া হবে। ফোনে সাইন-আপ এর ক্ষেত্রে Push নোটিফিকেশন পাবেন। এটা ব্যবহার করতে না চাইলে, আবার সাইন-ইন করে Leave waitlist বাটনে ক্লিক করুন।

Google Search Labs দিয়ে কী করতে পারবেন

Search Labs, এ এক্সেস পাবার পর আপনি গুগল একাউন্ট দিয়ে এক্সপেরিমেন্ট টেস্ট করতে পারবেন। ফোন বা ডেক্সটপ উভয় ভার্সনেই আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। Labs বাটনে ট্যাপ করে প্রতিটি ফিচার এনেভল বা ডিজেবল করতে পারবেন।

Google Search Labs থেকেও আপনি এক্সপেরিমেন্টাল ফিচার গুলো দেখতে পারবেন।

শেষ কথা

Google Search Lap এ এক্সেস নিয়ে আপনি এমন এমন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন যেগুলো সম্পর্কে মানুষ কেবল শুনেছে। মনে রাখবেন এই ফিচার গুলো পুরোপুরি রিলিজ করা হয় নি সব পরীক্ষামূলক ভাবে চালু আছে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস