সবাইকে আমার পক্ষ থেকে প্রানঢালা সুভেচ্ছা । আশাকরি ঈদ সবার ভালই কাটল । ঈদ চলে গেলে মনটা সবার ই একটু না একটু খারাপ হয়ে জায় । দেখুন ত মনটা একটু ভাল হয় কিনা ।
যারা জিপি পোস্ট-পেইড ইউস করেন তারা অনেক সময় সমস্যায় পরেন রিচার্জ করা নিয়ে । কারন জিপি তে ৫০ টাকার কম ফ্লেক্সি হয়না । যে কারনে আমরা অনেকেই সহজে রিচার্জ করতে পারিনা । (যারা নিয়মটা জানেন, তাদের বলছি নতুনরা জানুক)
উপরের কথা গুলা আপনার কাছে এখন পুরনো । কারন আপনি পারবেন ৫০ টাকার কম রিচার্জ করতে । দেখেনিন কিভাবে –
ক) প্রথমে ২০ টাকার একটা কার্ড কিনুন । ছাই কালারের আবরন তুলুন ।
খ) এখন আপনার মোবাইল থেকে ১২১ এ ডায়াল করুন ।
গ) বাংলার জন্য ১ চাপুন ।
ঘ) ২ সেকেন্ড পর আবার ১ চাপুন ।
ঙ) ৩ সেকেন্ড পর ২ চাপুন । এবার আপনাকে কার্ডের গোপন নাম্বার প্রবেশ করার কথা বলা হবে । গোপন নাম্বার প্রবেশ করার পর পরবর্তী নির্দেশনা না শোনা পর্যন্ত অপেক্ষা করুন । বাস আপনার কাজ শেষ ।
কেমন লাগলো জানাবেন আমাকে । মন্তব্য জানাতে ভুলবেন না (ভুল হলে ক্ষমা চাই)
আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভালো লাগে নাই 🙁 কারন ২০তো পরের কথা আমি জিড়ি পোষ্ট পেইড এ ১টাকা ও রিচার্জ করতে পারি । আপনার যদি ডাস বাংলা ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ও পারবেন।
আর পোষ্ট পেইডে ২০টাকার কার্ড রিচার্জ তো গ্রামীণের জেনুইন পলিমি । 🙁 ভালো থাকবেন।।