Windows এর দরকারি ৪ টি ট্রিকস যা বেশির ভাগ মানুষ-ই জানে না

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আজকে আমি দেখাতে চলেছি Windows এর দারুণ চারটি ট্রিকস

১. Microsoft 365 ব্যবহার করুন ফ্রিতে

আমি এখন যে ট্রিকস দেখাতে চলেছি এটা বেশিরভাগ ইউজাররাই জানে না। ctrl+shift+windows+alt এক সাথে প্রেস করে ছেড়ে দিন! কি অবাক হলেন? Microsoft 365 ওপেন হয়েছে। এখন এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

২. প্রতিদিন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড

আপনি কি আপনার ডেক্সটপের লক স্ক্রিনের প্রতিদিন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড ইমেজ চান তাহলে এই সেটিংসটি আপনার জন্য। ডেক্সটপে রাইট ক্লিক করুন Personalize সিলেক্ট করুন, Lock screen এ ক্লিক করে Background হিসেবে Windows Spotlight সিলেক্ট করে দিন।

৩. কনভার্টার হিসেবে ক্যালকুলেটর

আমাদের সবার পিসিতে একটা ক্যালকুলেটর থাকে কিন্তু এর ব্যবহার সম্পর্কে আমরা কতটুকু জানি? আপনার ক্যালকুলেটরকে ব্যবহার করতে পারেন কনভার্টার হিসেবে। ক্যালকুলেটর ওপেন করুন এবং Converter সেকশন থেকে প্রয়োজনীয় পরিমাপে ক্লিক করুন।

৪. একই সাথে দুটি সময় দেখুন

আপনি চাইলে একই সাথে দুইটি দেশের সময় দেখতে পারেন। এটা বিশেষ করে যারা বাইরের দেশের থাকেন তাদের জন্য। আপনি এক সাথে বাংলাদেশের টাইমও দিয়ে রাখতে পারেন অথবা অন্য দেশের সময়ও সিলেক্ট করে রাখতে পারেন।

Settings এ যান Time & language থেকে Add clock for different time zones এ ক্লিক করুন এবং নতুন একটি টাইম এড করে দিন।

শেষ কথা

টিউনে উল্লেখিত ট্রিকস গুলো কঠিন কিছু না, হয়তো কিছু সম্পর্কে আপনি আগে থেকেই জানেন। তবে যদি না জেনে থাকেন তাহলে আশা করছি এই টিউনটি আপনার উপকারে এসেছে।

বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস