অনেক সময় আমরা আমাদের মোবাইলের অন্যান্য সামগ্রী মতই টেক্সট মেসেজগুলো ও ডিলিট করি। আমাদের মোবাইলে থাকা অন্যান্য সকল ফাইল এর মতো টেক্সট মেসেজগুলো ও অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদিও আপনি যখন আপনার মোবাইল থেকে কোন একটি ভিডিও কিংবা ছবি ডিলিট করে দেন, তখন সেটি আবার বিভিন্ন রিকভারি সফটওয়্যার দিয়ে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ঠিক একইভাবে কি অ্যান্ড্রয়েড মোবাইলের ডিলিট করা মেসেজ আবার পুনরায় ফেরত আনা সম্ভব? এর উত্তর হলো, হ্যাঁ। আপনি অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট করা টেক্সট মেসেজ আবার ফিরে আনতে পারবেন।
যদিও বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এর মত ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপস গুলো অনেক বেশি জনপ্রিয়। কিন্তু তবুও, বর্তমানে অনেকেই নিয়মিত যোগাযোগের জন্য ক্লাসিক টেক্সট মেসেজিং অনেক বেশি পছন্দ করে। নিয়মিত যোগাযোগের জন্য যারা এ ধরনের টেক্সট মেসেজ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ভুলবশত অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট করার সম্ভাবনা থাকে। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজগুলো ব্যবহার না করে ক্লাসিক টেক্সট মেসেজ ব্যবহার করেন, তাহলে আপনার ক্ষেত্রেও এরকম ভাবে ভুলবশত টেক্সট মেসেজ ডিলিট করা কোন অস্বাভাবিক বিষয় নয়।
যাইহোক, আপনি যে ধরনের ফোনই ব্যবহার করেন না কেন, এসব ফোনগুলো থেকে আপনার ডিলিট করা মেসেজগুলো ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকটি অপশন রয়েছে। আর এসব অপশন গুলো ব্যবহার করার মাধ্যমে, আপনি খুব সহজেই আপনার ফোন থেকে মুছে ফেলা মেসেজগুলো আবার ফিরিয়ে আনতে পারেন।
যদিও সাধারণ অ্যান্ড্রয়েড ফোন গুলোতে ডিফল্ট মেসেজিং অ্যাপ রয়েছে। তবে, অন্যান্য ব্রান্ড, যেমন স্যামসাং এবং ওয়ান প্লাস এর মত মোবাইলের ফোন গুলোতে তাদের নিজস্ব ডিফল্ট মেসেজিং অ্যাপ রয়েছে এবং এগুলোর ফিচার এবং সেটিংস কিছুটা ভিন্ন ভিন্ন। তো যাইহোক, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যে মডেল কিংবা যে ব্রান্ডের ই হোক না কেন, আপনি নিচের পদ্ধতি গুলো অবলম্বন করে কোন একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে মুছে ফেলা টেক্সট মেসেজ আবার রিকভারি করতে পারেন।
একটি অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট করে দেওয়া টেক্সট মেসেজ রিকভার করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে আপনি যদি আপনার কনভারসেশন গুলো Archive এ যোগ করেন, তাহলে আপনি সেই মেসেজগুলো Archive Inbox এ পাবেন। আর Samsung Galaxy ফোনে একটি Built-in Recycle Bin মেনু রয়েছে, যেখান থেকে আপনি আপনার ডিলিট করা মেসেজগুলো আবার Restore করতে পারেন।
যদি আপনি আপনার মেসেজ গুলো ব্যাকআপ করে রাখার জন্য Google Drive এর মেসেজ ব্যাকআপ Enable করে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে সেগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট করা ম্যাসেজ ফিরিয়ে আনার জন্য গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে, যেগুলো বেশিরভাগই কাজ করে না। আর তাই, এসব অ্যাপস গুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি কোন সুবিধা পাবেন না। এক্ষেত্রে আপনার যদি প্রথমেই কোন থার্ড পার্টি মেসেজিং অ্যাপ ইন্সটল করা থাকতো এবং সেটিতে Cloud ব্যাকআপের অপশন দেওয়া থাকতো, তাহলে আপনি হয়তোবা সেসব ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনতে পারতেন।
আপনি যদি আপনার ইনবক্স থেকে কোন একটি মেসেজ Archive করে রাখেন, তাহলে পরবর্তীতে সেই কনভারসেশনটি আবার চালিয়ে যাওয়ার জন্য Archive মেসেজগুলো ফিরিয়ে আনতে পারেন। এক্ষেত্রে আপনি খুব সহজেই Archive মেসেজগুলো ফিরিয়ে আনতে পারেন এবং এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
১. এজন্য প্রথমে আপনার মোবাইলের Message অ্যাপটি ওপেন করুন। এরপর উপরের বামদিকে থাকে Menu আইকনে ক্লিক করুন।
৩. তারপর এখানে থাকা Archived অপশনে ক্লিক করুন।
৪. এবার এখান থেকে আপনি যে মেসেজটি রিকভার করতে চাচ্ছেন, সেটির উপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকুন।
৫. এরপর আপনার সেই Archive করা মেসেজটি হোমপেজে রিকভার করে নেওয়া যাওয়ার অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলেই আপনার সেই কনভারসেশন বা মেসেজটি আবার পূর্বের জায়গায় ফিরে যাবে এবং আপনি তার সাথে কনভারসেশন চালিয়ে যেতে পারবেন।
যদিও, গুগলের এই ম্যাসেজিং অ্যাপে মেসেজগুলো রিকভার করার জন্য Recycle Bin ফিচার নেই। আর তাই, আপনি গুগলের মেসেজিং অ্যাপ ব্যবহার করে ডিলিট করা মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন না। এক্ষেত্রে আপনি শুধুমাত্র আর কাউকে যোগ করা মেসেজগুলো রিকভার করতে পারবেন। তবে আপনি যদি গুগল ড্রাইভ ব্যাকআপ Enable করে রাখেন, তাহলে আপনি এই কৌশলটি কাজে লাগানোর মাধ্যমে সেসব মেসেজগুলোর ব্যাকআপ পেতে পারেন।
আর বুদ্ধিমানের কাজ হলো, যখন আপনার মোবাইল থেকে কোন মেসেজ হাইড করার প্রয়োজন হবে, তখন সেটি সরাসরি ডিলিট না করে বরং Archive এ যুক্ত করে রাখা। অন্যথায়, আপনি আপনার ডিলিট করা মেসেজগুলো রিকভার করার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলোর উপর নির্ভর করতে পারেন। এজন্য আপনি এখন থেকেই কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, যেটি আপনার মেসেজগুলো ব্যাকআপ করে রাখবে এবং পরবর্তীতে আবার ডিলিট করা মেসেজগুলো রিকভার করা যাবে।
Samsung Galaxy ফোনগুলোতে তাদের নিজস্ব ডিফল্ট মেসেজিং অ্যাপ রয়েছে এবং এটিতে কিছু চমৎকার দরকারী ফিচার রয়েছে। আপনি যদি স্যামসাং মোবাইল থেকে কোন একটি মেসেজ ডিলিট করেন, তাহলে সেটি ৩০ দিনের জন্য Recycle Bin এ থাকবে। এখন আপনি যদি Samsung ফোন থেকে কোন মেসেজ রিকভার করতে চান, তাহলে আপনাকে ৩০ দিনের মধ্যেই সেটি রিকভার করার জন্য পদক্ষেপ নিতে হবে।
Samsung ফোন থেকে ডিলিট করা মেসেজগুলো রিকভার করার জন্য আপনি নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে Samsung এর Default Message অ্যাপটি ওপেন করুন।
২. এরপর উপরের ডানদিকে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং তারপর Recycle Bin অপশনে চলে যান।
৩. এবার আপনি টেক্সট মেসেজগুলো চেক করুন এবং যেটি রিকভার করতে চাচ্ছেন সেটির উপর দীর্ঘক্ষণ ট্যাপ করে ধরে থাকুন। মেসেজের উপর ট্যাপ করে ধরে থাকার পর নিচে Restore বাটন দেখতে পাবেন। এখন সে বাটনে ক্লিক করার পর আপনার ডিলিট করা মেসেজটি রিকভার হবে এবং সেটি আবার হোম পেজে ফিরে যাবে।
তবে, Samsung ফোনে ডিলিট করা মেসেজ আবার রিকভার করার জন্য অবশ্যই আপনাকে ৩০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে কোন মেসেজ ডিলিট করলে ৩০ দিন পর সেটি আর Recycle Bin থেকে রিকভার করতে পারবেন না।
আপনি যদি আপনার মেসেজগুলো ব্যাকআপ করে রাখার জন্য কোন একটি সার্ভিসে সাবস্ক্রাইব করেন, তাহলে এটি আপনাকে আপনার ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি যদি AT&T এ সাবস্ক্রাইব করার মাধ্যমে AT&T এর Messages Backup & Sync ব্যবহার করেন, তাহলে আপনি পরবর্তীতে এই অ্যাপগুলো থেকে আপনার মেসেজ গুলো রিকভার করতে পারবেন। এসব অ্যাপস গুলো আপনার সকল মেসেজ ব্যাকআপ করে রাখে এবং সেটি যেকোনো সময় পুনরুদ্ধার করার ব্যবস্থা করে দেয়। সেই সাথে, এ ধরনের সার্ভিসগুলো আপনাকে অন্যান্য ডিভাইস থেকে ও টেক্সট মেসেজগুলো অ্যাক্সেস করার পারমিশন দেয়।
তাহলে, আপনি যদি এরকম কোন টেক্সট মেসেজিং সার্ভিস ব্যবহার করেন, তাহলে এসব ক্ষেত্রে মেসেজ রিকভার করার ক্ষেত্রে অতিরিক্ত ফিচার পেতে পারেন।
বর্তমানে গুগল প্লে স্টোরে এবং বিভিন্ন ওয়েবসাইটে ডাটা রিকভারি সফটওয়্যার এর কোন অভাব নেই। আর এই সমস্ত সফটওয়্যার গুলোর মধ্য থেকে অনেক অ্যাপ রয়েছে, যেগুলো টেক্সট মেসেজ রিকভার করার দাবি করে থাকে।
এসব কৃষক অ্যাপস গুলো সাধারণত আপনার ফোন থেকে মুছে ফেলার ডাটা গুলো স্ক্যান করতে এবং সেসব ডেটা গুলো রিকভার করার মত ফিচার অফার করে। আর এখানে পাওয়া যায় এমন কিছু টুলস রয়েছে, যেগুলো ব্যবহার করে মোবাইল থেকে টেক্সট মেসেজ রিকভার করার জন্য আপনাকে আপনার ডিভাইসটি রুট করতে হবে। আবার অনেক ক্ষেত্রে এ ধরনের সার্ভিস নেওয়ার জন্য আপনাকে তাদের বিভিন্ন প্যাকেজে সাবস্ক্রাইব করতে হতে পারে। আর তাই, এ ধরনের সার্ভিস নেওয়ার আগে আপনি অবশ্যই নিশ্চিত হন যে, সেই টুলটি আপনাকে ডিলিট করা মেসেজ রিকভার করে দিতে পারবে।
সেজন্য এধরনের সার্ভিস নেওয়ার আগে আপনি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে তাদের রিভিউ দেখে নিন এবং তারপরই তাদের পেইড সার্ভিস নিতে পারেন।
আপনি যদি উপরের পদ্ধতি অবলম্বন করেও আপনার ডিলিট করা মেসেজ ফিরে না পান, তাহলে সম্ভব হলে সেই মেসেজের লোকের সাথে যোগাযোগ করুন। বিশেষ করে আপনাকে তখনই মেসেজ ফিরে পাওয়ার জন্য সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে, যখন মেসেজটি অনেক গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার ডিলিট করা মেসেজটিতে কোন গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে এবং আপনি সেটি ডিলিট করার কারণে সেটিকে হারিয়ে ফেলেন, তাহলে এক্ষেত্রে আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে মেসেজটির কপি নিতে পারেন। এক্ষেত্রে আপনি আবার তাকে সেই মেসেজটি ফরওয়ার্ড করার জন্য বলতে পারেন।
আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণেই আমাদের মোবাইল থেকে কোন মেসেজ ডিলিট করি। এক্ষেত্রে এটি হতে পারে যে, আপনার মোবাইলে অনেক বেশি মেসেজ এসেছে এবং সেটির জন্য কিছু মেসেজ ডিলিট করে দিতে চাচ্ছেন। তবে, আপনি এখন সেসব মেসেজগুলো কম গুরুত্বপূর্ণ মনে করলেও, পরবর্তীতে সেসব মেসেজগুলোর অনেক প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং পরবর্তীতে আপনি সেসব মেসেজগুলো ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
আর তাই, আপনি যদি শুরুতেই কিছু পদক্ষেপ নেন, তাহলে আপনার মোবাইল থেকে Permanently কোন মেসেজ ডিলিট হওয়া থেকে বাঁচাতে পারবেন। তবে চলুন, এবার কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করা যাক, যেগুলো অনুসরণ করে আপনি স্থায়ীভাবে আপনার ডিভাইস থেকে মেসেজ হারানো থেকে রক্ষা করতে পারেন।
মোবাইলে থাকার ডিফল্ট মেসেজিং অ্যাপটি কোন কনভারসেশন ডিলিট করার পরিবর্তে, সেটিকে Archive এ সংরক্ষণ করে রাখার ও একটি অপশন অফার করে থাকে। একইভাবে, অন্যান্য বিকল্প টেক্সট মেসেজিং অ্যাপগুলোতে ও এ ধরনের ফিচার থাকে।
আপনার মোবাইলের প্রধান মেনু থেকে যদি কিছু অপ্রাসঙ্গিক কনভারসেশন হাইড করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি সেটিকে সরাসরি ডিলিট না করে Archive এ যুক্ত করে রাখতে পারেন। এতে করে, এটি শুধুমাত্র আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে হাইড হবে এবং আপনি সেটিকে যেকোনো সময় Archive অপশন থেকে দেখে নিতে পারবেন।
আপনি যদি এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মোবাইলের ডিফল্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, তাহলে মেসেজ হোম পেজে কোন মেসেজে ডান অথবা বাম দিকে Swipe করলে, মেসেজটি Archive হবে। এছাড়াও আপনি কোন একটি মেসেজের ভিতরে গিয়ে সেটিকে Archive করতে পারেন।
১. কোন মেসেজ Archive এ সংরক্ষণ করার জন্য প্রথমে Google অ্যাপ ওপেন করুন। এরপর, যেকোনো একটি মেসেজ আর্কাইভে সংরক্ষণ করার জন্য সেটিকে, ডান অথবা বাম দিকে সোয়াইপ করুন।
আর আপনি পূর্বে উপরে দেখানো ধাপগুলো অনুসরণ করে Archive এর মেসেজগুলো হোমপেজে ফিরিয়ে আনতে পারবেন।
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ড্রাইভের ব্যাকআপ অপশন Enable করে রাখেন, তাহলে এটি আপনার মেসেজ গুলোকে Permanently ডিলিট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। গুগল ড্রাইভ আপনার মোবাইলে ইন্সটল করা অ্যাপগুলোর ডেটা, মিডিয়া ফাইল, কলেজ স্টোরি, এসএমএস, ডিভাইস সেটিংস এবং গুগল একাউন্টের ডাটা ব্যাকআপ করে রাখে। আর আপনি যদি Google ড্রাইভ এর ডাটা ব্যাকআপ অপশন চালু করে রাখেন, তাহলে আপনি অন্যান্য ডিভাইস থেকেও ব্যাকআপ ডাটা গুলো অ্যাক্সেস করতে পারবেন।
১. মোবাইলের ব্যাকআপ ফোন চালু করার জন্য প্রথমে আপনার মোবাইলের Settings অপশনে যান এবং তারপর System অপশনে চলে যান।
২. এরপর এখান থেকে Backup অপশনটি সিলেক্ট করুন।
৩. এবার এখানে আপনি আপনার একাউন্টের স্টোরেজ চেক করুন এবং তারপর Backup by Google One অপশনটি চালু করে দিন।
আপনি যখন আপনার মোবাইলের বিভিন্ন ফাইল, কল হিস্টরি এবং মেসেজ সহ যাবতীয় বিষয়গুলো গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখবেন, তখন আপনার গুগল ড্রাইভের স্পেস পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে তখনই আপনার Google ড্রাইভের স্পেস ফুরিয়ে যেতে পারে, যখন আপনি আপনার ডিভাইসের স্পেস খালি করার জন্য গুগল ড্রাইভে অতিরিক্ত ডাটা ব্যাকআপ করে রাখবেন।
তবে, আপনি যদি গুগলে আপনার টেক্সট মেসেজ ব্যাকআপ করে রাখেন এবং সেটিকে পরবর্তীতে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ফোনটিকে Factory Reset করতে হবে। এরপর আপনার মোবাইল সেটআপ করার সময় আপনাকে Google Drive থেকে ডাটা গুলো Restor করার অপশন সিলেক্ট করতে হবে।
অনেকেই তাদের টেক্সট মেসেজ রিকভার করার জন্য ক্লাউড ব্যাকআপ এর মত সার্ভিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবে, Puls এর মত কিছু থার্ড পার্টি এসএমএস রয়েছে, যেগুলো আপনার টেক্সট ব্যাকআপ এবং সেগুলোকে পরবর্তীতে রিস্টোর করার মত সুবিধা দিয়ে থাকে।
Puls SMS এ রয়েছে একাধিক Theme Option, আপনার মেসেজ ডেক্সটপে চেক করার জন্য ওয়েব ভার্সন, সেই সাথে রয়েছে Wear OS Support, Password Protection, Rich Web link Preview করার অপশন, টেক্সট মেসেজগুলো ব্যাকআপ করে রাখা ও সেগুলো রিস্টোর করার সুবিধা এবং আরো রয়েছে Automated Replies দেওয়ার মতো ফিচার। তবে আপনাকে তাদের কিছু এডভান্স বিচার ব্যবহার করার জন্য অবশ্যই 0.99 ডলার প্রতিমাসের সাবস্ক্রিপশন নিতে হবে।
যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে টেক্সট মেসেজ ডিলিট করি। কিন্তু, পরবর্তীতে আমাদের সেই মেসেজটির প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এজন্য আমরা ডিলিট হওয়া মেসেজ রিস্টোর করার উপায় অনুসন্ধান করি। Samsung মোবাইলের মত আপনার ফোনেও যদি Recycle Bin অপশন থাকে, তাহলে আপনি খুব সহজেই ৩০ দিনের মধ্যে ডিলিট করার টেক্সট মেসেজ ফিরিয়ে আনতে পারবেন। তবে, অন্যান্য ব্রান্ডের ফোন কিংবা সাধারণ Android মোবাইল থেকে ডিলিট করার টেক্সট মেসেজ আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।
আর তাই, আপনি যদি প্রথমেই আপনার মোবাইল থেকে টেক্সট মেসেজ সরাসরি ডিলিট না করে সেটিকে Archive এ রাখেন, তাহলে সেটি আপনি যেকোনো সময় পুনরুদ্ধার করতে পারবেন। সেই সাথে, আপনি যদি আপনার মোবাইলের টেক্সট মেসেজ ব্যাকআপ করে রাখার জন্য কোন থার্ড পার্টি অ্যাপ বা সার্ভিস ব্যবহার করেন, তাহলে সেটির মাধ্যমে ও আপনার মোবাইলের ডিলিট করা টেক্সট মেসেজ রিকভার করা সম্ভব।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)