ভাইরাসের কারনে আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে

সবাই কেমন আসেন । আশা করি ভালই আসেন । আমি টেক টিউনের রেগুলার ভিসিটর । কিন্তু কখনো টিউন করিনি । এটাই আমার প্রথম টিউন । তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন । আর সবাইকে ঈদ এর আগাম শুভেচ্ছা রইল ।

ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম ই আছে। ভাইরাস এর কারনে pc র অনেক সমস্যা হয়ে থাকে । এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর ই pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips  আপনাদের সাথে share করছি । windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন । কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে ।এজন্নে আপনি প্রথম এ start মেনু তে যান । এইবার টাইপ করুন run । এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow। এখন windows xp ডিস্ক ঢুকান।

উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)

আপনার pc ফরম্যাট দেবার দরকার হলে আগে এই টিপস টি একটু দেখে নিবেন।

Level 0

আমি স্বপ্ন স্বার্থক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

prothom tune ei fatie dieachhen, khubbi dorkari tips, thnx apnake

Valo hoyachy.Thanks.

খুবই ভাল হয়েছে চালিয়ে জান ।

Level 0

ভালো লাগলো !

স্বাগতম আপনাকে,প্রথম টিউন ভাল হইছে ভাল টিপস শেয়ার করলেন,ধন্যবাদ আপনাকে আশা করছি সামনে আরো ভাল টিউন পাব।

সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ, এটা আমি অনেক দিন যাবত ব্যাবহার করিতেছি

windows7 r khetre ki kora jai? advice Plz..

Its also work in windows 7……

its now working with win-7.

ধন্যবাদ, ভাই আমার পিচি অনেক স্লো হয়ে গেছে, win xp, আপনার টিপস কাজ হবে কিনা?
আমি ভাবতেছি ফরম্যাট করার জন্য,

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।ভাল হয়েছে। শুভেচ্ছা আপনাকে।

Level 0

apnakeo onek dhonnobad

Level 0

ভাই এটা নিয়া আমিও ছোট্ট একটা TUNE করসিলাম।

jotilllllll….dhonnobad

ধন্যবাদ শেয়ার

Level 2

খুব খুব খুব সুন্দর হইছে টিউনখান 😀

Level 2

7 এ কাজ করবে ???

দারুন টিঊন।ধন্যবাদ।

Asola atogulo manusar kotha kokhono mittha hota parana.Onak sundor hoisa apnr tune ti.It will be very helpful for me.Thanks a lot for ur great tune.

vai ami kivabe pendrive diye xp install dite parbo please aktu bolben.ar apar tune ti te xp disk na dukeye pendrive dile hobe ke?

vai eta ki windows 7 er khetreo kaj dibe?