জিপি পোস্ট-পেইড সিম এ ৫০ টাকার কম রিচার্জ করতে পারছেন না ? উপায় একটা আছে ।

সবাইকে আমার পক্ষ থেকে প্রানঢালা সুভেচ্ছা । আশাকরি ঈদ সবার ভালই কাটল । ঈদ চলে গেলে মনটা সবার ই একটু না একটু  খারাপ হয়ে জায় । দেখুন ত মনটা একটু ভাল হয় কিনা ।

যারা জিপি পোস্ট-পেইড ইউস করেন তারা অনেক সময় সমস্যায় পরেন রিচার্জ করা নিয়ে । কারন জিপি তে ৫০ টাকার কম ফ্লেক্সি হয়না । যে কারনে আমরা অনেকেই সহজে রিচার্জ করতে পারিনা । (যারা নিয়মটা জানেন, তাদের বলছি নতুনরা জানুক)

উপরের কথা গুলা আপনার কাছে এখন পুরনো । কারন আপনি পারবেন ৫০ টাকার কম রিচার্জ করতে । দেখেনিন কিভাবে –

ক) প্রথমে ২০ টাকার একটা কার্ড কিনুন । ছাই কালারের আবরন তুলুন ।

খ) এখন আপনার মোবাইল থেকে ১২১ এ ডায়াল করুন ।

গ) বাংলার জন্য ১ চাপুন ।

ঘ) ২ সেকেন্ড পর আবার ১ চাপুন ।

ঙ) ৩ সেকেন্ড পর ২ চাপুন । এবার আপনাকে কার্ডের গোপন নাম্বার প্রবেশ করার কথা বলা হবে । গোপন নাম্বার প্রবেশ করার পর পরবর্তী নির্দেশনা না শোনা পর্যন্ত অপেক্ষা করুন । বাস আপনার কাজ শেষ ।

কেমন লাগলো জানাবেন আমাকে । মন্তব্য জানাতে ভুলবেন না (ভুল হলে ক্ষমা চাই)

Level 0

আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ভালো লাগে নাই 🙁 কারন ২০তো পরের কথা আমি জিড়ি পোষ্ট পেইড এ ১টাকা ও রিচার্জ করতে পারি । আপনার যদি ডাস বাংলা ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ও পারবেন।

আর পোষ্ট পেইডে ২০টাকার কার্ড রিচার্জ তো গ্রামীণের জেনুইন পলিমি । 🙁 ভালো থাকবেন।।

    Level 0

    @প্রিন্স মাহমুদ: ভাই আপনি ত সব ই জানেন । আমাদের একটু শেখান । আপনার কি ভাল লাগে ভাই ?

    (আমার ভালো লাগে নাই কারন ২০তো পরের কথা আমি জিড়ি পোষ্ট পেইড এ ১টাকা ও রিচার্জ করতে পারি । আপনার যদি ডাস বাংলা ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ও পারবেন)

    এটা বুঝায়া দেন সবাই কে ।
    (ঠেস মারার লোকের অভাব নেই )

      @sarwar, প্রথম লাইনে ৩টি (অভিযোগ/অনুযোগ) নিচে ১টি সবগুলোই বলছি…

      ১/আমি তেমন কিছুই জানি না 🙁 !
      ২/তবে যা জানি চেষ্টা করে সবার সাথে শেয়ার করতে 🙂 দেখুন আমার টিউন পাতা (https://www.techtunes.io/tuner/prince-mahmud/)
      ৩/ আমার ভালো লাগে টিউনটির A2Z বললে ।
      ৪/ টিউন টি করেছেন আপনি বঝোনোর দরকার আপনার আমার নয় !

      আপনি আপনার পোষ্টপেইড মোবাইল নং টি দেন , আমি আপনার মোবাইলে ১টাকা ফ্লেক্সি করে আপনার ফেসবুকের ওয়ালে ফ্লেক্সির রিসিট টা পোষ্টে করবো (চ্যালেন্জ)

      “আর আমি কি মাইয়্যা মানুষ যে ঠেস মাইরা কথা বলব”

      বিঃদ্র [এর আগে ও আমি আপনাকে ৫০টাকার নিচে রিচার্য সম্পর্কে বলেছিলাম………..এখানে দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/95174/

      ভালো থাকবেনঃ

      [আমি সমালচনা করতে চাই না , আমি চাই টিটি টিউন যেন কোয়ালিটি সম্পূর্ন হয় । যেমনটি করে হাসান ভাই, প্রবাসী, শুভ্র আকাশ সহ অনেকেই]

    Level 0

    প্রিন্স মাহমুদ : ভাই DBBL দিয়া কি ভাবে গ্রামীন prepaid recharge করব ? এই ব্যাপারে যদি বিস্তারিত বলতেন তাহলে উপকার হত ।

      @sajib , আপনি ভালো করে লক্ষ করলে দেখবেন , আমি প্রথম কমেন্টে বলেছি

      >>পোষ্ট পেইডে ২০টাকার কার্ড রিচার্জ তো গ্রামীণের জেনুইন পলিসি<<

      ভালো থাকবেন

    Level 0

    @প্রিন্স মাহমুদ: vai clear koren bapar ta……….

    @প্রিন্স মাহমুদ:
    আপনি এ http://www.emobileload.com সাইটিতে যেতে পারেন।
    এখানে অনলাইনে বাংলাদেশের সকল আপারেটরের মোবাইল ফোন রিচার্জ করা হয় , AlertPay, Skrill (Moneybookers) এবং Liberty Reserve একাউন্টের মাধ্যমে।
    http://www.emobileload.com

টিটি তে এখন আগের মত ভাল টিউন পাইনা। 🙁
নতুন কোন টপিকস নিয়ে টিউন করেন ভাই। একটা ভাল হয়নাই তো কি হইসে। শুভ ব্লগিং।

@prince mahmud
Vi, DBBL Ar baparta aktu bolben?

@parvez, ধন্যবাদ আপনাকে । আপনি DBBL এর যে কোন কার্ড (নেক্সাস , ডেবিট, ক্রেডিট) দিয়েই গ্রীমিন ,বাংলালিং সিটিসেট , টেলিটক এর পোষ্টপেইড এ ১টাকা থেকে রিচার্য করতে পারবেন।

তবে কতটাকা পর্যন্ত এটি আমার জানা নেই:( (তবে সম্ভাবতঃ ১০.০০০টাকা পর্যন্ত)

    Level 0

    @প্রিন্স মাহমুদ: সবার তো আর আপনার আমার মত DBBL Account নাই । তাদের কি বুদ্ধি দিবেন ? আমিও জানি সর্বনিম্ন ১ টাকা থেকে রিচার্য করতে পারবেন।

    দয়াকরে উত্তরটা এড়িয়ে যাবেননা ।

    [ আপনি আপনার পোষ্টপেইড মোবাইল নং টি দেন , আমি আপনার মোবাইলে ১টাকা ফ্লেক্সি করে আপনার ফেসবুকের ওয়ালে ফ্লেক্সির রিসিট টা পোষ্টে করবো (চ্যালেন্জ) ] আপনার এই কথায় আমি মনঃক্ষুণ্ণ হলাম । আপনি আমাকে বলতে পারতেন এই বিষয়টাও পোষ্টের সাথে দিলে ভাল হতো । কিন্তু আপনি জত পাকালেন ।

    মনে কিছু নিবেননা ।

      আমি ও আপনাকে চ্যালেন্জ করতাম না ! 🙁 কিন্তু আপনি আপনার প্রথম কমেন্টের শেষের লাইনটাতে কি বলেখেনে খেয়াল আছে !!

      আমি তো বলিনি যে এটি সবার জন্যে প্রযজ্য ! আমার প্রথম কমেন্টটি দেখবেন । আমি কিন্তু “যদি” শব্দটি ব্যবহার করেছিলাম।

      আমি দেখেছি আপনি আর আগে একটি টিউন টিটি ও অন্য একটি সাইটে একই পোষ্ট করেছে (এটা দোষের কিছু না ) কিন্তু ব্যাপক সমালচনা হয়েছিল ।

      তাই আপনাকে সাজেস্ট করব , টিউন করার সময় একটু ভেবে চিন্তে টিউন করার দরকার যেন মান স্বম্পন্ন হয় ! আমি ব্যক্তিগত ভাবে মনে করি “টিউনের সংখ্যা বাড়ানোর চেয়ে মান স্বম্পন্ন টিউন জরুরী।

      ধন্যবাদ ,ভালো থাকবেন ।

আমি কাউকেই দোষারপ করবো না। কারন এই জিনিসটাও আমি জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ। একটি প্রশ্ন আছে? => আমি GP এর Internet post paid sim USE করি। এটাতেও কি সম্ভব? আমার মনে হয় এটাতে সম্ভব নয়। কারন এটাতে কোনো Voice call আদান প্রদান করা যায় না। যদি কোন বিকল্প পদ্ধতি থাকে তাহলে প্লিজ সেয়ার করবেন

@bro , আপনার যদি বকেয়ার জন্যে লাইন বার (বিচ্ছিন্ন) হয়ে যায় ! তাহলে আপনাকে ৫০টাকা রিচার্য করা ছাড়া বুদ্ধি নাই 🙁 Internet post paid sim এর ক্ষেত্রে ২০টাকার কার্ড কোন কাজেই আসবে না ।

আর যদি লাইন বার (বিচ্ছিন্ন) না হয় , তহলে ২০টাকার কার্ড রিচার্য করতে পারবেন ।
আসা করি উত্তর টি পেয়েছেন।

(বিষয়টি জানাছিল জন্যেই বল্লাম বুঝতেছি না , এটি অনধিকার চর্চা হলো কি না !!! 🙂 )

bro ভুল বঝেন না ! আমি এখানে ৫০টকা রিচার্জ মানে (ফ্লেক্সিলোড ) বুঝিয়েছি । কারন লাইন বার হলে স্ক্যাসকার্ড কাড কোন কাজে আসে না ।

Level 0

হায়রে ঝগড়া!!!!!!!!!!!!!!!!!!!!! ঝগড়া ছেড়ে বানানের দিকে খেয়াল করুন…..

আমি তো এতো কিছু জানতে চাইনি। আমি আমার প্রশ্নটা বুঝেননি। যদি বুঝতেন তাহলে এতো ষ্টাইল কথা করে বলতেন না। আমার লাইন বার থাকার কথা না। যদি বার হতো তাহলে আমি আপনাকে Help এর কথা জানাতাম না। আমার মনে হয় আপনি Internet post paid sim সর্ম্পকে তেমন ধারনা রাখেন না। আমি বলেছিলাম কিভাবে Internet post paid simএ ২০ টাকা কার্ড রির্জার করবো। এখানে একটি Problem হচ্ছে এই সিম দ্বারা কোন কল আদান-প্রদান করা যায় না। তাহলে আমি কিভাবে Help line এ কল দিবো। আপনার মতো তো আমার DBBL একান্ডট নেই। তাহলে কিভাবে সম্ভব।

আমি তো এতো কিছু জানতে চাইনি। আপনি আমার প্রশ্নটা বুঝেননি। যদি বুঝতেন তাহলে এতো ষ্টাইল কথা করে বলতেন না। আমার লাইন বার থাকার কথা না। যদি বার হতো তাহলে আমি আপনাকে Help এর কথা জানাতাম না। আমার মনে হয় আপনি Internet post paid sim সর্ম্পকে তেমন ধারনা রাখেন না। আমি বলেছিলাম কিভাবে Internet post paid simএ ২০ টাকা কার্ড রির্জার করবো। এখানে একটি Problem হচ্ছে এই সিম দ্বারা কোন কল আদান-প্রদান করা যায় না। তাহলে আমি কিভাবে Help line এ কল দিবো। আপনার মতো তো আমার DBBL একান্ডট নেই। তাহলে কিভাবে সম্ভব।

    ধন্যবাদ বেকার ভাই ! ৭ বছর ইন্টারনেট পোষ্ট পেইড সিম চালাচ্ছি তবে এখনো কিছুই জানতে পারিনি এটা বোধ হয় সত্যিই আমার জন্যে দূর্ভাগ্য !!

    আর আমার এখন মনে হচ্ছে আপনি একটা আস্তো ছাগু ! না হলে আমার কথা বুঝতে পারতেন । আমি খুব ভালো করেই জানি যে এটাত কল করা যায় না । যদি এটাতে ইন্টার নেট বিল বকেয়া হলে লাইন বার হয় তাহলে আপনি ২০টাকা রিচার্য হবে না ।

    লাইন চালু থাকলে অন্য সব কাডের মতই pay>স্পেসhidden number< send 5666 সকল কার্ড রিচার্জ এর নিয়ম একই । কাড রিচার্জ করতে আপনার লাইনটি অ্যাক্টিভ থাকতে হবে।

    কথা না বুঝে আজাইরা কমেন্ট দেন। ছাগু কোন হানকার

Dear PRINCE MAHMUD, apnar comments gulo muteo valo hoyni…sobaike ektu respect niye kotha likhben…amra ekhane jante o shikte esechi….

প্রিন্স মাহমুদ ভাই .. https://www.techtunes.io/internet/tune-id/48646/ এই টিউন টি আমার কাজে আসলো না… আপনার কাছে কি কিছু আসা করা যায় .. দয়াকরে. DBBL . Recharge way..

ভাই অনেক কাজে দেবে আপনাকে ধন্যবাদ

Level 3

এই দেশটা যেমন গন্ডগোলে খাইলো এবার মনে হয় টিটি কেউ খাবে। প্রিন্স মাহমুদ ও বেকার খান আপনারা দুজনাই আমার কাছে খুব কাছের মানুষ আর টিটিতে আমরা সবাই বন্ধু ।এটা ভুললে চলবেনা।আমি দেখেছি যারা ক্ষনিকের জন্য টিটি আসে তারাই শুধু খারাপ কমেন্ট করে। কিন্তু আপনারা দুজনাই ক্ষনিকের না ।আপনাদের পোষ্ট কবে হবে সে আশাই থাকি।আবার কেউ কেউ লিখে আগে জানাছিল ,পুরান খবর ইত্যাদি ।আমার প্রশ্ন সেসব ভাই কে তাহলে জানালেন না কেন?তবে টিটিতে লেখার মান কমে যাচ্ছে এবং একটা বিষয়ে টিউন করার সময় অনেকেই সার্চ করে দেখেনা ,যে এই বিষয় নিয়ে কেউ আগে লিখেছিলো কিনা।আশাকরি আপনারা বন্ধু হিসেবে দুজনাই দুজনকে সরি বলেন আর কিছুই চাইনা।ভাল থাকবেন ভাল রাখবেন টিটিকে ………………….ধন্যবাদ