আমি আজ আপনাদের সাথে সম্পূর্ন ফ্রি প্রিমিয়াম মানের ডাউনলোড ম্যানেজারের ফিচার নিয়ে আলোচনা করব। কোন সমস্যা ছাড়া আমি এটা দীর্ঘ দিন ধরে ব্যবহার করছি।
আমরা যারা ইন্টারনেট জগতে বিচরণ করি, আমাদের প্রায়ই ইন্টারনেট থেকে বড় সাইজের ফাইল ডাউনলোড করতে হয়। বড় আকারের ফাইল ডাউনলোড করার জন্য আমরা সাধারনত ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। অনেকে হয়তো ভালো মানের ডাউনলোড ম্যানেজার না পেয়ে পাইরেটেড সফট্ওয়্যার ব্যবহার করছেন। সাধারণত পাইরেটেড সফট্ওয়্যারগুলোতে ভাইরাস, ম্যালওয়্যার থেকে থাকে যা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের জন্য বিপদজনক হতে পারে।
আমরা সাধারণ ব্যবহারকারীরা এর অ্যাডভান্স ফিচারগুলো ব্যবহার জানি না এর ফলে ডাউনলোড ম্যানেজার থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারি না।
Free Download Manager(FDM) এর চমৎকার ফিচারগুলো নিচে আলোচনা করা হলো।
০১. সিডিউল বা Schedule ডাউনলোড: আপনার দরকারী ফাইল একটি নির্দিষ্ট সময় অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ডাউনলোড ম্যানজারের মাধ্যমে আপনারা সিডিউল ডাউনলোড সুবিধা সেট করতে পারেন। যখন ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি থাকে সেই সময়টি আপনি পূর্বেই সেট করে রাখতে পারবেন অথবা আপনার জন্য যে কোন সুবিধাজনক সময়ে ডাউনলোড সেট করতে পারবেন।
০২. ডাউনলোড মোড: আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন তথন কোন ফাইল ডাউনলোড দিলে সাধারনত আপনি ব্রাউজিং স্পিড কম পাবেন, কারন আপনার ডাইনলোড ম্যানেজার ফাইল ডাউনলোড করার জন্য সর্বোচ্চ ব্যান্ডউয়িথ ব্যবহার করবে। ডাউনলোড শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি ভালো ব্রাউজিং স্পিড পাবেন না। এই ডাউনলোড ম্যানজারের মাধ্যমে আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। High Mode, Normal Mode, Low Mode এই তিন মোডে আপনি ফাইল ডাউনলোড সুবিধা পাবেন। Low Mode এ ব্রাউজিং স্পিড ভালো পাবেন কিন্তু ফাইল ধীরে ধীরে ডাউনলোড হবে। আপনি নিজের ইচ্ছা মতো যে কোন সুুবিধাজনক মোড সিলেক্ট করে কাজ করতে পারবেন।
০৩. রিজিওম (Resume Feature): অনেক ক্ষেত্রে দেখা যায় বড় সাইজের ফাইল ডাউনলোড করার সময় ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়া ফাইলের সাইজ অনেক বড় হওয়াতে ডাউনলোড হতে দুই/তিন দিন সময় লেগে যায়। আপনার ফাইলের যত টুকুই ডাইনলোড হোক না কেন, পরবর্তীতে আবার সেখান থেকে শুরু হবে। অর্থাৎ আপনি Resume সুবিধা পাবেন। ফাইল ৫০% ডাউনলোড হবার পর ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করলেও আবার চালু করলে ৫০% থেকেই ডাউনলোড শুরু হবে।
উপরের ফিচারগুলো চালু করে আপনি আরও চমৎকারভাবে আপনার ফাইল ডাউনলোড করতে পারবেন। ফিচারগুলো চালু করতে সমস্যা হলে নিচের ভিডিও দেখতে পারেন।
আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।