প্রয়োজনীয় এবং মজার সেরা ৫ টি ওয়েবসাইট

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

প্রয়োজনীয়ও এবং মজার অনেক ওয়েবসাইটের সাথে ইতিপূর্বে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আজকে ও আমরা ৫ টি চমৎকার ও কাজের ওয়েবসাইট দেখতে চলেছি

১. Axiom

দারুণ একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি ওয়েবসাইট ব্রাউজিং এর বট তৈরি করতে পারবেন। অটোমেশন কাজ তৈরি করা যাবে এটি দিয়ে। এটি ব্যবহার করে কাস্টম বট তৈরি করা থেকে শুরু করে, Visual Web Scraping, Data Entry, Spreadsheet Automation, করতে পারবেন। বট তৈরি করতে দরকার হবে না কোন কোডিং এর। এটিকে কানেক্ট করতে পারবেন, Zapier, Integromat অথবা Webhooks এর সাথে।

Axiom

অফিসিয়াল ওয়েবসাইট @ Axiom

২. Wolframalpha

ম্যাথ নিয়ে ঝামেলায় আছেন? আপনাকে সাহায্য করতে পারে Wolframalpha। যেকোনো ধরনের ম্যাথ সমস্যা সমাধানে এটি আপনার কাজে লাগতে পারে। পাবেন ফিজিক্স, ক্যামেস্ট্রি এরও সমাধান।

Wolframalpha আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক কঠিন ম্যাথের সমাধানও করে ফেলতে পারে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে। শুধু ম্যাথ আর সাইন্স নয় এটি কখনো কখনো সমাধান দিতে পারে আপনার জীবনের সমস্যারও।

Wolframalpha

অফিসিয়াল ওয়েবসাইট @ Wolframalpha

৩. Tinywow

এটি দুর্দান্ত টুলে পরিপূর্ণ ওয়েবসাইট। রয়েছে নিত্যদিনের ব্যবহারের বিভিন্ন টুল। এক জায়গায় আপনি পাবেন ইমেজ টুল, ডকুমেন্টস টুল সহ আরও অনেক কিছু। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি, PDF মার্জ করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডক ফাইলকে PDF এ কনভার্টও করতে পারবেন।

Tinywow

অফিসিয়াল ওয়েবসাইট @ Tinywow

৪. OpenSourceAlternative

নাম দেখেই হয়তো বুঝতে পারছেন এটি কি নিয়ে। হ্যাঁ এখানে আপনি ৪০০+ ওপেন সোর্স অলটারনেটিভ SaaS সফটওয়্যার পেয়ে যাবেন। রয়েছে, Datadog, NewRelic, Power BI, tableau, Qlik, MicroStrateg এর মত SaaS এর সেরা অলটারনেটিভ।

OpenSourceAlternative

অফিসিয়াল ওয়েবসাইট @ OpenSourceAlternative

৫. JotForm

JotForm ওয়েবসাইটে আপনি পাবেন ১০, ০০০ এরও বেশি অনলাইন ফর্ম এর টেম্পলেট। যারা অনলাইনে লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাদের জন্য দরকারি একটি ওয়েবসাইট হতে পারে এটি।

এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফর্ম তৈরি করার সুযোগ পাবেন। বর্তমান সময়ের চাহিদার কথা চিন্তা করে টেম্পলেট গুলো ডিজাইন করা বলে আপনি লিড জেনারেশনে সফল হতে পারবেন।

JotForm

অফিসিয়াল ওয়েবসাইট @ JotForm

শেষ কথা

বর্তমানে বিভিন্ন কাজ থার্ডপার্টি অ্যাপ ছাড়াই করা যায় যার উদাহরণ হয়তো আপনারা এই টিউনটিতে পেয়েছেন। আজকে এমন এমন কিছু টুল নিয়ে আলোচনা করলাম যেগুলোর ফাংশনালিটি পেতে বিভিন্ন অ্যাপ এর প্রিমিয়াম ভার্সন কিনতে হয়।

বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস