ওয়াই-ফাই রাউটারের Schedule Rebooting/ Periodic Restart এর সুবিধা কি কি?
ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে কোন সমস্যায় পরেননি এমন ব্যক্তি খুব কমই আছেন। নিচের পদ্ধতি অবলম্বন করলে আশাকরি আপনারা রাউটারের বিভিন্ন সমস্যা সমাধান করে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
রাউটার রিস্টার্ট বা রিবুট করে ইন্টারনেটের গতি বাড়ানো যায় (কাজটি একবার করলেই হবে, পরবর্তীতে অটোমেটিক হবে)। রাউটার অনেকটা কম্পিউটারের মত, এটি পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম, প্রসেসর, র্যামসহ অনেক যন্ত্রপাতি রয়েছে। আপনার বাসার রাউটারটি কিন্তু ২৪/৭ ঘন্টাই সেবা দিয়ে যাচ্ছে, তবে মাঝে মাঝে নিম্নোক্ত সমস্যায় আপনি পরতে পারেন।
রাউটারটি একবার রিস্টার্ট বা রিবুট করবেন এর ফলে নিম্নোক্ত সুবিধা পাবেন:
পৃথিবীর সকল বিখ্যাত রাউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাউটারটি নির্দিস্টি সময় পর রিস্টার্ট দেবার কথা বলেছেন এবং রাউটারগুলোতে Schedule Rebooting ফিচার দিয়ে রেখেছেন। এর ফলে আপনি আপনার রাউটারে Periodic Restart চালু করতে পারবেন। একবার এই ফিচার চালু করে রাখলে আপনার রাউটারটি প্রতিদিন বা আপনার সেট করে দেয়া সময়ে অটোমেটিক রিস্টার্ট হবে। আপনাকে আর কষ্ট করে বার বার ম্যানুয়ালি রিস্টার্ট দেবার প্রয়োজন হবে না। আমি এই Schedule Rebooting ফিচার চালু করে রাউটার থেকে ভালো পার্ফমেন্স পাচ্ছি, আমার কাছে মনে হলো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা উচিত। নিচের ভিডিওতে সেটিংটি দেখানো আছে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আশাকরি আপনাদের উপকারে আসবে।
WhatsApp ব্যবহারকারীদের জানা প্রয়োজন, গুরুত্ত্বপূর্ণ সেটিংস্, নিরাপদে থাকুন
আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বাংলাদেশে schedule rebooting এর প্রয়োজন পরে না। যে পরিমাণ লোডশেডিং, তাতে reboot এর কাজ হয়ে যায় বা other যে problem দেখাইছেন টা solve হয়ে যায়। যেসব country গুলোতে 24/7 electricity থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।