Recover Facebook account (Update)

আজ কাল অনেক জায়গায় দেখছি অনেকেই বলছেন তার অথবা তার বন্ধুর Facebook account hack হয়েছে।  😳

তারা তা recovery করতে পারছে না।  😥

আজ আমি আপনাদের দেখাব কি ভাবে hacked হওয়া Facebook account recover করতে হয়। এমন কি আপনার email id ও যদি hack হয় তাও Facebook এর account recover করা যাবে।

  1. এই link এ যান। [http://www.facebook.com/hacked]
  2. "My Account Is Compromised" button এ click করুন।
  3. email address অথবা facebook username অথবা বন্ধুর নাম দিয়ে আপনার Facebook এর account খুজে বের করুন।  
  4. আপনার account খুজে পেলে This is my account এ click করুন।
  5. তারপর আপনার নুতুন অথবা পুরাতন যে কোন একটি password দিয়ে continue এ click করুন।  
  6. নুতুন একটি page আসবে Secure your account এই কথা টা লিখা থাকবে। continue এ click করুন।

    7. New Password দিয়ে Submit এ click করুন।  

    8.আপনার Email change করে থাকলে তা এই option থেকে change করে নিতে পারেন। আর change করতে না হলে continue এ click করুন। 

    ৯। Continue এ click করুন।

    ১০ মাঝের কিছু ছবি দিলাম না আপনারা দেখলেই বুঝতে পারবেন কি করতে হবে।

    ১১. উপরের ছবিটা শেষ page এর ছবি। এই page এ Turn on extra security features  এ টিক দিয়ে লগইন করুন।

    Be happy. আপনার Facebook এর account recovery হয়ে গেল।

আপনার Facebook এর কোন problem থাকলে আমাকে বলতে পারেন। যতটুকু পারি সাহায্য করব।
            Email address: [email protected]
                                         : [email protected]

Level New

আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের একটা পোস্ট । ধন্যবাদ ।

আমার ১টি MIG33 ACCOUOT HACK হয়ে গেছে । উদ্ধার করতে পারার জন্য ১টি টিউন লিখতে অনুরোধ করছি আজি

ভাই আমি তো আমার ফ্রেন্ড এর ইমেইল এড্রেস জানি তাহলে কি আমি আমার ফ্রেন্ড এর অ্যাকাউন্ট হ্যাক…. !!!

Level 2

ভালোই কাজের জিনিস দিলেন ভাই 😀

সুন্দর !

Level New

asraful vai apni shudhu apnar friend ar email janle tar account a login korte parben na. tar email/facebook ar password tao jante hobe.

Level 0

আমার ফ্রেন্ড এর ইমেইল এড্রেস জানি তাহলে কি আমি আমার ফ্রেন্ড এর অ্যাকাউন্ট হ্যাক করতে পারব

Level 0

সজল ভাই আপনার জিমেইল টা চেক করেন।

দারুনতো আসা করি কাজে আসবে।ধন্যবাদ।

Level 0

ভাই দুনিয়া তে যদি বড় কোন প্রবলেম থাকে অতাই আমি পরচি। আমাকে হেল্প করুন । আমার আই ডি মোবাইল নাম্বার দিয়া করছিলাম । ত ওই দিন মোবাইল নাম্বার টা দিয়া আরেকটা আই ডি ভেরিফাই করছি তার পর থেকে আমার ওই মোবাইল নাম্বার দিইয়া আমার আই ডি তে লগ ইন করতে পারি না ………যে নতুন আই দি টা মোবাইল দিয়া ভেরিফাই করছিলাম এটা থেকে মোবাইল টা রিমুভ করে দিছি তবু ও হচ্ছে না । হেল্প করলে অনেক উপকার হত।

    Level New

    Tuner ভাই আপনার কোন problem না থাকলে আপনার Facebook এর Id, username & pass টা আমাকে email করেন আমি দেখি কি করতে পারি।
    My email address: [email protected] or [email protected]

      @সজল: vai sazal, tuner er problem er ki solution hoise,amar o ekee problem,amr mobile notication on silo,pore phone number delete hoye jawai ekhn verification code asche na and log in approval on silo.now kono recognise device theke log in korte bolse bt amar kono device recognise kora silo na,akhn ki korte pari,bapok problem ki je kori???
      amar email [email protected]. solution jana thakle amake ektu kosto kore ei email e ans diyen plz

Level 0

vai upore je niyom deoa hoise sei onujai kaaj korsi kin2 accnt temporay block dekhay……SAMRAT SHAHENSHAH ei name ekta accnt khulsilam…..kin2 ota hacked hoe gese….email ID o mone nai…..ekhon ki korbo?

ভাই ,আপনার দরকার আসে ।

vai ami apnake akta friend request pataisi/…rajowan roshid