ফাইলসনিক এর প্রিমিয়াম কোকী ব্যাবহার এর সহজ উপায় (১০০% ওয়য়ারকিং)

নানা ভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবার মাধ্যম আমাদের জানা। তবে আজ আমি আপনাদের সাথে জেই মাধ্যমের কথা শেয়ার করব টা অনেকের জানা থাকতে পারে। আর জাদের জানা নেই তাদের জন্ন্যই আমার এই প্রয়াস। এখন কাজের কথায় আসি । নিচে কাজের ধাপ গুলো স্ক্রীন শট সহ  দেখান ও হল।

ধাপ-১

প্রথমে আপনার নিকট মজিলা ফায়ার ফক্স এর যেকোনো একটি ভার্সন লাগবে।

ধাপ-২

এখন কোকী এডিটর নামাতে হবে।কোকী এডিটর এর জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন

ধাপ-৩

http://www.filesonic.com এ গিয়া একটি ফ্রী অ্যাকাউন্ট খুলুন। সেই অ্যাকাউন্ট এ লগ ইন করুন।

ধাপ-৪

Tools এ জান। সেখানে গিয়া  Cookies Editor এ ক্লিক করুন।

ধাপ-৫

ফিল্টার এ filesonic লিখেন।

ধাপ-৬

এখন  PHPSESSID সিলেক্ট করুন। এবং এডিট বাটন এ ক্লিক করুন।

ধাপ-৭

এখন  Domain:      .filesonic.com     লিখেন

Path: /

Cookie Content: ********************* (Cookie এর জন্য আমার ব্লগে ভিসিট করেন। ব্লগে জেতে এখানে ক্লিক করুন,রেগুলার আপডেট করা হয়)

তারপর আপনি সেভ করেন এবং ক্লোজ করে ছলে আসেন।

তারপর আম্পনার ফাইলসনিক এর লগ ইন করা পেজ টি রিলোড দেন।

দেখুন আপনি পেয়ে গেছেন একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট এর লগ ইন করা পেজ।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

Level 0

আমি a4tech। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jotil vai onek kaje lagbe

Level 0

not compitable with 7.01

Level 0

গুছানো টিউন ।ভাল হইছে……………।।

ভাই প্রেমিয়াম আকাউন কিভাবে ইউজ করে…????????
অ্যান্ড আকাউন দিয়ে ডাউনলোড করব কিভাবে তা একটুঁ বলেন…।।?????????

Level 0

chrome এর টা কই???

Level 0

wait koren tech_no dea dvo…..

Level 0

এই টিপস টি ব্যাবহার করতে চাইলে আপনাদের মজিলা ফায়ারফক্স এর ৩.৫.৩ ভার্সন টি ব্যাবহার করতে হবে।আমি এটি দিয়া করেছি।

@a4tech: vai apni bollen je- (Cookie এর জন্য আমার ব্লগে ভিসিট করেন। ব্লগে জেতে এখানে ক্লিক করুন,রেগুলার আপডেট করা হয়).. click korlam kintu vai jei page ta ase seita te filesonic er cookies ase kintu click korle Forbidden lekha uthe, vai doya koira er solve den…………………..

Level 0

apnar site off!!!