Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ)

আপনাদের স্নেহ ও ভালবাসায় শুরু করছি আজকের টিউন ।

আশাকরি আজকের টিউনটা আপনাদের অনেকের ভাললাগতে পারে এবং কাজে আসতে পারে ।

অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে  আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।

*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***

  1. প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
  2. তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
  3. তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।

ক) জিপি এর জন্য – ১২৬৬

খ) রবি এর জন্য – ৮১২১

গ) বাংলালিংক এর জন্য – ৭৭০

ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯

** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।

এবার ফলাফলঃ

এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call  টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।

আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।

**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।

কেমন লাগলো আমাকে জানাবেন ।

Level 0

আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Darun !!! Thankyou very much !!! Go Ahead !!!

Level 0

এই ধরনের একটা চমৎকার টিপস দেবার জন্য অনেক ধন্যবাদ।কিন্তু টিপস টা কামন করে জানলেন ভাই??????????????

Level 0

Boss, ai trickta amr jana silo. Bt amk ata sukkho misscal dei j call kete dear sujog e paina. Amk goto 7-8 mas jabot amk akta num disturb korse. Khali mcal dei. Er theke nistar paoar kono upai thakle plz janan.

    Level 0

    @tusher3365: Apni chaile call block software use korte paren. Apnar mobil ki abong model ki?

খুবই কাজের ট্রিকস দিলেন ভাই।

vai last 5 years dhore ami miss call alert er poriborte voice mail use kortesi ‘if out of reach’ e divert kore. karon miss call alert e proti mash e tk kate but voicemail e kate na but misscall alert er kaj o hoy. but apni j kaje use er kotha bolsen, caller jodi choto misscall day apni to katar e tym paben na! tokhon ki korben?

Bhai khub proyojonio tips disen.lot of thx…..go ahd…..

মজা পেলাম। দারুন আইডিয়া………………

Level 0

jokhon apni busy, ebong call kate dite chan tokhon ki korben?

Nice Tricks!
Lets block the annoying persons without any cost!!
http://fairytips.blogspot.com/2011/09/keep-block-annoying-persons.html

THANK U.AME 2005 THAKA VOICE MAIL USE KORI.AKHON AME SINGAPORA THAKI 2 YEAR DORA,ARAR CODE GOLO DAKI CHANGE HOYA GASA.APNAR TUNE TA KHOB VALO HOYASA,JA RA JANA NA TADAR JONNO KHOB BALO HOLO

Level 0

তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন
ভাই এখানে কি আমার নেটওয়ার্ক এর কড দেব ?
নাকি জার নাম্বার ব্লক করতে চাই তার নেটওয়ার্ক এর কড দেব ?
প্লিজ জানাবেন
জে,কে, আসাদ
০১৯১৮ ১৯০৬৯৪

পুরাতন জিনিস । তবু ও ধইন্না……..

Level 0

thnx vai…

Level 0

Good

Level 0

অনেক ভাল হয়েছে।

Level 0

very nice tips

পুরান জিনিস

Level 0

Thanks sanwar vai.

সুন্দর !

আগে এই ট্রিক ফলো করতাম। কিন্তু বেচারার জন্য মায়া লাগে, এখন আর করি না :পি

Level 0

Nice info, Thanks for sharing.

ভাই GF এর নাম্বার কাইটা দিছি… 🙁 টাকা ফেরত দেন… 😀

789 চাপছি কিন্তু এই নাম্বার +8801600000789 এ ডাইভার্ট হয়ে গেছে… কোন সমস্যা হবে…নাত?

C5-00 er leiga call block soft lagbe…trial soft dien na vai..registr or crack soft den…

Excellent.Keep going Brother

জান ছিল না সুন্দর তো ধন্যবাদ আপনাকে।

@https://www.techtunes.io/tuner/sarwar4all/ ধন্যবাদ

vai download link nai oi blog page a…..

Level 0

thnx vai…

I Used it before. Tobe Jamelao Ace. Dorkareo Maje Maje Phone Katte Hoi. Tokhon Problem.

Vai C5-00 er jonne kaspersky mobile v9 ta pawa jabe registrd or cracked ???

ভাইজান আপনি মাথায় কি নিয়ে ঘুমান?এত চমৎকার বুদ্ধি আপনি কথায় পেলেন?মেনি মেনি ধইন্না পাতা

voicemail e amar tk katbe nato ei ta janen to?

1ta niddristi no. a to r eta kora jabe na, tayle lav ki, amake j call korbe sobar e to taka katbe!!

Level 0

Sony Ericsson বা Sony তে এমনিটেই করা যায়

Khube kajer tune ai digital juge…..